সাদাত হোসেন
আপনার কল্পনাকে হার মানাবে এ সংবাদ। মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, মিস ইন্টারন্যাশনাল কিংবা মিস আর্থ নামের সুন্দরী প্রতিযোগিতার নামের সঙ্গে হয়তো আপনার পরিচয় আছে। এর সবই মানুষকে কেন্দ্র করে। কিন্তু এবার বিশ্বে যে সুন্দরী প্রতিযোগিতা হতে যাচ্ছে, তাতে সুন্দরীরা তো নেই-ই, নেই কোনো মানুষও।
বিশ্বে প্রথমবারের মতো হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি মডেলদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা। এর আয়োজক ওয়ার্ল্ড এআই ক্রিয়েটর অ্যাওয়ার্ডস। বিশ্বজুড়ে এআই ক্রিয়েটরদের সম্মান জানাতে এই আয়োজন। যে মডেল জিতে যাবে, তাকে মিস এআই শিরোপা দেওয়া হবে। প্রতিযোগিতায় মোট ২০ হাজার ডলার বা প্রায় ২৪ লাখ টাকার পুরস্কার রাখা হয়েছে।
১৪ এপ্রিল থেকে শুরু হয়ে গেছে মিস এআই ক্রিয়েটরের এন্ট্রি। যাঁরা এ ধরনের এআই ক্রিয়েটরের মডেল বানিয়ে থাকেন, তাঁরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। তবে তাঁর সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি থাকতে হবে এবং বয়স হতে হবে অবশ্যই আঠারো বছরের বেশি। ইতিমধ্যে ওয়ার্ল্ড এআই ক্রিয়েটর অ্যাওয়ার্ডসের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে।
মিস এআই কনটেস্টের মডেলদের হতে হবে নারী এবং এগুলো শতভাগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি হতে হবে। কোন টুল দিয়ে এই মডেল তৈরি করা হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। এ মুহূর্তে এআই অ্যাভাটার বানানোর জন্য কিছু জনপ্রিয় মাধ্যম হলো ওপেনএআইয়ের ডাল-ই, মিডজার্নি ও কোপাইলট। এসব টুল দিয়ে সবচেয়ে বেশি এআই অ্যাভাটার তৈরি করা হয়ে থাকে বিশ্বব্যাপী। এ জন্য হাজার হাজার প্রম্পট জমা পড়ে টুলগুলোতে। সেসব প্রম্পট থেকে তৈরি সেরা এআই মডেলকে বেছে নেওয়া হবে বিশ্বের প্রথম মিস এআই হিসেবে।
আয়োজক সংস্থা জানিয়েছে, তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে বিচার করা হবে এসব সুন্দরীকে। এগুলো হলো সৌন্দর্য, প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া উপস্থিতি। সৌন্দর্যের ক্ষেত্রে এআই মডেলের রূপ, তার ডিজাইন, পোশাক ইত্যাদি দেখা হবে। প্রযুক্তির ক্ষেত্রে দেখা হবে ক্রিয়েটরের দক্ষতা ও কোন টুলের মাধ্যমে ক্রিয়েটর এই মডেল বানিয়েছেন। প্রযুক্তির ক্ষেত্রে প্রম্পট সবচেয়ে বড় ভূমিকা পালন করবে।
সর্বশেষ ক্রিয়েটরের সোশ্যাল মিডিয়া পরিচিতি। তার বানানো এআই মডেলের লাইক, কমেন্ট, ফ্যান ইত্যাদি দেখা হবে। চারজন বিচারক থাকবেন সেরা এআই মডেলদের বেছে নেওয়ার জন্য। মজার বিষয় হলো, এই বিচারকদের মধ্যে দুজন আছেন এআই ইন্ফ্লুয়েন্সার।
প্রথম জন আইটানা লোপেজ, যাঁর ৩০ লাখের বেশি ফলোয়ার রয়েছে। দ্বিতীয় জন ২৮ লাখের বেশি ইনস্টাগ্রাম ফলোয়ারের অধিকারী এমিলি পেলেগ্রিনি। আগামী ১০ মে সেরা এআই মডেলের নাম ঘোষণা করা হবে। সেই সঙ্গে তাঁকে পুরস্কার দেওয়া হবে পাঁচ হাজার ডলার বা প্রায় ছয় লাখ টাকা।
সূত্র: মিন্ট, গ্যাজেট ৩৬০
