ঢাকা: এ এক মধুর প্রতিশোধ! ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে স্তেফানোস সিতসিপাসের কাছে হেরেছিলেন রাফায়েল নাদাল। পরশু একই প্রতিপক্ষকে হারিয়ে বার্সেলোনা ওপেনের শিরোপা শোকেসে তুলেছেন স্প্যানিশ টেনিস তারকা। এ নিয়ে ১২বার শিরোপাটা জিতেছেন নাদাল।
পরশু বার্সেলোনা ওপেনের ফাইনালের প্রথম সেটের একটা পর্যায়ে ৪-২ গেমে পিছিয়েছিলেন নাদাল। পরে দুবার সার্ভিস ব্রেক করে ৬-৪ গেমে সেটটা জেতেন নাদাল। দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ফেরেন সিতসিপাস । ৬-৭ গেমে জিতে সমতায় ফেরেন গ্রিক টেনিস তারকা। দুই সেটে সমতা হলে তৃতীয় সেটটি পরিণত হয় ফাইনালে। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৬-৪, ৬-৭, ৭-৫ গেমে রেকর্ড ১২বার বার্সেলোনা ওপেনের শিরোপা জিতেছেন নাদাল।
শিরোপা জিতে উচ্ছ্বসিত নাদাল বলেছেন, ‘আমার কাছে এই জয়ের গুরুত্ব অনেক। আমার পারফরম্যান্সে যে উন্নতি হচ্ছে তার প্রমাণ এই শিরোপা জয়’। নাদাল বার্সেলোনা ওপেনের সবশেষ ১১ ফাইনালের মধ্যে হেরেছিলেন একটিতে।
শিরোপা জিতেও প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভুলেননি নাদাল। ৩৪ বছর বয়সী এই টেনিস তারকা বলেছেন, ‘এমন ফাইনাল আমি কখনো খেলিনি। তার (সিতসিপাস) মতো খেলোয়াড়ের বিপক্ষে জয় আসলেই বিশেষ কিছু। মন্টে কার্লো শিরোপা জিতেছিলেনই, ফাইনালেও এসেছিলেন কোনো সেট না হেরেই।’
নাদাল এই নিয়ে ক্লে কোর্টে মোট ৬১টি শিরোপা জিতেছেন। এ নিয়ে দুটো টুর্নামেন্টে ১২ কিংবা তার বেশি শিরোপা শোকেসে তুলেছেন নাদাল। কেন সর্বোচ্চ ফ্রেঞ্চ ওপেন জয়ের রেকর্ড (১৩টি) নাদালের, সেটি কি আর বলতে!
ঢাকা: এ এক মধুর প্রতিশোধ! ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে স্তেফানোস সিতসিপাসের কাছে হেরেছিলেন রাফায়েল নাদাল। পরশু একই প্রতিপক্ষকে হারিয়ে বার্সেলোনা ওপেনের শিরোপা শোকেসে তুলেছেন স্প্যানিশ টেনিস তারকা। এ নিয়ে ১২বার শিরোপাটা জিতেছেন নাদাল।
পরশু বার্সেলোনা ওপেনের ফাইনালের প্রথম সেটের একটা পর্যায়ে ৪-২ গেমে পিছিয়েছিলেন নাদাল। পরে দুবার সার্ভিস ব্রেক করে ৬-৪ গেমে সেটটা জেতেন নাদাল। দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ফেরেন সিতসিপাস । ৬-৭ গেমে জিতে সমতায় ফেরেন গ্রিক টেনিস তারকা। দুই সেটে সমতা হলে তৃতীয় সেটটি পরিণত হয় ফাইনালে। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৬-৪, ৬-৭, ৭-৫ গেমে রেকর্ড ১২বার বার্সেলোনা ওপেনের শিরোপা জিতেছেন নাদাল।
শিরোপা জিতে উচ্ছ্বসিত নাদাল বলেছেন, ‘আমার কাছে এই জয়ের গুরুত্ব অনেক। আমার পারফরম্যান্সে যে উন্নতি হচ্ছে তার প্রমাণ এই শিরোপা জয়’। নাদাল বার্সেলোনা ওপেনের সবশেষ ১১ ফাইনালের মধ্যে হেরেছিলেন একটিতে।
শিরোপা জিতেও প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভুলেননি নাদাল। ৩৪ বছর বয়সী এই টেনিস তারকা বলেছেন, ‘এমন ফাইনাল আমি কখনো খেলিনি। তার (সিতসিপাস) মতো খেলোয়াড়ের বিপক্ষে জয় আসলেই বিশেষ কিছু। মন্টে কার্লো শিরোপা জিতেছিলেনই, ফাইনালেও এসেছিলেন কোনো সেট না হেরেই।’
নাদাল এই নিয়ে ক্লে কোর্টে মোট ৬১টি শিরোপা জিতেছেন। এ নিয়ে দুটো টুর্নামেন্টে ১২ কিংবা তার বেশি শিরোপা শোকেসে তুলেছেন নাদাল। কেন সর্বোচ্চ ফ্রেঞ্চ ওপেন জয়ের রেকর্ড (১৩টি) নাদালের, সেটি কি আর বলতে!
পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরি আর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়েই সিরিজ শুরু করেছে বাংলাদেশ। শারজায় প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জিতেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ১৯১ রান তোলে।
৩ ঘণ্টা আগে‘অ্যাটাক–সেট–হিট’—বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের এই দর্শন যেন পারভেজ হোসেন ইমনের অনুপ্রেরণার বাতিঘর! শারজার গ্যালারিতে উপস্থিত প্রবাসীদের সামনে সেই দর্শনকেই ব্যাটিংয়ে অনূদিত করলেন জাতীয় দলের এই ওপেনার।
৫ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতায় তিন দিন আটকে ছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। এরই ঘটনার ছাপ দলের একাদশে। আরব আমিরাতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই দুজনকে ছাড়াই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তরও।
৭ ঘণ্টা আগেঅবশেষে ফুরোলো অপেক্ষা। ২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও আজ মাঠে নামেনি তারা। তবে নিজেদের কাজটা সেরে রেখেছিল গতকালই। আজ আবাহনী লিমিটেডের হারে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়েছে সাদা-কালোদের।
১০ ঘণ্টা আগে