কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ অনারের নতুন অপারেটিং সিস্টেম ‘ম্যাজিকওএস ৯ .০’ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নতুন এই সংস্করণটিতে স্মার্ট ক্যাপসুল, ফেইস সোয়াইপ ডিটেকশন ও টার্বো এক্স সিস্টেমের মতো ফিচার পাওয়া যাবে। এআই নোটস, এআই ট্রান্সলেশনের মতো বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচারও এই সিস্টেমে যুক্ত থাকবে।
নতুন অপারেটিং সিস্টেমের স্মার্ট ক্যাপসুল ফিচারটি আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো কাজ করবে।
ম্যাজিকওএস ৯.০ এর একটি বড় অংশ এআই প্রযুক্তি। এতে ফেইস সোয়াপ ডিটেকশন ফিচার রয়েছে যা ব্যবহারকারীদের ভিডিও কল বা অন্যান্য অনলাইন যোগাযোগের সময় ডিপফেকের বিরুদ্ধে সুরক্ষা দেবে। অনারের এআই অ্যাসিস্ট্যান্ট ‘ওয়াইওওয়াইও এজেন্ট’–এ নতুন সুবিধা যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে নোটিফিকেশন পরিচালনা করা, পানীয় অর্ডার করা এবং বিভিন্ন পণ্যের দামের তুলনা করা। অনার বলছে, অ্যাসিস্ট্যান্টটি ‘ম্যাজিক মডেল’ ব্যবহার করে কাজ করবে। এই মডেলের মধ্যে লার্জ ল্যাংগুয়েজ মডেল, লার্জ ইমেজ মডেল এবং একটি মাল্টি-মোডাল মডেল অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া অন্য সিস্টেম অ্যাপগুলোতেও এআই ফিচার রয়েছে। এআই নোটস, এআই ডকুমেন্টস, এবং এআই ট্রান্সলেশন-এর মাধ্যমে নতুন সুবিধা পাবেন ব্যবহারকারীরা। নতুন ম্যাজিক এডিটরের মাধ্যমে ছবি থেকে অনাকাঙ্খিত বস্তু মুছে ফেলা যাবে, ছবিগুলোর মান উন্নয়নে ফিল্টার ব্যবহার করা যাবে এবং এমনকি পুরনো ছবি পুনরুদ্ধার করা যাবে।
ম্যাজিকওএস ৯.০–এ একটি স্মার্ট ফিটনেস কোচ অন্তর্ভুক্ত করেছে। এটি ব্যক্তিগতকৃত ব্যায়ামের পরিকল্পনা তৈরি করতে পারে। নিজস্ব রুটিনের ভিত্তিতে পরিকল্পনাটি সময় অনুযায়ী সমন্বয় করতে পারবে ব্যবহারকারীরা। এছাড়া একটি নতুন ভ্রমণ সহকারীও রয়েছে যা আবাসন ও পরিবহন সম্পর্কিত তথ্য ও সুপারিশ দেখাবে।
নতুন আপডেটে অন্যান্য ফিচারগুলোর মধ্যে রয়েছে, ডুয়াল-ডিভাইস মেসেজিং, হোম এবং কার ইন্টিগ্রেশন, ক্রস-ডিভাইস সিকিউরিটি, এবং একটি সার্কেল টু সার্চের এর মতো ভিজ্যুয়াল লুকআপ ফিচার যা এনিডোর নামে পরিচিত।
যেসব ডিভাইসে এই আপডেট পাওয়া যাবে
ম্যাজিকওএস ৯.০ আপডেট নভেম্বর ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত পাবলিক বেটা হিসেবে অনারের স্মার্টফোনে চালু হবে। স্মার্টফোন এবং ট্যাবলেটসহ মোট ৩৬টি ডিভাইসে এই আপডেটে পাওয়া যাবে। যেসব ডিভাইসে এই আপডেট পাওয়া যাবে তার তালিকা উল্লেখ করা হলো—
