কোম্পানির ডেভেলপার সম্মেলনের দ্বিতীয় দিনে (গত বুধবার) অ্যান্ড্রয়েড ১৫ বেটা ২ সংস্করণ উন্মোচন করেছে গুগল। এবারের অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের আপডেটে ব্যবহারকারীদের গোপনীয়তা ও স্মার্টফোনে সুরক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। এ জন্য অ্যান্ড্রয়েড ফোনের চুরি হওয়া ঠেকাতে ‘অ্যান্টি থেফট’ ও অ্যাপ লুকিয়ে রাখার জন্য ‘প্রাইভেট স্পেস’ ফিচার বেটা সংস্করণটিতে যুক্ত করেছে এই টেক জায়ান্ট।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে পিক্সেল স্মার্টফোনে ও কয়েকটি নির্বাচিত স্মার্টফোনে আপডেটটি পাওয়া যাবে। এটি একটি পরীক্ষামূলক সংস্করণ।
প্রাইভেট স্পেস
গুগলের আই/ও ডেভেলপার সম্মেলনে প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড ফোনের জন্য নিরাপত্তা ও গোপনীয়তার জন্য ‘প্রাইভেট স্পেস’ ফিচার উন্মোচন করে গুগল। এর মাধ্যমে একটি আলাদা জায়গায় নির্দিষ্ট অ্যাপ (যেমন—ব্যাংকিং, ডেটিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ) লুকিয়ে রাখতে পারবেন ব্যবহারকারীরা। প্রাইভেট স্পেসে রাখা অ্যাপগুলো আলাদা প্লে স্টোরের মাধ্যমে আপডেট করা যাবে। এসব অ্যাপের আলাদা ডেটা স্টোরেজ সিস্টেম থাকবে।
গুগল বলছে, প্রাইভেট স্পেস ফিচার অ্যান্ড্রয়েড ১৫ এর অ্যাপ ড্রয়ারে (যেখানে অ্যাপগুলো একই সঙ্গে থাকে) ডিফল্টভাবে থাকবে। ব্যবহারকারীরা এই অ্যাপ ড্রয়ারের একদম নিচের দিকে স্ক্রল করে লুকানো অ্যাপগুলো পাবেন। অ্যাপগুলোর নিরাপত্তার জন্য পাসকোড বা বায়োমেট্রিক লক (ফিঙ্গারপ্রিন্ট, ফেস–আইডি) ব্যবহার করতে পারবেন। ফলে এগুলো একেবারে লুকানো থাকবে।
অ্যান্টি থেফট প্রোটেকশন
অ্যান্ড্রয়েড ১৫ এ অ্যান্টি থেফট প্রোটেকশন ফিচার যুক্ত করেছে গুগল। এর ফলে চুরি করার পর ফোন রিসেট দিলেও ডিভাইসটিতে ব্যবহৃত আগের জিমেইল অ্যাকাউন্ট ছাড়া নির্বিঘ্নে ফোনটি ব্যবহার করা যাবে না। ফোনটির স্ক্রিন টাইম বাড়ানো, পাসকি পরিবর্তন ও ফাইন্ড মাই ডিভাইস ফিচার বন্ধ করার জন্য ডিভাইসটি বার বার বায়োমেট্রিক অথেনটিকেশন চাইবে।
এ ছাড়া ‘থেফট ডিটেকশন লক’ নামে আরও একটি শক্তিশালী ফিচার নিয়ে আসছে গুগল। এটি ‘চুরির সময়ে আকস্মিক গতি’ শনাক্ত করতে পারে। ফলে ডিভাইসটি সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। এ ছাড়া ‘অফলাইন ডিভাইস লক’ ফিচারও যুক্ত করা হবে। যদি কোনো চোর ইন্টারনেট সংযোগ বন্ধ করেও দিলে ডিভাইসটি এবারও স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে।
অ্যান্টি থেফট প্রোটেকশনের আওতায় নতুন ‘রিমোট লক’ ফিচার যুক্ত করা হবে। ফলে ফোন চুরি হলে অন্য কোনো ডিভাইস থেকে ফাইন্ড মাই ডিভাইস প্ল্যাটফর্মে লগ ইন করে দূর থেকেই ফোনটি লক করা যাবে ও ফোনের সব ডেটা মুছেও ফেলা যাবে।
গুগল বলছে, থেফট ডিটেকশন লক, রিমোট লক ও অফলাইন ডিভাইস লকের মতো ফিচারগুলো এই বছরে শেষের দিকে অ্যান্ড্রয়েড ১০ ও অন্যান্য অপারেটিং সিস্টেমেও যুক্ত করা হবে।
অ্যান্ড্রয়েড ১৫ এ নতুন নকশার ভলিউম প্যানেলও দেখা যাবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
কোম্পানির ডেভেলপার সম্মেলনের দ্বিতীয় দিনে (গত বুধবার) অ্যান্ড্রয়েড ১৫ বেটা ২ সংস্করণ উন্মোচন করেছে গুগল। এবারের অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের আপডেটে ব্যবহারকারীদের গোপনীয়তা ও স্মার্টফোনে সুরক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। এ জন্য অ্যান্ড্রয়েড ফোনের চুরি হওয়া ঠেকাতে ‘অ্যান্টি থেফট’ ও অ্যাপ লুকিয়ে রাখার জন্য ‘প্রাইভেট স্পেস’ ফিচার বেটা সংস্করণটিতে যুক্ত করেছে এই টেক জায়ান্ট।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে পিক্সেল স্মার্টফোনে ও কয়েকটি নির্বাচিত স্মার্টফোনে আপডেটটি পাওয়া যাবে। এটি একটি পরীক্ষামূলক সংস্করণ।
