নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে দ্রুতগতির ইন্টারনেট–সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের মাধ্যমে। আগামী ৯ এপ্রিল স্টারলিংকের মাধ্যমে পরীক্ষামূলকভাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্প্রচার আয়োজন করা হবে।
আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় আরও উপস্থিত ছিলেন-প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, ‘আগামী ৯ এপ্রিল বাংলাদেশ বিজনেস সামিটে প্রথমবারের মতো বাংলাদেশে ইন্টারনেট সেবা দেবে স্টারলিংক। সেদিন পরীক্ষামূলকভাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডা আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হবে স্টারলিংকের মাধ্যমে।’
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘আগামী ৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া চার দিনব্যাপী বিজনেস সামিটে অংশ নিতে এরই মধ্যে নিবন্ধন করেছে মেটা, স্যামসাংসহ ৫০টি দেশের পাঁচ শতাধিক বিনিয়োগকারী।’
তিনি আরও বলেন, ‘বিজনেস সামিটে প্রথম দুই দিন দেশের বিভিন্ন বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখবেন এসব দেশের বিনিয়োগকারীরা। এতে গুরুত্ব পাবে নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, স্টার্টআপ।’
বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিস্থিতি ও কর কাঠামো নিয়ে বিদেশিদের শঙ্কা দূর করতে এবার সামিটে দেশের বড় তিন রাজনৈতিক দল ও সরকারের বিভিন্ন সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান বিডার চেয়ারম্যান। তিনি বলেন, ‘তিনটি রাজনৈতিক দলকে এ সামিটে আমন্ত্রণ জানানো হয়েছে। এগুলো হলো-বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।’
যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক সেবা চালুর সব কাজ সম্পন্ন করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানকে নির্দেশনাও দিয়েছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ১৯ ফেব্রুয়ারি স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে দ্রুতগতির ইন্টারনেট–সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের মাধ্যমে। আগামী ৯ এপ্রিল স্টারলিংকের মাধ্যমে পরীক্ষামূলকভাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্প্রচার আয়োজন করা হবে।
আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় আরও উপস্থিত ছিলেন-প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, ‘আগামী ৯ এপ্রিল বাংলাদেশ বিজনেস সামিটে প্রথমবারের মতো বাংলাদেশে ইন্টারনেট সেবা দেবে স্টারলিংক। সেদিন পরীক্ষামূলকভাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডা আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হবে স্টারলিংকের মাধ্যমে।’
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘আগামী ৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া চার দিনব্যাপী বিজনেস সামিটে অংশ নিতে এরই মধ্যে নিবন্ধন করেছে মেটা, স্যামসাংসহ ৫০টি দেশের পাঁচ শতাধিক বিনিয়োগকারী।’
তিনি আরও বলেন, ‘বিজনেস সামিটে প্রথম দুই দিন দেশের বিভিন্ন বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখবেন এসব দেশের বিনিয়োগকারীরা। এতে গুরুত্ব পাবে নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, স্টার্টআপ।’
বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিস্থিতি ও কর কাঠামো নিয়ে বিদেশিদের শঙ্কা দূর করতে এবার সামিটে দেশের বড় তিন রাজনৈতিক দল ও সরকারের বিভিন্ন সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান বিডার চেয়ারম্যান। তিনি বলেন, ‘তিনটি রাজনৈতিক দলকে এ সামিটে আমন্ত্রণ জানানো হয়েছে। এগুলো হলো-বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।’
যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক সেবা চালুর সব কাজ সম্পন্ন করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানকে নির্দেশনাও দিয়েছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ১৯ ফেব্রুয়ারি স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
৯ ঘণ্টা আগে
ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
১ দিন আগে
দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ৫০০ কোটি টাকা।
২ দিন আগে
ইরানের চলমান বিক্ষোভ তীব্র হতে শুরু করলেই দেশটিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার। এরপরও ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্সের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক ব্যবহার করে অনেকে বিক্ষোভের তথ্য বহির্বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছিল।
২ দিন আগে