নভেম্বর ২০২৪: ম্যাজিক ভি৩, ম্যাজিক ভিএস ৩, ম্যাজিক ভি২ সিরিজ, ম্যাজিক ৬ সিরিজ, ম্যাজিক ৫ সিরিজ।
ডিসেম্বর ২০২৪: ম্যাজিক ভিএস ২, ম্যাজিক ভি ফ্লিপ, ম্যাজিক ৪ সিরিজ, অনার ২০০ সিরিজ, ম্যাজিকপ্যাড ২ ট্যাবলেট।
জানুয়ারি ২০২৫: ম্যাজিক ভিএস সিরিজ, ম্যাজিক ভি, অনার ১০০ সিরিজ, অনার ৯০ জিটি, জিটি প্রো ট্যাবলেট।
ফেব্রুয়ারি ২০২৫: অনার ৯০ সিরিজ, অনার ৮০ সিরিজ।
মার্চ ২০২৫: অনার এক্স ৬০ সিরিজ, এক্স ৫০।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ অনারের নতুন অপারেটিং সিস্টেম ‘ম্যাজিকওএস ৯ .০’ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নতুন এই সংস্করণটিতে স্মার্ট ক্যাপসুল, ফেইস সোয়াইপ ডিটেকশন ও টার্বো এক্স সিস্টেমের মতো ফিচার পাওয়া যাবে। এআই নোটস, এআই ট্রান্সলেশনের মতো বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচারও এই সিস্টেমে যুক্ত থাকবে।
নতুন অপারেটিং সিস্টেমের স্মার্ট ক্যাপসুল ফিচারটি আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো কাজ করবে।
ম্যাজিকওএস ৯.০ এর একটি বড় অংশ এআই প্রযুক্তি। এতে ফেইস সোয়াপ ডিটেকশন ফিচার রয়েছে যা ব্যবহারকারীদের ভিডিও কল বা অন্যান্য অনলাইন যোগাযোগের সময় ডিপফেকের বিরুদ্ধে সুরক্ষা দেবে। অনারের এআই অ্যাসিস্ট্যান্ট ‘ওয়াইওওয়াইও এজেন্ট’–এ নতুন সুবিধা যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে নোটিফিকেশন পরিচালনা করা, পানীয় অর্ডার করা এবং বিভিন্ন পণ্যের দামের তুলনা করা। অনার বলছে, অ্যাসিস্ট্যান্টটি ‘ম্যাজিক মডেল’ ব্যবহার করে কাজ করবে। এই মডেলের মধ্যে লার্জ ল্যাংগুয়েজ মডেল, লার্জ ইমেজ মডেল এবং একটি মাল্টি-মোডাল মডেল অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া অন্য সিস্টেম অ্যাপগুলোতেও এআই ফিচার রয়েছে। এআই নোটস, এআই ডকুমেন্টস, এবং এআই ট্রান্সলেশন-এর মাধ্যমে নতুন সুবিধা পাবেন ব্যবহারকারীরা। নতুন ম্যাজিক এডিটরের মাধ্যমে ছবি থেকে অনাকাঙ্খিত বস্তু মুছে ফেলা যাবে, ছবিগুলোর মান উন্নয়নে ফিল্টার ব্যবহার করা যাবে এবং এমনকি পুরনো ছবি পুনরুদ্ধার করা যাবে।
ম্যাজিকওএস ৯.০–এ একটি স্মার্ট ফিটনেস কোচ অন্তর্ভুক্ত করেছে। এটি ব্যক্তিগতকৃত ব্যায়ামের পরিকল্পনা তৈরি করতে পারে। নিজস্ব রুটিনের ভিত্তিতে পরিকল্পনাটি সময় অনুযায়ী সমন্বয় করতে পারবে ব্যবহারকারীরা। এছাড়া একটি নতুন ভ্রমণ সহকারীও রয়েছে যা আবাসন ও পরিবহন সম্পর্কিত তথ্য ও সুপারিশ দেখাবে।
নতুন আপডেটে অন্যান্য ফিচারগুলোর মধ্যে রয়েছে, ডুয়াল-ডিভাইস মেসেজিং, হোম এবং কার ইন্টিগ্রেশন, ক্রস-ডিভাইস সিকিউরিটি, এবং একটি সার্কেল টু সার্চের এর মতো ভিজ্যুয়াল লুকআপ ফিচার যা এনিডোর নামে পরিচিত।
যেসব ডিভাইসে এই আপডেট পাওয়া যাবে
ম্যাজিকওএস ৯.০ আপডেট নভেম্বর ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত পাবলিক বেটা হিসেবে অনারের স্মার্টফোনে চালু হবে। স্মার্টফোন এবং ট্যাবলেটসহ মোট ৩৬টি ডিভাইসে এই আপডেটে পাওয়া যাবে। যেসব ডিভাইসে এই আপডেট পাওয়া যাবে তার তালিকা উল্লেখ করা হলো—
নভেম্বর ২০২৪: ম্যাজিক ভি৩, ম্যাজিক ভিএস ৩, ম্যাজিক ভি২ সিরিজ, ম্যাজিক ৬ সিরিজ, ম্যাজিক ৫ সিরিজ।
ডিসেম্বর ২০২৪: ম্যাজিক ভিএস ২, ম্যাজিক ভি ফ্লিপ, ম্যাজিক ৪ সিরিজ, অনার ২০০ সিরিজ, ম্যাজিকপ্যাড ২ ট্যাবলেট।
জানুয়ারি ২০২৫: ম্যাজিক ভিএস সিরিজ, ম্যাজিক ভি, অনার ১০০ সিরিজ, অনার ৯০ জিটি, জিটি প্রো ট্যাবলেট।
ফেব্রুয়ারি ২০২৫: অনার ৯০ সিরিজ, অনার ৮০ সিরিজ।
মার্চ ২০২৫: অনার এক্স ৬০ সিরিজ, এক্স ৫০।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
যুক্তরাষ্ট্রের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান বিশ্বের প্রথম ‘ফ্লাইং কার’ বা উড়ন্ত গাড়ি উদ্ভাবনের দাবি করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ক্যালিফোর্নিয়ার একটি দাঁড়ানো গাড়ির ওপর দিয়ে উড়ে যাওয়ার সফল পরীক্ষা চালিয়েছে।
৫ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে স্মার্টফোন নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের প্রতিযোগিতা বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। ২০১৪ সালে বড় পর্দার ফোনে এগিয়ে ছিল স্যামসাং, আর অ্যাপল ভক্তরা চাইছিলেন একটি বড় স্ক্রিনের আইফোন। অবশেষে আইফোন ৬ আনার মাধ্যমে অ্যাপল সেই দাবি পূরণ করে। সেবার জয় হয়েছিল অ্যাপলের।
৫ ঘণ্টা আগেব্যাংক অ্যাকাউন্ট ও ডিজিটাল পরিচয় চুরির নতুন এক কৌশলে প্রতারণার শিকার হচ্ছেন বহু ব্যবহারকারী। প্রতারণার এই নতুন রূপটি পরিচিত হচ্ছে ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন-শেয়ারিং প্রতারণা’ নামে। সরল এই কৌশলেই প্রতারকেরা ব্যবহারকারীর একান্ত ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাক্সেস হাতিয়ে নিচ্ছে বলে সতর্ক করেছে বিভিন্ন সাইবার
৬ ঘণ্টা আগেবর্তমান সময়ে প্রযুক্তি জগতে অ্যাপল সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত এবং প্রভাবশালী একটি প্রতিষ্ঠান। উদ্ভাবনী শক্তি, সাধারণ ডিজাইন এবং উচ্চমানের পণ্যের জন্য অ্যাপলের আলাদা একটি খ্যাতি রয়েছে। আজকের দিনে অ্যাপল শুধু একটি হার্ডওয়্যার নির্মাতা নয়, বরং এটি একটি সাংস্কৃতিক প্রতীক। প্রতিটি নতুন আইফোন বা ম্যাকবুকের
৮ ঘণ্টা আগে