আপনার কল্পনাকে হার মানাবে এ সংবাদ। মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, মিস ইন্টারন্যাশনাল কিংবা মিস আর্থ নামের সুন্দরী প্রতিযোগিতার নামের সঙ্গে হয়তো আপনার পরিচয় আছে। এর সবই মানুষকে কেন্দ্র করে। কিন্তু এবার বিশ্বে যে সুন্দরী প্রতিযোগিতা হতে যাচ্ছে, তাতে সুন্দরীরা তো নেই-ই, নেই কোনো মানুষও।
বিশ্বে প্রথমবারের মতো হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি মডেলদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা। এর আয়োজক ওয়ার্ল্ড এআই ক্রিয়েটর অ্যাওয়ার্ডস। বিশ্বজুড়ে এআই ক্রিয়েটরদের সম্মান জানাতে এই আয়োজন। যে মডেল জিতে যাবে, তাকে মিস এআই শিরোপা দেওয়া হবে। প্রতিযোগিতায় মোট ২০ হাজার ডলার বা প্রায় ২৪ লাখ টাকার পুরস্কার রাখা হয়েছে।
১৪ এপ্রিল থেকে শুরু হয়ে গেছে মিস এআই ক্রিয়েটরের এন্ট্রি। যাঁরা এ ধরনের এআই ক্রিয়েটরের মডেল বানিয়ে থাকেন, তাঁরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। তবে তাঁর সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি থাকতে হবে এবং বয়স হতে হবে অবশ্যই আঠারো বছরের বেশি। ইতিমধ্যে ওয়ার্ল্ড এআই ক্রিয়েটর অ্যাওয়ার্ডসের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে।
মিস এআই কনটেস্টের মডেলদের হতে হবে নারী এবং এগুলো শতভাগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি হতে হবে। কোন টুল দিয়ে এই মডেল তৈরি করা হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। এ মুহূর্তে এআই অ্যাভাটার বানানোর জন্য কিছু জনপ্রিয় মাধ্যম হলো ওপেনএআইয়ের ডাল-ই, মিডজার্নি ও কোপাইলট। এসব টুল দিয়ে সবচেয়ে বেশি এআই অ্যাভাটার তৈরি করা হয়ে থাকে বিশ্বব্যাপী। এ জন্য হাজার হাজার প্রম্পট জমা পড়ে টুলগুলোতে। সেসব প্রম্পট থেকে তৈরি সেরা এআই মডেলকে বেছে নেওয়া হবে বিশ্বের প্রথম মিস এআই হিসেবে।
আয়োজক সংস্থা জানিয়েছে, তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে বিচার করা হবে এসব সুন্দরীকে। এগুলো হলো সৌন্দর্য, প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া উপস্থিতি। সৌন্দর্যের ক্ষেত্রে এআই মডেলের রূপ, তার ডিজাইন, পোশাক ইত্যাদি দেখা হবে। প্রযুক্তির ক্ষেত্রে দেখা হবে ক্রিয়েটরের দক্ষতা ও কোন টুলের মাধ্যমে ক্রিয়েটর এই মডেল বানিয়েছেন। প্রযুক্তির ক্ষেত্রে প্রম্পট সবচেয়ে বড় ভূমিকা পালন করবে।
সর্বশেষ ক্রিয়েটরের সোশ্যাল মিডিয়া পরিচিতি। তার বানানো এআই মডেলের লাইক, কমেন্ট, ফ্যান ইত্যাদি দেখা হবে। চারজন বিচারক থাকবেন সেরা এআই মডেলদের বেছে নেওয়ার জন্য। মজার বিষয় হলো, এই বিচারকদের মধ্যে দুজন আছেন এআই ইন্ফ্লুয়েন্সার।
প্রথম জন আইটানা লোপেজ, যাঁর ৩০ লাখের বেশি ফলোয়ার রয়েছে। দ্বিতীয় জন ২৮ লাখের বেশি ইনস্টাগ্রাম ফলোয়ারের অধিকারী এমিলি পেলেগ্রিনি। আগামী ১০ মে সেরা এআই মডেলের নাম ঘোষণা করা হবে। সেই সঙ্গে তাঁকে পুরস্কার দেওয়া হবে পাঁচ হাজার ডলার বা প্রায় ছয় লাখ টাকা।
সূত্র: মিন্ট, গ্যাজেট ৩৬০
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১১ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১১ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১২ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১৪ ঘণ্টা আগে