নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন ইয়ানিক সিনার। শীর্ষ ১০ বাছাইয়ের একমাত্র প্রতিনিধি হিসেবে এখনও টিকে আছেন ইউএস ওপেনে। পরশু টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভকে ৬-২, ১-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে ইতালিয়ান সিনার উঠেছেন সেমিফাইনালে। এর মাধ্যমে চারটি গ্র্যান্ড স্লামেরই সেমিফাইনালের ওঠার চক্র পূরণ করলেন ২৩ বছর বয়সী সিনার।
এই অর্জনটা কতবড় সেটি বোঝাতে এখানে এই তথ্য দেওয়া যায়—বর্তমানে টেনিস খেলছেন এমন তারকাদের মধ্যে সিনার ছাড়া মাত্র তিনজন নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল এবং মারিন চিলিচ সব গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে খেলেছেন। বিশ্ব টেনিসের নতুন সেনশেসন কার্লোস আলকারাসেরও এই কীর্তি নেই। আর ১৯৯০ সালের পর জন্ম নেওয়া তারকাদের মধ্যে আলাদা চারটি গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে খেলার কীর্তি সিনারেরই।
সেমিফাইনালে শীর্ষ বাছাই সিনার খেলবেন জ্যাক ড্রাপারের সঙ্গে। গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা সেমিফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ার দশম বাছাই অ্যালেক্স ডি মিনাউরকে ৬-৩, ৭-৫, ৬-২ গেমে হারিয়ে। অন্য সেমিফাইনালে লড়বেন দুই আমেরিকান টেলর ফ্রিটজ ও ফ্রান্সেস তিয়াফো। ২০০৫ সালে আন্দ্রে আগাসি ও রবি জিনেপ্রির পর এই প্রথম পুরুষ বিভাগে ‘অল আমেরিকান’ সেমিফাইনাল দেখবে ইউএস ওপেন।
এদিকে মেয়েদের বিভাগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা শিয়াতেককে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে চমক দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা। আরেক কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের অবাছাই ক্যারোলিন মুচোভা ২২ তম বাছাই ব্রাজিলের বিয়াত্রিস হাদ্দাদ মাইয়াকে ৬-১,৬-৪ গেমে ফাইনালে শেষ চার নিশ্চিত করেছেন। আগের দিন শেষ চার নিশ্চিত করা অন্য দুই প্রতিযোগী হলেন আমেরিকার এমা নাভারো ও বেলারুশের আরিনা সাবালেঙ্কা।
নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন ইয়ানিক সিনার। শীর্ষ ১০ বাছাইয়ের একমাত্র প্রতিনিধি হিসেবে এখনও টিকে আছেন ইউএস ওপেনে। পরশু টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভকে ৬-২, ১-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে ইতালিয়ান সিনার উঠেছেন সেমিফাইনালে। এর মাধ্যমে চারটি গ্র্যান্ড স্লামেরই সেমিফাইনালের ওঠার চক্র পূরণ করলেন ২৩ বছর বয়সী সিনার।
এই অর্জনটা কতবড় সেটি বোঝাতে এখানে এই তথ্য দেওয়া যায়—বর্তমানে টেনিস খেলছেন এমন তারকাদের মধ্যে সিনার ছাড়া মাত্র তিনজন নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল এবং মারিন চিলিচ সব গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে খেলেছেন। বিশ্ব টেনিসের নতুন সেনশেসন কার্লোস আলকারাসেরও এই কীর্তি নেই। আর ১৯৯০ সালের পর জন্ম নেওয়া তারকাদের মধ্যে আলাদা চারটি গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে খেলার কীর্তি সিনারেরই।
সেমিফাইনালে শীর্ষ বাছাই সিনার খেলবেন জ্যাক ড্রাপারের সঙ্গে। গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা সেমিফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ার দশম বাছাই অ্যালেক্স ডি মিনাউরকে ৬-৩, ৭-৫, ৬-২ গেমে হারিয়ে। অন্য সেমিফাইনালে লড়বেন দুই আমেরিকান টেলর ফ্রিটজ ও ফ্রান্সেস তিয়াফো। ২০০৫ সালে আন্দ্রে আগাসি ও রবি জিনেপ্রির পর এই প্রথম পুরুষ বিভাগে ‘অল আমেরিকান’ সেমিফাইনাল দেখবে ইউএস ওপেন।
এদিকে মেয়েদের বিভাগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা শিয়াতেককে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে চমক দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা। আরেক কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের অবাছাই ক্যারোলিন মুচোভা ২২ তম বাছাই ব্রাজিলের বিয়াত্রিস হাদ্দাদ মাইয়াকে ৬-১,৬-৪ গেমে ফাইনালে শেষ চার নিশ্চিত করেছেন। আগের দিন শেষ চার নিশ্চিত করা অন্য দুই প্রতিযোগী হলেন আমেরিকার এমা নাভারো ও বেলারুশের আরিনা সাবালেঙ্কা।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৫ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৬ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৭ ঘণ্টা আগে