নাহিয়ান ইসলাম
কনটেম্পরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল) নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি শক্তিশালী ব্যাটারির প্রদর্শন করেছে। সিএটিএল দাবি করেছে, এই ব্যাটারি এতটাই শক্তিশালী যে এর মাধ্যমেই বৈদ্যুতিক বিমান চালানো যেতে পারে। তাই অদূর ভবিষ্যতে কল্পবিজ্ঞানে নয়, বাস্তবের আকাশে উড়বে ব্যাটারিচালিত বিমান।
সম্প্রতি সাংহাই আন্তর্জাতিক অটোমোবাইল ইন্ডাস্ট্রি প্রদর্শনীতে ৫০০ ওয়াট-আওয়ার বা কেজি পর্যন্ত এনার্জি ডেনসিটির একটি ব্যাটারি প্রদর্শন করা হয়। বলা হয়, এই ব্যাটারি এমন প্রযুক্তিতে তৈরি যে এর মাধ্যমে একই সঙ্গে উচ্চ শক্তি, ঘনত্ব এবং উচ্চ স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে। তারা জানায়, এটি একটি অত্যাধুনিক কনডেন্সড স্টেট ব্যাটারি। এই ব্যাটারির মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল সেক্টরে ঝড় তোলা যাবে। তবে এখনো অনেক পরীক্ষা-নিরীক্ষা বাকি। এই ব্যাটারি আসলে কতটা কার্যকর, বাস্তব পরিস্থিতিতে তা পরীক্ষা করে দেখা হবে। ২০২৫ সালের মধ্যে তারা ব্যাটারিগুলোকে কার্বনশূন্য করে গড়ে তুলবে এবং ২০৩৫ সালের মধ্যে সম্পূর্ণরূপে কার্বনশূন্য ব্যাটারি তৈরি করবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সিএটিএল হলো বিশ্বের বৃহত্তম ইভি ব্যাটারি নির্মাতা। চলতি বছরেই নতুন এই ব্যাটারির ব্যাপক হারে উৎপাদন শুরুর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এই প্রযুক্তি ব্যবহার করে একটি বেসামরিক বৈদ্যুতিক বিমান তৈরির পরিকল্পনা সিএটিএলের। তবে প্রাইভেসি চুক্তির উল্লেখ করে তারা জানিয়েছে, ঠিক কাদের সঙ্গে হাত মিলিয়ে এই বৈদ্যুতিক বিমান তৈরি করা হচ্ছে, তা এখনই প্রকাশ করা যাবে না। তবে এই ব্যাটারিতে প্রতি কিলোগ্রামে ৫০০ ওয়াট-আওয়ারের শক্তির ঘনত্ব রয়েছে। সিএটিএলের এই নতুন ব্যাটারির নাম ‘কিলিন’।
এই ব্যাটারির মাধ্যমে এক চার্জে ১ হাজার কিলোমিটার পর্যন্ত কোনো বৈদ্যুতিক যান চালানো যেতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, শক্তির ঘনত্বের কারণে ব্যাটারিটি ওজনে ভারী। প্রতি কিলো বেশি শক্তি মানে হালকা বৈদ্যুতিক যানবাহন, গাড়ি এবং ট্রাকের জন্য তা সম্ভব হলেও প্লেনের জন্য তা প্রায় অসম্ভব।
কেননা প্লেনকে ওপর থেকে মাটিতে নামতে হবে এবং মাটি থেকে আকাশে উড়তে হবে।
সূত্র: দ্য রেজিস্টার
কনটেম্পরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল) নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি শক্তিশালী ব্যাটারির প্রদর্শন করেছে। সিএটিএল দাবি করেছে, এই ব্যাটারি এতটাই শক্তিশালী যে এর মাধ্যমেই বৈদ্যুতিক বিমান চালানো যেতে পারে। তাই অদূর ভবিষ্যতে কল্পবিজ্ঞানে নয়, বাস্তবের আকাশে উড়বে ব্যাটারিচালিত বিমান।
সম্প্রতি সাংহাই আন্তর্জাতিক অটোমোবাইল ইন্ডাস্ট্রি প্রদর্শনীতে ৫০০ ওয়াট-আওয়ার বা কেজি পর্যন্ত এনার্জি ডেনসিটির একটি ব্যাটারি প্রদর্শন করা হয়। বলা হয়, এই ব্যাটারি এমন প্রযুক্তিতে তৈরি যে এর মাধ্যমে একই সঙ্গে উচ্চ শক্তি, ঘনত্ব এবং উচ্চ স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে। তারা জানায়, এটি একটি অত্যাধুনিক কনডেন্সড স্টেট ব্যাটারি। এই ব্যাটারির মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল সেক্টরে ঝড় তোলা যাবে। তবে এখনো অনেক পরীক্ষা-নিরীক্ষা বাকি। এই ব্যাটারি আসলে কতটা কার্যকর, বাস্তব পরিস্থিতিতে তা পরীক্ষা করে দেখা হবে। ২০২৫ সালের মধ্যে তারা ব্যাটারিগুলোকে কার্বনশূন্য করে গড়ে তুলবে এবং ২০৩৫ সালের মধ্যে সম্পূর্ণরূপে কার্বনশূন্য ব্যাটারি তৈরি করবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সিএটিএল হলো বিশ্বের বৃহত্তম ইভি ব্যাটারি নির্মাতা। চলতি বছরেই নতুন এই ব্যাটারির ব্যাপক হারে উৎপাদন শুরুর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এই প্রযুক্তি ব্যবহার করে একটি বেসামরিক বৈদ্যুতিক বিমান তৈরির পরিকল্পনা সিএটিএলের। তবে প্রাইভেসি চুক্তির উল্লেখ করে তারা জানিয়েছে, ঠিক কাদের সঙ্গে হাত মিলিয়ে এই বৈদ্যুতিক বিমান তৈরি করা হচ্ছে, তা এখনই প্রকাশ করা যাবে না। তবে এই ব্যাটারিতে প্রতি কিলোগ্রামে ৫০০ ওয়াট-আওয়ারের শক্তির ঘনত্ব রয়েছে। সিএটিএলের এই নতুন ব্যাটারির নাম ‘কিলিন’।
এই ব্যাটারির মাধ্যমে এক চার্জে ১ হাজার কিলোমিটার পর্যন্ত কোনো বৈদ্যুতিক যান চালানো যেতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, শক্তির ঘনত্বের কারণে ব্যাটারিটি ওজনে ভারী। প্রতি কিলো বেশি শক্তি মানে হালকা বৈদ্যুতিক যানবাহন, গাড়ি এবং ট্রাকের জন্য তা সম্ভব হলেও প্লেনের জন্য তা প্রায় অসম্ভব।
কেননা প্লেনকে ওপর থেকে মাটিতে নামতে হবে এবং মাটি থেকে আকাশে উড়তে হবে।
সূত্র: দ্য রেজিস্টার
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১০ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১০ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১০ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১৩ ঘণ্টা আগে