প্রাইভেট স্পেস
গুগলের আই/ও ডেভেলপার সম্মেলনে প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড ফোনের জন্য নিরাপত্তা ও গোপনীয়তার জন্য ‘প্রাইভেট স্পেস’ ফিচার উন্মোচন করে গুগল। এর মাধ্যমে একটি আলাদা জায়গায় নির্দিষ্ট অ্যাপ (যেমন—ব্যাংকিং, ডেটিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ) লুকিয়ে রাখতে পারবেন ব্যবহারকারীরা। প্রাইভেট স্পেসে রাখা অ্যাপগুলো আলাদা প্লে স্টোরের মাধ্যমে আপডেট করা যাবে। এসব অ্যাপের আলাদা ডেটা স্টোরেজ সিস্টেম থাকবে।
গুগল বলছে, প্রাইভেট স্পেস ফিচার অ্যান্ড্রয়েড ১৫ এর অ্যাপ ড্রয়ারে (যেখানে অ্যাপগুলো একই সঙ্গে থাকে) ডিফল্টভাবে থাকবে। ব্যবহারকারীরা এই অ্যাপ ড্রয়ারের একদম নিচের দিকে স্ক্রল করে লুকানো অ্যাপগুলো পাবেন। অ্যাপগুলোর নিরাপত্তার জন্য পাসকোড বা বায়োমেট্রিক লক (ফিঙ্গারপ্রিন্ট, ফেস–আইডি) ব্যবহার করতে পারবেন। ফলে এগুলো একেবারে লুকানো থাকবে।
অ্যান্টি থেফট প্রোটেকশন
অ্যান্ড্রয়েড ১৫ এ অ্যান্টি থেফট প্রোটেকশন ফিচার যুক্ত করেছে গুগল। এর ফলে চুরি করার পর ফোন রিসেট দিলেও ডিভাইসটিতে ব্যবহৃত আগের জিমেইল অ্যাকাউন্ট ছাড়া নির্বিঘ্নে ফোনটি ব্যবহার করা যাবে না। ফোনটির স্ক্রিন টাইম বাড়ানো, পাসকি পরিবর্তন ও ফাইন্ড মাই ডিভাইস ফিচার বন্ধ করার জন্য ডিভাইসটি বার বার বায়োমেট্রিক অথেনটিকেশন চাইবে।
এ ছাড়া ‘থেফট ডিটেকশন লক’ নামে আরও একটি শক্তিশালী ফিচার নিয়ে আসছে গুগল। এটি ‘চুরির সময়ে আকস্মিক গতি’ শনাক্ত করতে পারে। ফলে ডিভাইসটি সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। এ ছাড়া ‘অফলাইন ডিভাইস লক’ ফিচারও যুক্ত করা হবে। যদি কোনো চোর ইন্টারনেট সংযোগ বন্ধ করেও দিলে ডিভাইসটি এবারও স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে।
অ্যান্টি থেফট প্রোটেকশনের আওতায় নতুন ‘রিমোট লক’ ফিচার যুক্ত করা হবে। ফলে ফোন চুরি হলে অন্য কোনো ডিভাইস থেকে ফাইন্ড মাই ডিভাইস প্ল্যাটফর্মে লগ ইন করে দূর থেকেই ফোনটি লক করা যাবে ও ফোনের সব ডেটা মুছেও ফেলা যাবে।
গুগল বলছে, থেফট ডিটেকশন লক, রিমোট লক ও অফলাইন ডিভাইস লকের মতো ফিচারগুলো এই বছরে শেষের দিকে অ্যান্ড্রয়েড ১০ ও অন্যান্য অপারেটিং সিস্টেমেও যুক্ত করা হবে।
অ্যান্ড্রয়েড ১৫ এ নতুন নকশার ভলিউম প্যানেলও দেখা যাবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
পাতলা ফোন মানেই, দুর্বল পারফরম্যান্স—এই ধ্যানধারণা অধিকাংশ ক্রেতার মনে গেঁথে গেছে। একই ভাবনার প্রতিফলন দেখা যায় বিভিন্ন মোবাইল মার্কেটেও। তবে এসব প্রথাগত ধারণা ভেঙে দিতে বাজারে আসছে অপোর ‘এ৫এক্স’ স্মার্টফোন।
৯ ঘণ্টা আগেদীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘গ্যালাক্সি এস ২৫ এজ’ ফোনটির আনুষ্ঠানিক উন্মোচনের তারিখ ঘোষণা করল স্যামসাং। আগামী ১৩ মে দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় সকাল ৯টায় কটি ভার্চুয়াল ‘আনপ্যাকড’ ইভেন্টের মাধ্যমে এই নতুন স্মার্টফোন উন্মোচন করবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দায়ের করা মামলা নিষ্পত্তিতে ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে গুগল। গত কাল শুক্রবার এক বিবৃতিতে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ব্যবহারকারীদের অনুমতি ছাড়া গোপনে তথ্য সংগ্রহ করায় এই জরিমানা...
১১ ঘণ্টা আগেচীনা অ্যাকাডেমি অব সায়েন্সেসের গবেষকেরা সম্প্রতি ‘ডিফেস’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) টুল প্রকাশ করেছেন, যা শুধুমাত্র ডিএনএ-র তথ্য বিশ্লেষণ করে তৈরি করতে পারে মানুষের মুখচ্ছবি। গবেষকেরা বলছেন, এই প্রযুক্তি ফরেনসিক, চিকিৎসকদের এবং আইন প্রয়োগকারী সংস্থার কাজের ধরন বদলে দিতে পারে।
১৩ ঘণ্টা আগে