আবারও কর্মী ছাঁটাই করল স্ন্যাপচ্যাট। কোম্পানির পুনর্গঠনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সিএনবিসির এক প্রতিবেদনে জানা যায়।
গত বুধবার প্রোডাক্ট ম্যানেজমেন্টের ২০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট। কোম্পানিটি বলেছে, কোনো বিশেষ পণ্যকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়নি। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার গতি বাড়াতে এবং ব্যয় কমাতে কোম্পানি এই পদক্ষেপ নিয়েছে।
তৃতীয় ত্রৈমাসিকের আয়ের হিসাব প্রকাশ হওয়ার পর এই সিদ্ধান্তের ঘোষণা দিল স্ন্যাপচ্যাট। কোম্পানির বাৎসরিক বিক্রি ৫ শতাংশ বেড়ে ১১৯ কোটি ডলার হয়েছে ।
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের জন্য প্রতিদ্বন্দ্বী মেটার মতো বিজ্ঞাপনী আয় কমে গেছে স্ন্যাপচ্যাটের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল–হামাস যুদ্ধ নিয়ে ভুল তথ্য প্রচারের জন্য বিজ্ঞাপন কমে গেছে।
এই যুদ্ধের জন্য নীতিমালায় অনেক নতুন নিয়ম সংযোজন করেছে মেটা। তবে যুদ্ধের অনিশ্চিত গতি প্রকৃতির জন্য স্ন্যাপচ্যাট কোনো নতুন নীতিমালা তৈরি করেনি।
গত গ্রীষ্মে ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট। সেসময় প্রায় ৬ হাজার কর্মী চাকরি হারায়। বর্তমানে এই কোম্পানিতে প্রায় ৫ হাজার কর্মী কাজ করছে।
মহামারি-পরবর্তী অর্থনৈতিক সংকটের মধ্যে ২০২৩ সালের শুরুতে বহু কর্মী ছাঁটাই করেছে মেটা, মাইক্রোসফট ও অ্যামাজন। গত সেপ্টেম্বরে নিয়োগ বিভাগের কয়েকশ কর্মী ছাঁটাই করছে গুগল।
এদিকে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যালফাবেট গত জানুয়ারিতে ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে, যা কোম্পানির মোট জনবলের প্রায় ৬ শতাংশ।
কর্মসংস্থান কোম্পানি ‘চ্যালেঞ্জার, গ্রে ও ক্রিসমাস’ এক প্রতিবেদনে বলেছে, জুলাইয়ের চেয়ে আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মী ছাঁটাই বেড়েছে তিন গুণেরও বেশি, আর গত বছরের তুলনায় বেড়েছে চার গুণ।
আবারও কর্মী ছাঁটাই করল স্ন্যাপচ্যাট। কোম্পানির পুনর্গঠনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সিএনবিসির এক প্রতিবেদনে জানা যায়।
গত বুধবার প্রোডাক্ট ম্যানেজমেন্টের ২০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট। কোম্পানিটি বলেছে, কোনো বিশেষ পণ্যকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়নি। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার গতি বাড়াতে এবং ব্যয় কমাতে কোম্পানি এই পদক্ষেপ নিয়েছে।
তৃতীয় ত্রৈমাসিকের আয়ের হিসাব প্রকাশ হওয়ার পর এই সিদ্ধান্তের ঘোষণা দিল স্ন্যাপচ্যাট। কোম্পানির বাৎসরিক বিক্রি ৫ শতাংশ বেড়ে ১১৯ কোটি ডলার হয়েছে ।
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের জন্য প্রতিদ্বন্দ্বী মেটার মতো বিজ্ঞাপনী আয় কমে গেছে স্ন্যাপচ্যাটের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল–হামাস যুদ্ধ নিয়ে ভুল তথ্য প্রচারের জন্য বিজ্ঞাপন কমে গেছে।
এই যুদ্ধের জন্য নীতিমালায় অনেক নতুন নিয়ম সংযোজন করেছে মেটা। তবে যুদ্ধের অনিশ্চিত গতি প্রকৃতির জন্য স্ন্যাপচ্যাট কোনো নতুন নীতিমালা তৈরি করেনি।
গত গ্রীষ্মে ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট। সেসময় প্রায় ৬ হাজার কর্মী চাকরি হারায়। বর্তমানে এই কোম্পানিতে প্রায় ৫ হাজার কর্মী কাজ করছে।
মহামারি-পরবর্তী অর্থনৈতিক সংকটের মধ্যে ২০২৩ সালের শুরুতে বহু কর্মী ছাঁটাই করেছে মেটা, মাইক্রোসফট ও অ্যামাজন। গত সেপ্টেম্বরে নিয়োগ বিভাগের কয়েকশ কর্মী ছাঁটাই করছে গুগল।
এদিকে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যালফাবেট গত জানুয়ারিতে ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে, যা কোম্পানির মোট জনবলের প্রায় ৬ শতাংশ।
কর্মসংস্থান কোম্পানি ‘চ্যালেঞ্জার, গ্রে ও ক্রিসমাস’ এক প্রতিবেদনে বলেছে, জুলাইয়ের চেয়ে আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মী ছাঁটাই বেড়েছে তিন গুণেরও বেশি, আর গত বছরের তুলনায় বেড়েছে চার গুণ।
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১৪ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১৪ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১৪ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১৭ ঘণ্টা আগে