ব্রাউজার থেকে ওয়েবসাইটে প্রবেশ করলে বিভিন্ন ধরনের পপআপ (ছোট ধরনের উইন্ডো অনুমতি ছাড়াই চলে আসে) সামনে চলে আসতে পারে। এগুলো ব্রাউজিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীর মনোযোগ বিঘ্ন করে। এসব পপআপ সরানোর জন্য ‘ডিসট্রাকশন কন্ট্রোল’ ফিচার সাফারি ব্রাউজারে যুক্ত করল অ্যাপল।
আইওএস ১৮ বেটা ৫ ও ম্যাকওএস সেকোইয়া বেটা ৫ ডেভেলপার সংস্করণে এই ফিচার চালু করা হয়েছে। ব্রাউজিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীদের আরও নিয়ন্ত্রণ দিতে এই সুবিধা নিয়ে আসা হয়েছে। ওয়েব পেজের কিছু সাইন ইন পপআপ ও কনটেন্ট ওভারলে সরাতে সাহায্য করবে এই টুল।
সাফারি পেজ মেনু থেকে চালু করা যাবে ফিচারটি। ব্যবহারকারীরা নতুন ‘হাইড ডিসট্রাকশন আইটেমস’ অপশন এই মেনুতে পাবে। এর পাশের টগল বাটনটি চালু করতে হবে।
ব্যবহারকারীরা ওয়েবপেজের বিভিন্ন উপাদান সরানোর সুযোগ পাবে। ওয়েবপেজগুলো রিফ্রেশ করলেও এসব পপআপ লুকিয়ে রাখবে ফিচারটি।
অ্যাপল বলছে, ওয়েবসাইট থেকে কোনো উপাদান নিজে নিজে সরাবে না অ্যাপল। যেগুলো শুধু একটি একটি করে ব্যবহারকারীরা সরাবে, সেগুলোই লুকানো হবে।
কোম্পানিটি আরও বলে, ফিচারটি অ্যাড ব্লকার হিসেবে কাজ করবে না। ফিচারটি ব্যবহার করে কিছু সময়ের জন্য ওয়েবসাইটের বিজ্ঞাপন বন্ধ করলেও কিছুক্ষণ বিজ্ঞাপনটি আবার দেখা যাবে।
ফিচারটি যে বিজ্ঞাপন বন্ধ করবে না, তা এই প্রথমবার ব্যবহার করার সময় ব্যবহারকারীদের জানানো হবে।
পপআপগুলো ওয়েবসাইটে পুনরায় দেখতে চাইলে পেজ মেনু থেকে ‘শো হিডেন আইটেম’-এ ট্যাপ করতে হবে। ফিচারটি ব্যবহার করে যেসব পপআপ লুকানো হয়েছে তার একটি তালিকা দেখা যাবে।
ডিসট্রাকশন কন্ট্রোল ফিচারটি আইওএস ১৮ বেটা ৫, আইপ্যাড ১৮ বেটা ৫ ও ম্যাকওএস সেকোইয়া বেটা ৫ সংস্করণে পাওয়া যাবে।
বর্তমানে শুধু অ্যাপ ডেভেলপাররা এই ফিচার ব্যবহার করতে পারবে। চলতি বছরের নতুন অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের মাধ্যমে আইফোনে ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন।
তথ্যসূত্র: দ্য ভার্জ
ব্রাউজার থেকে ওয়েবসাইটে প্রবেশ করলে বিভিন্ন ধরনের পপআপ (ছোট ধরনের উইন্ডো অনুমতি ছাড়াই চলে আসে) সামনে চলে আসতে পারে। এগুলো ব্রাউজিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীর মনোযোগ বিঘ্ন করে। এসব পপআপ সরানোর জন্য ‘ডিসট্রাকশন কন্ট্রোল’ ফিচার সাফারি ব্রাউজারে যুক্ত করল অ্যাপল।
আইওএস ১৮ বেটা ৫ ও ম্যাকওএস সেকোইয়া বেটা ৫ ডেভেলপার সংস্করণে এই ফিচার চালু করা হয়েছে। ব্রাউজিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীদের আরও নিয়ন্ত্রণ দিতে এই সুবিধা নিয়ে আসা হয়েছে। ওয়েব পেজের কিছু সাইন ইন পপআপ ও কনটেন্ট ওভারলে সরাতে সাহায্য করবে এই টুল।
সাফারি পেজ মেনু থেকে চালু করা যাবে ফিচারটি। ব্যবহারকারীরা নতুন ‘হাইড ডিসট্রাকশন আইটেমস’ অপশন এই মেনুতে পাবে। এর পাশের টগল বাটনটি চালু করতে হবে।
ব্যবহারকারীরা ওয়েবপেজের বিভিন্ন উপাদান সরানোর সুযোগ পাবে। ওয়েবপেজগুলো রিফ্রেশ করলেও এসব পপআপ লুকিয়ে রাখবে ফিচারটি।
অ্যাপল বলছে, ওয়েবসাইট থেকে কোনো উপাদান নিজে নিজে সরাবে না অ্যাপল। যেগুলো শুধু একটি একটি করে ব্যবহারকারীরা সরাবে, সেগুলোই লুকানো হবে।
কোম্পানিটি আরও বলে, ফিচারটি অ্যাড ব্লকার হিসেবে কাজ করবে না। ফিচারটি ব্যবহার করে কিছু সময়ের জন্য ওয়েবসাইটের বিজ্ঞাপন বন্ধ করলেও কিছুক্ষণ বিজ্ঞাপনটি আবার দেখা যাবে।
ফিচারটি যে বিজ্ঞাপন বন্ধ করবে না, তা এই প্রথমবার ব্যবহার করার সময় ব্যবহারকারীদের জানানো হবে।
পপআপগুলো ওয়েবসাইটে পুনরায় দেখতে চাইলে পেজ মেনু থেকে ‘শো হিডেন আইটেম’-এ ট্যাপ করতে হবে। ফিচারটি ব্যবহার করে যেসব পপআপ লুকানো হয়েছে তার একটি তালিকা দেখা যাবে।
ডিসট্রাকশন কন্ট্রোল ফিচারটি আইওএস ১৮ বেটা ৫, আইপ্যাড ১৮ বেটা ৫ ও ম্যাকওএস সেকোইয়া বেটা ৫ সংস্করণে পাওয়া যাবে।
বর্তমানে শুধু অ্যাপ ডেভেলপাররা এই ফিচার ব্যবহার করতে পারবে। চলতি বছরের নতুন অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের মাধ্যমে আইফোনে ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন।
তথ্যসূত্র: দ্য ভার্জ
বর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৩ ঘণ্টা আগেএক রাতেই যুক্তরাষ্ট্রের অ্যাপলের ফ্রি অ্যাপ তালিকার শীর্ষে উঠে আসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি চ্যাটবট ডিপসিক আর১। অ্যাপটি যেন ঝড় তোলে প্রযুক্তি বিশ্বে। কোম্পানিটি দাবি করে, এ চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এবং তা তৈরি করতে ব্যয় হয়েছে সামান্য অর্থ।
১৯ ঘণ্টা আগে