Ajker Patrika

টোঙ্গার ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধারে কাজ করছে স্পেসএক্স 

প্রযুক্তি ডেস্ক
টোঙ্গার ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধারে কাজ করছে স্পেসএক্স 

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ টোঙ্গার ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার করতে কাজ করে যাচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স। ফিজির এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ জানুয়ারি একটি বিশালাকার ডুবো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামিতে ভেসে গেছে প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গা। ফলে টোঙ্গার ইন্টারনেট এবং বাকি বিশ্বের সঙ্গে দেশটির একমাত্র অপটিক-ফাইবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর অবশ্য নানা চেষ্টায় সীমিত সংযোগ পুনরুদ্ধার সম্ভব হয়েছে। কিন্তু পুরোপুরি সংযোগ পুনরুদ্ধার এখনো সম্ভব হয়নি।

ফিজির অ্যাটর্নি জেনারেল আইয়াজ সাঈদ-খাইয়ুম টুইটে বলেছেন, ‘স্পেসএক্সের একটি দল এখন ফিজির টোঙ্গাতে পুনরায় ইন্টারনেট সংযোগ স্থাপন করার জন্য একটি স্টারলিংক গেটওয়ে স্টেশন স্থাপন করছে।’ 

এলন মাস্কের স্পেসএক্স অ্যারোস্পেস কোম্পানির একটি বিভাগের নাম স্টারলিংক। গত জানুয়ারিতে এক টুইটার বার্তায় মাস্ক নিজেই স্টারলিংকের মাধ্যমে নতুন করে টোঙ্গার ইন্টারনেট স্থাপনে সাহায্য করবেন বলে জানিয়েছিলেন। তবে কবে থেকে স্পেসএক্স এখানে কাজ শুরু করবে তা জানা যায়নি। ফিজির ব্রডকাস্টিং করপোরেশন সাঈদ-খাইয়ুমের উদ্ধৃতি দিয়ে বলেছে, প্রকৌশলীরা ফিজিতে ছয় মাসের জন্য একটি গ্রাউন্ড স্টেশন পরিচালনা করবে। 

এ ব্যাপারে স্পেসএক্সের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। টোঙ্গার প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাষ্ট্রীয় টেলিকম টোঙ্গা কমিউনিকেশন করপোরেশনও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত