Ajker Patrika

গুগলের কিবোর্ডের লুকানো ট্র্যাকপ্যাড বা কার্সর চালু করবেন যেভাবে

গুগলের কিবোর্ডের লুকানো ট্র্যাকপ্যাড বা কার্সর চালু করবেন যেভাবে

ট্র্যাকপ্যাড বা কার্সর ব্যবহারের সুবিধা লুকানো আছে গুগলের জিবোর্ডে। কিবোর্ড অ্যাপটির এই ফিচার সম্পর্কে অনেকেই জানেন না। অনেক বড় রচনা লেখার সময় বানান সংশোধনের কাজ সহজ করবে এই ফিচার। স্মার্টফোনের স্ক্রিনে সীমিত জায়গা থাকে তাই অনেক সময় আঙুল দিয়ে একটি নির্দিষ্ট শব্দ বা বর্ণ নির্বাচন করা কঠিন হয়ে যায়। এই ফিচারের মাধ্যমে কিবোর্ডের স্পেস বারের ওপর আঙুল গ্লাইড করে কার্সরটিকে পছন্দমতো জায়গায় নিয়ে যাওয়া যায়। 

আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসে এই ফিচার ব্যবহার করা যাবে। এজন্য জিবোর্ডের সর্বশেষ ভার্সনটি ডিভাইসে ইনস্টল থাকতে হবে। 

সেটিংস মেনু থেকে ‘গ্লাইড টাইপিং’ অপশনটি খুঁজে বের করুন। ছবি: মেকটেকইসিয়ারজিবোর্ডের ট্র্যাকপ্যাড ফিচার চালু করবেন যেভাবে:

১. যেকোনো টেক্সট বক্সে ট্যাপ করে জিবোর্ডটি সচল করুন। 
২. কিবোর্ডের স্পেসবারের বামের কমা বাটনটি খুঁজে বের করুন। 
৩. কমা বাটনটি কিছুক্ষণ চেপে ধরুন। এর ফলে জিবোর্ডের সেটিংস মেনু চালু হবে। 
৪. সেটিংস মেনু থেকে ‘গ্লাইড টাইপিং’ অপশনটি খুঁজে বের করুন। 
৫. এরপর ‘গেসচার কার্সর কন্ট্রোল’ চালু করুন। 

এর মাধ্যমে কিবোর্ডের স্পেসবারটি কার্সরে পরিণত হবে এবং নির্দিষ্ট শব্দের মধ্যে কার্সারটি টেনে নিতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত