Ajker Patrika

স্পটিফাইয়ের মামলায় ইইউতে অ্যাপলকে ২০০ কোটি ডলার জরিমানা

স্পটিফাইয়ের মামলায় ইইউতে অ্যাপলকে ২০০ কোটি ডলার জরিমানা

অ্যাপস্টোরে নানা বিধিনিষেধ আরোপ করে প্রতিদ্বন্দ্বী মিউজিক স্ট্রিমিং সেবাদাতাদের প্রতিযোগিতায় নামতে বাধা দেওয়ায় অ্যাপলকে ২০০ কোটি ডলার জরিমানা করেছে বেলজিয়াম। গতকাল সোমবার প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের নিয়ম লঙ্ঘনের জন্য জরিমানা হয় প্রতিষ্ঠানটির।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ইউরোপীয় ইউনিয়নের বাজার প্রতিযোগিতা নিয়ন্ত্রণকারী সংস্থা প্রথম কোনো প্রতিষ্ঠানকে এত মোটা অঙ্কের জরিমানা করল। এ ক্ষেত্রে মূল জরিমানা ৪ কোটি ৩৪ লাখ ডলার। বাকিটা ভবিষ্যতে এই ধরনের অপরাধ করা থেকে বিরত রাখার জন্য।

সুইডেনের স্ট্রিমিং পরিষেবা স্পটিফাইয়ের ২০১৯ সালের অভিযোগের ভিত্তিতে এই রায় এল। তাতে বলা হয়, অ্যাপ স্টোরের বাইরেও যে অর্থ পরিশোধের সুযোগ আছে, সে বিষয়টি তাঁদের ব্যবহারকারীদের জানাতে দেয়নি অ্যাপল।

গতকাল সোমবার কমিশনের পক্ষ থেকে বলা হয়, অ্যাপলের বিধিনিষেধগুলো অন্যায্য। যদিও রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে অ্যাপল। তবে আপিলের রায় আসতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। তত দিন অ্যাপলকে জরিমানা পরিশোধ করে যেতে হবে এবং ইইউর আদেশ মেনে চলতে হবে। 
 
এদিকে জরিমানার খবরের পর গতকাল সোমবার অ্যাপলের শেয়ারদর ৩ দশমিক ২ শতাংশ কমে ১৭৩ ডলারে নামে। অ্যাপলের ওপর ৫৪ কোটি ২৫ লাখ ডলারের জরিমানা আরোপ করা হবে বলে সংশ্লিষ্টরা ধারণা করেছিলেন। কিন্তু বাস্তবের চারগুণ বেশি জরিমানা হলো।

তবে এই ২০০ কোটি ডলারের জরিমান অ্যাপলের বৈশ্বিক আয়ের শূন্য দশমিক ৫ শতাংশের সমান বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমপিটিশন কমিশনার মারগারেথ ভেস্তাগের।     

রায়ে অসন্তোষ প্রকাশ করে এক বিবৃতিতে অ্যাপল বলেছে, কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়া এবং বাজারের বাস্তবতা উপেক্ষা করে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বাজার এখন সমৃদ্ধ, প্রতিযোগিতামূলক এবং তা দ্রুত বাড়ছে। 

আদালতের এই রায়ে সবচেয়ে বেশি লাভবান হবে বিশ্বের সবচেয়ে বড় মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই। তদন্ত চলাকালে স্পটিফাই ইউরোপীয় কমিশনের সঙ্গে ৬৫ বার বৈঠক করেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে অ্যাপল। 

এক সংবাদ সম্মেলনে ভেস্তাগের বলেন, বিকল্প নিয়ে কয়েক কোটি ইউরোপীয় মিউজিক স্ট্রিমিং ব্যবহারকারীকে অন্ধকারে রাখা হয়েছিল।

জরিমানার সিদ্ধান্তকে স্বাগত জানালেও এটাই যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে স্পটিফাই। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‘এ মামলায় ন্যায়বিচার হওয়ায় আমরা আনন্দিত। তবে এতে মিউজিকের বাইরে অন্যান্য স্ট্রিমিং সেবাসহ বিশ্বজুড়ে অন্যান্য ডেভেলপারদের সঙ্গে অ্যাপলের দুর্ব্যবহারের সমাধান হয় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত