Ajker Patrika

ফ্রেঞ্চ ওপেনের আগে নাদালের বড় ধাক্কা

ফ্রেঞ্চ ওপেনের আগে নাদালের বড় ধাক্কা

ঢাকা: ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে মাটির কোর্টে বড় ধাক্কা খেলেন রাফায়েল নাদাল। মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাল রাতে আলেক্সন্দার জেভরেভের কাছে হেরে গেছেন মাটির কোর্টের রাজাখ্যাত এই স্প্যানিয়ার্ড। মাটির কোর্টে এটি দ্বিতীয় বাছাই নাদালের বিপক্ষে জেভরেভের প্রথম জয়।

পঞ্চম বাছাই জেভরেভ প্রথম সেটের শুরুতে পিছিয়ে পড়েন ৪-২ গেমে। কিন্তু এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। সেই সেটে নাদালকে পেছনে ফেলে ৬-৪ গেমে জিতে নেন তিনি। দ্বিতীয় সেটেও নাদালকে পাত্তা দেননি জেভরেভ। প্রথম সেটের মতো দ্বিতীয় সেটও জিতে নেন ৬-৪ গেমে।

নাদালের বিপক্ষে এটি জেভরেভের এটি টানা তৃতীয় জয়। সেমিতে জেভরেভের প্রতিপক্ষ তৃতীয় বাছাই ডমিনিক থিয়েম। আমেরিকার জন ইসনারকে থিয়েম ৩-৬, ৬-৩ ও ৬-৪ গেমে হারান।

সেমির এই লড়াই জেভরেভের জন্য প্রতিশোধেরও সুযোগ। ইউএস ওপেনে থিয়েমের কাছে ফাইনালে হেরে শিরোপা হারিয়েছিলেন তিনি।
জয়ের পর জেভরেভ বলেছেন, ‘এটি নিশ্চিতভাবে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়গুলোর একটি। বিশেষ করে মাটির কোর্টে নাদালকে হারানো বিশেষ কিছু।’

জেভরেভ আরও যোগ করেছেন, ‘তার ঘরের মাঠে হারানো অনেক কঠিন ব্যাপার। স্পেনে নাদালকে হারানো দারুণ ব্যাপার। অবিশ্বাস্য টুর্নামেন্ট, যা এখনো শেষ হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত