যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ চীনের সঙ্গে কোম্পানির সম্পর্ককে ভুলভাবে বর্ণনা করেছে বলে দাবি টিকটকের। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালতে এ দাবি জানিয়েছে কোম্পানিটি। সেই সঙ্গে আদালতকে চীনভিত্তিক কোম্পানি বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রি বা নিষেধাজ্ঞার মুখোমুখি করার আইনটি বাতিল করার আহ্বান জানিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
মামলায় টিকটক বলছে, বিচার বিভাগের মামলায় তথ্যগত ভুল রয়েছে। গত মাসে বিচার বিভাগের আইনজীবীরা বলেন, চীনের সরকারকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ডেটা সংগ্রহ করার অনুমতি দেয় অ্যাপটি এবং তারা কী কনটেন্ট দেখছে, তার ওপর গোপনে প্রভাব বিস্তার করে জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।
টিকটক বলছে, অ্যাপের কনটেন্ট রেকোমেন্ডেশন ইঞ্জিন ও ব্যবহারকারীর ডেটা যুক্তরাষ্ট্রের কোম্পানি ওরাকল পরিচালিত ক্লাউড সার্ভারে সংরক্ষণ করা হয়। সেই সঙ্গে মার্কিন ব্যবহারকারীদের প্রভাবিত করে এমন কনটেন্ট নিয়ন্ত্রণের সিদ্ধান্তগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে নেওয়া হয়।
টিকটক নিষিদ্ধের বিলে স্বাক্ষর করে গত ১৪ এপ্রিল বিলটিকে আইনে পরিণত করে প্রেসিডেন্ট জো বাইডেন। আইন অনুযায়ী বাইটড্যান্সকে ১৯ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে চীনের কোম্পানিটিকে টিকটকের যুক্তরাষ্ট্রের অংশটুকু বিক্রি করে দিতে হবে। এই সময়ের মধ্যে বিক্রি না করলে টিকটক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে।
আপিল আদালত আগামী ১৬ সেপ্টেম্বর আইনি চ্যালেঞ্জের ওপর মৌখিক যুক্তি শুনবে। যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যত কী হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর নেওয়া হবে।
অন্যদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন। গত জুনে ট্রাম্প বলেন, তিনি কখনোই টিকটকের নিষেধাজ্ঞা সমর্থন করবেন না। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জুলাই মাসে টিকটকে যুক্ত হন। প্রচারণা কৌশলের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের দিকে ঝুঁকেছেন তিনি।
তবে মামলায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছিল, অ্যাপের কনটেন্ট নির্বাচনের সিদ্ধান্তগুলো ‘বিদেশি ব্যক্তিদের’ হাতে এবং তাই ‘যুক্তরাষ্টের সংবিধান’ দিয়ে সুরক্ষিত নয়। এই দাবির বিরুদ্ধে যুক্তি দিয়ে টিকটক বলে, আইনটি বাক্স্বাধীনতার অধিকার কোম্পানি থেকে ছিনিয়ে নেবে।
কোম্পানিটি আরও বলে, সরকারে এই যুক্তি অনুসারে, যেসব গণমাধ্যম বিদেশি গণমাধ্যমের কনটেন্ট পুনরায় ছাপায়, তাদের কনটেন্টগুলোও ‘যুক্তরাষ্ট্রের সংবিধান’ দিয়ে সুরক্ষিত থাকবে না।
টিকটক বাইটড্যান্স থেকে আলাদা না হলে আইন অনুযায়ী অ্যাপল ও গুগলের প্লে স্টোরে অ্যাপটি রাখা যাবে না এবং ইন্টারনেট সেবাগুলোকে টিকটক সমর্থন দিতে বাধা দেবে।
