কুহেলী রহমান
বর্তমানে ফটোশপ ছাড়াও আরও নানাভাবে ছবি এডিট করা যায়। ছবি সুন্দর করার জন্য অনেক ফ্রি সফটওয়্যার পাওয়া যায়। ফ্রি হলেও ফটোশপের কাছাকাছি মানের এডিটিংও সম্ভব এসব সফটওয়্যারে। এমন ৫টি সফটওয়্যার নিয়ে আলোচনা করা হলো-
১। ক্যানভা ডট কম
ক্যানভা একটি ক্লাউডভিত্তিক গ্রাফিক ডিজাইন টুল। এটিকে ফটো এডিটর ও ভিডিও এডিটরসহ গ্রাফিক ডিজাইন টুলও বলা হয়। এর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য বিভিন্ন ভিডিও, কার্ড, ফ্লায়ার, ছবির কোলাজ তৈরি করা যায়।
২। জিআইএমপি
জিআইএমপি দ্রুতগতির একটি ওপেন সোর্স রাস্টার গ্রাফিকস এডিটর। সফটওয়্যারটি মূলত ইমেজ ম্যানিপুলেশন ও ছবি এডিটিংয়ের কাজে ব্যবহৃত হয়। সফটওয়্যারটি ড্রয়িংয়ের কাজের জন্য তৈরি না করা হলেও অনেকেই এ কাজে এটিকে ব্যবহার করে থাকেন।
৩। ফটো পস প্রো
ছবিকে এডিটের মাধ্যমে শৈল্পিক পর্যায়ে নিয়ে যেতে ফটো পস প্রো’র জুড়ি নেই। সফটওয়্যারটিতে উন্নত ধরনের সিলেকশন টুল, লেয়ার মাস্ক, লেয়ার স্টাইল, ফিল্টার ও নির্দিষ্ট কিছু ইফেক্ট, ড্রয়িং টুল, ব্রাশ ও ডায়নামিক ব্রাশ রয়েছে।
৪। ফটোডিরেক্টর এসেনশিয়াল
ফটোডিরেক্টর এসেনশিয়াল কে বলা হয় ফ্রি ছবি এডিটের সেরা সফটওয়্যার ও অর্গানাইজার। এতে রয়েছে নানারকম টুলস ও ফিচারের সমন্বয়। ছবিকে আরও সুন্দর ও মানসম্মত করে তুলতে সফটওয়্যারটিতে রয়েছে শত শত ফিল্টার, স্টিকার, ফ্রেম ও ওভারলে।
৫। ডার্কটেবিল
ডার্কটেবিল মূলত একটি ওপেন সোর্স ফটোগ্রাফি সফটওয়্যার। এটিকে ফটোগ্রাফারদের জন্য ভার্চুয়াল লাইটটেবিল ও ডার্করুম বলা হয়। এই সফটওয়্যারে ক্রস প্ল্যাটফর্ম, ফিল্টারিং অ্যান্ড সর্টিং, ইমেজ ফরম্যাটসহ বিভিন্ন ফিচার রয়েছে।
বর্তমানে ফটোশপ ছাড়াও আরও নানাভাবে ছবি এডিট করা যায়। ছবি সুন্দর করার জন্য অনেক ফ্রি সফটওয়্যার পাওয়া যায়। ফ্রি হলেও ফটোশপের কাছাকাছি মানের এডিটিংও সম্ভব এসব সফটওয়্যারে। এমন ৫টি সফটওয়্যার নিয়ে আলোচনা করা হলো-
১। ক্যানভা ডট কম
ক্যানভা একটি ক্লাউডভিত্তিক গ্রাফিক ডিজাইন টুল। এটিকে ফটো এডিটর ও ভিডিও এডিটরসহ গ্রাফিক ডিজাইন টুলও বলা হয়। এর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য বিভিন্ন ভিডিও, কার্ড, ফ্লায়ার, ছবির কোলাজ তৈরি করা যায়।
২। জিআইএমপি
জিআইএমপি দ্রুতগতির একটি ওপেন সোর্স রাস্টার গ্রাফিকস এডিটর। সফটওয়্যারটি মূলত ইমেজ ম্যানিপুলেশন ও ছবি এডিটিংয়ের কাজে ব্যবহৃত হয়। সফটওয়্যারটি ড্রয়িংয়ের কাজের জন্য তৈরি না করা হলেও অনেকেই এ কাজে এটিকে ব্যবহার করে থাকেন।
৩। ফটো পস প্রো
ছবিকে এডিটের মাধ্যমে শৈল্পিক পর্যায়ে নিয়ে যেতে ফটো পস প্রো’র জুড়ি নেই। সফটওয়্যারটিতে উন্নত ধরনের সিলেকশন টুল, লেয়ার মাস্ক, লেয়ার স্টাইল, ফিল্টার ও নির্দিষ্ট কিছু ইফেক্ট, ড্রয়িং টুল, ব্রাশ ও ডায়নামিক ব্রাশ রয়েছে।
৪। ফটোডিরেক্টর এসেনশিয়াল
ফটোডিরেক্টর এসেনশিয়াল কে বলা হয় ফ্রি ছবি এডিটের সেরা সফটওয়্যার ও অর্গানাইজার। এতে রয়েছে নানারকম টুলস ও ফিচারের সমন্বয়। ছবিকে আরও সুন্দর ও মানসম্মত করে তুলতে সফটওয়্যারটিতে রয়েছে শত শত ফিল্টার, স্টিকার, ফ্রেম ও ওভারলে।
৫। ডার্কটেবিল
ডার্কটেবিল মূলত একটি ওপেন সোর্স ফটোগ্রাফি সফটওয়্যার। এটিকে ফটোগ্রাফারদের জন্য ভার্চুয়াল লাইটটেবিল ও ডার্করুম বলা হয়। এই সফটওয়্যারে ক্রস প্ল্যাটফর্ম, ফিল্টারিং অ্যান্ড সর্টিং, ইমেজ ফরম্যাটসহ বিভিন্ন ফিচার রয়েছে।
দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
২ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৫ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৬ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৯ ঘণ্টা আগে