অনলাইন ডেস্ক
আইওএসের গুগল ট্রান্সলেট অ্যাপে নতুন ফিচার যুক্ত হয়েছে। আপডেটের পর থেকে নির্দিষ্ট কিছু আইফোন ও আইপ্যাড মডেলে এটি ডিফল্ট অনুবাদ অ্যাপ হিসেবে সেট করা যাবে। অ্যাপল প্রথমবারের মতো আইওএস ১৮.৪ আপডেটে মিডিয়া প্লেব্যাক, নেভিগেশন ও অনুবাদ অ্যাপ ডিফল্ট হিসেবে নির্ধারণ করার সুযোগ চালু করে। এত দিন অ্যাপলের নিজস্ব ট্রান্সলেট অ্যাপই কেবল এই কাজের জন্য নির্ধারিত ছিল। তবে এবার গুগল ট্রান্সলেটও বিকল্প হিসেবে যুক্ত হয়েছে।
আইওএস অ্যাপ স্টোরে গুগল ট্রান্সলেটের অ্যাপ পেজে জানানো হয়েছে, আইওএস ১৮.৪ বা আইপ্যাডওএস ১৮.৪ অথবা তার পরবর্তী সংস্করণের আইফোন ও আইপ্যাডে এই অ্যাপটি ডিফল্ট অনুবাদ অ্যাপ হিসেবে সেট করা যাবে। এর জন্য ব্যবহারকারীদের অ্যাপটি ৯.৮. ০১১ সংস্করণে হালনাগাদ করতে হবে।
সেটআপ করার পদ্ধতি
১. আইফোনের সেটিংস খুলুন
২. এরপর অ্যাপ সেকশনে যান এবং এরপরে ডিফল্ট অ্যাপসে যান
৩. ট্রান্সলেশন অপশনে ট্যাপ করুন
৪. তালিকা থেকে ‘গুগল ট্রান্সলেট’ নির্বাচন করুন
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস ৩৬০ প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যাপ আপডেট করার পর ডিফল্ট অ্যাপ অপশনে গুগল ট্রান্সলেট দেখা যায়।
গুগল ট্রান্সলেট অ্যাপ দিয়ে দুই ভাষার মধ্যে কথোপকথন অনুবাদ করা যায়, যার সংখ্যা ২৪৯টি পর্যন্ত। এটি লিখে অনুবাদ ছাড়াও মুখে বলা শব্দ বা বাক্য অনুবাদ করতে পারে। গুগলের মতে, ইন্টারনেট সংযোগ না থাকলেও আগেভাগে ভাষার প্যাক ডাউনলোড করে অফলাইনে ব্যবহার করা যায়। এ ছাড়া এই অ্যাপে টাইপ না করে অক্ষর আঁকার সুবিধা, রিয়েল টাইমে ট্রান্সক্রিপশন, ভবিষ্যতের জন্য অনুবাদ সংরক্ষণ এবং ছবি বা ক্যামেরার ভিউফাইন্ডারের মাধ্যমে লেখা অনুবাদ করার সুবিধাও রয়েছে।
আইওএসের গুগল ট্রান্সলেট অ্যাপে নতুন ফিচার যুক্ত হয়েছে। আপডেটের পর থেকে নির্দিষ্ট কিছু আইফোন ও আইপ্যাড মডেলে এটি ডিফল্ট অনুবাদ অ্যাপ হিসেবে সেট করা যাবে। অ্যাপল প্রথমবারের মতো আইওএস ১৮.৪ আপডেটে মিডিয়া প্লেব্যাক, নেভিগেশন ও অনুবাদ অ্যাপ ডিফল্ট হিসেবে নির্ধারণ করার সুযোগ চালু করে। এত দিন অ্যাপলের নিজস্ব ট্রান্সলেট অ্যাপই কেবল এই কাজের জন্য নির্ধারিত ছিল। তবে এবার গুগল ট্রান্সলেটও বিকল্প হিসেবে যুক্ত হয়েছে।
আইওএস অ্যাপ স্টোরে গুগল ট্রান্সলেটের অ্যাপ পেজে জানানো হয়েছে, আইওএস ১৮.৪ বা আইপ্যাডওএস ১৮.৪ অথবা তার পরবর্তী সংস্করণের আইফোন ও আইপ্যাডে এই অ্যাপটি ডিফল্ট অনুবাদ অ্যাপ হিসেবে সেট করা যাবে। এর জন্য ব্যবহারকারীদের অ্যাপটি ৯.৮. ০১১ সংস্করণে হালনাগাদ করতে হবে।
সেটআপ করার পদ্ধতি
১. আইফোনের সেটিংস খুলুন
২. এরপর অ্যাপ সেকশনে যান এবং এরপরে ডিফল্ট অ্যাপসে যান
৩. ট্রান্সলেশন অপশনে ট্যাপ করুন
৪. তালিকা থেকে ‘গুগল ট্রান্সলেট’ নির্বাচন করুন
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস ৩৬০ প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যাপ আপডেট করার পর ডিফল্ট অ্যাপ অপশনে গুগল ট্রান্সলেট দেখা যায়।
গুগল ট্রান্সলেট অ্যাপ দিয়ে দুই ভাষার মধ্যে কথোপকথন অনুবাদ করা যায়, যার সংখ্যা ২৪৯টি পর্যন্ত। এটি লিখে অনুবাদ ছাড়াও মুখে বলা শব্দ বা বাক্য অনুবাদ করতে পারে। গুগলের মতে, ইন্টারনেট সংযোগ না থাকলেও আগেভাগে ভাষার প্যাক ডাউনলোড করে অফলাইনে ব্যবহার করা যায়। এ ছাড়া এই অ্যাপে টাইপ না করে অক্ষর আঁকার সুবিধা, রিয়েল টাইমে ট্রান্সক্রিপশন, ভবিষ্যতের জন্য অনুবাদ সংরক্ষণ এবং ছবি বা ক্যামেরার ভিউফাইন্ডারের মাধ্যমে লেখা অনুবাদ করার সুবিধাও রয়েছে।
বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে প্রস্তুত। স্টারলিংক নিয়ে সাধারণ মানুষের নানা প্রশ্নের উত্তর দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং, যেখানে দাম, ডেটা লিমিট
১১ ঘণ্টা আগেআজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে গুগলের বহুল প্রতীক্ষিত বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৫’। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ শহরে অবস্থিত শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত এই ইভেন্টের সূচনাপর্ব শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
১১ ঘণ্টা আগেইলন মাস্কের স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক আজ মঙ্গলবার থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। এই পদক্ষেপের ফলে দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকাসহ সারা বাংলাদেশে উচ্চগতির, লো-ল্যাটেন্সি ইন্টারনেট পরিষেবা সহজলভ্য হবে।
১২ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে আমাদের ছবি, ভিডিও কিংবা ডকুমেন্ট মোবাইল ফোনের স্টোরেজ কিংবা কম্পিউটারে জমা রাখতে হয়। কিন্তু একসময় এসব ডিভাইসের স্টোরেজ পূর্ণ হয়ে যায়। তাই আমাদের বিকল্প পদ্ধতি খুঁজতে হয়। সবার পক্ষে কম্পিউটারে আলাদা স্টোরেজ যুক্ত করা সম্ভব হয় না। তাই স্মার্টফোন কিংবা কম্পিউটারের জন্য বিকল্প স্টোরেজ হয়ে
১২ ঘণ্টা আগে