চীন যুক্তরাষ্ট্রের তথ্য হাতিয়ে নিতে পারে বা অ্যাপের মাধ্যমে তাদের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে বলে মার্কিন আইনপ্রণেতারা উদ্বিগ্ন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ চীনের সঙ্গে কোম্পানির সম্পর্ককে ভুলভাবে বর্ণনা করেছে বলে দাবি টিকটকের। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালতে এ দাবি জানিয়েছে কোম্পানিটি। সেই সঙ্গে আদালতকে চীনভিত্তিক কোম্পানি বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রি বা নিষেধাজ্ঞার মুখোমুখি করার আইনটি বাতিল করার আহ্বান জানিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
মামলায় টিকটক বলছে, বিচার বিভাগের মামলায় তথ্যগত ভুল রয়েছে। গত মাসে বিচার বিভাগের আইনজীবীরা বলেন, চীনের সরকারকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ডেটা সংগ্রহ করার অনুমতি দেয় অ্যাপটি এবং তারা কী কনটেন্ট দেখছে, তার ওপর গোপনে প্রভাব বিস্তার করে জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।
টিকটক বলছে, অ্যাপের কনটেন্ট রেকোমেন্ডেশন ইঞ্জিন ও ব্যবহারকারীর ডেটা যুক্তরাষ্ট্রের কোম্পানি ওরাকল পরিচালিত ক্লাউড সার্ভারে সংরক্ষণ করা হয়। সেই সঙ্গে মার্কিন ব্যবহারকারীদের প্রভাবিত করে এমন কনটেন্ট নিয়ন্ত্রণের সিদ্ধান্তগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে নেওয়া হয়।
টিকটক নিষিদ্ধের বিলে স্বাক্ষর করে গত ১৪ এপ্রিল বিলটিকে আইনে পরিণত করে প্রেসিডেন্ট জো বাইডেন। আইন অনুযায়ী বাইটড্যান্সকে ১৯ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে চীনের কোম্পানিটিকে টিকটকের যুক্তরাষ্ট্রের অংশটুকু বিক্রি করে দিতে হবে। এই সময়ের মধ্যে বিক্রি না করলে টিকটক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে।
আপিল আদালত আগামী ১৬ সেপ্টেম্বর আইনি চ্যালেঞ্জের ওপর মৌখিক যুক্তি শুনবে। যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যত কী হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর নেওয়া হবে।
অন্যদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন। গত জুনে ট্রাম্প বলেন, তিনি কখনোই টিকটকের নিষেধাজ্ঞা সমর্থন করবেন না। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জুলাই মাসে টিকটকে যুক্ত হন। প্রচারণা কৌশলের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের দিকে ঝুঁকেছেন তিনি।
তবে মামলায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছিল, অ্যাপের কনটেন্ট নির্বাচনের সিদ্ধান্তগুলো ‘বিদেশি ব্যক্তিদের’ হাতে এবং তাই ‘যুক্তরাষ্টের সংবিধান’ দিয়ে সুরক্ষিত নয়। এই দাবির বিরুদ্ধে যুক্তি দিয়ে টিকটক বলে, আইনটি বাক্স্বাধীনতার অধিকার কোম্পানি থেকে ছিনিয়ে নেবে।
কোম্পানিটি আরও বলে, সরকারে এই যুক্তি অনুসারে, যেসব গণমাধ্যম বিদেশি গণমাধ্যমের কনটেন্ট পুনরায় ছাপায়, তাদের কনটেন্টগুলোও ‘যুক্তরাষ্ট্রের সংবিধান’ দিয়ে সুরক্ষিত থাকবে না।
টিকটক বাইটড্যান্স থেকে আলাদা না হলে আইন অনুযায়ী অ্যাপল ও গুগলের প্লে স্টোরে অ্যাপটি রাখা যাবে না এবং ইন্টারনেট সেবাগুলোকে টিকটক সমর্থন দিতে বাধা দেবে।
চীন যুক্তরাষ্ট্রের তথ্য হাতিয়ে নিতে পারে বা অ্যাপের মাধ্যমে তাদের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে বলে মার্কিন আইনপ্রণেতারা উদ্বিগ্ন।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
২ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
৪ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৮ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৮ ঘণ্টা আগে