কথায় আছে, ‘পাপ বাপকেও ছাড়ে না’। ‘পাপ’ যদি ইয়ানিক সিনার করেই থাকেন শাস্তি পেতে হবে তাঁকেও। ডোপ কেলেঙ্কারি থেকে বেঁচে গত ইউএস ওপেন জিতলেও ইতালির এই টেনিস তারকার ডোপ কেলেঙ্কারি নতুন করে সামনে এনেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)।
গত মার্চে দুই দফায় পজিটিভ হওয়ার পরও টেনিসের আন্তর্জাতিক ফেডারেশন সিনারের নির্দোষিতা বিশ্বাস করে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল তাঁকে। সেই অনুমতির বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গতকাল আপিল করেছে ওয়াডা।
গত মার্চে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে নিষিদ্ধ ঘোষিত ক্লোস্টেবলের উপস্থিতি পাওয়া গিয়েছিল। তারপরও ইতালিয়ান টেনিস তারকাকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল আন্তর্জাতিক টেনিস ইন্টেগরিটি এজেন্সি। সংস্থার যুক্তি ছিল, সিনারের অজান্তেই ক্লোস্টেবল ঢুকেছিল সিনারের শরীরে। তাঁর ফিজিওথেরাপিস্টের ভুলেই এটা ঘটেছে ধরে নিয়েই খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় সিনারকে।
এ নিয়ে অবশ্য কেউ কেউ সোচ্চার ছিলেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার নিক কিরিওস এবং কানার ডেনিস শাপোভালভ সিনারকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া নিয়ে প্রশ্নও তুলেছিলেন। এমন প্রতিকূল পরিস্থিতি মাড়িয়েই গত ইউএস ওপেনে শিরোপা জিতেছেন সিনার।
তবে যখন মনে করা হয়েছিল, ডোপ কেলেঙ্কারি অধ্যায় সিনারের জীবনে অতীত, ঠিক তখনই ব্যাপারটিকে সামনে নিয়ে এসেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)। গতকাল সংস্থাটি জানিয়েছে, ডোপ কেলেঙ্কারি থেকে সিনারের অব্যাহতি পাওয়ার বিরুদ্ধে আপিল করেছে তারা। আপিল হয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে।
ওয়াডার এই পদক্ষেপের এক প্রতিক্রিয়ায় সিনার জানিয়েছেন, তিনি হতাশ এবং বিস্মিত।
কথায় আছে, ‘পাপ বাপকেও ছাড়ে না’। ‘পাপ’ যদি ইয়ানিক সিনার করেই থাকেন শাস্তি পেতে হবে তাঁকেও। ডোপ কেলেঙ্কারি থেকে বেঁচে গত ইউএস ওপেন জিতলেও ইতালির এই টেনিস তারকার ডোপ কেলেঙ্কারি নতুন করে সামনে এনেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)।
গত মার্চে দুই দফায় পজিটিভ হওয়ার পরও টেনিসের আন্তর্জাতিক ফেডারেশন সিনারের নির্দোষিতা বিশ্বাস করে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল তাঁকে। সেই অনুমতির বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গতকাল আপিল করেছে ওয়াডা।
গত মার্চে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে নিষিদ্ধ ঘোষিত ক্লোস্টেবলের উপস্থিতি পাওয়া গিয়েছিল। তারপরও ইতালিয়ান টেনিস তারকাকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল আন্তর্জাতিক টেনিস ইন্টেগরিটি এজেন্সি। সংস্থার যুক্তি ছিল, সিনারের অজান্তেই ক্লোস্টেবল ঢুকেছিল সিনারের শরীরে। তাঁর ফিজিওথেরাপিস্টের ভুলেই এটা ঘটেছে ধরে নিয়েই খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় সিনারকে।
এ নিয়ে অবশ্য কেউ কেউ সোচ্চার ছিলেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার নিক কিরিওস এবং কানার ডেনিস শাপোভালভ সিনারকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া নিয়ে প্রশ্নও তুলেছিলেন। এমন প্রতিকূল পরিস্থিতি মাড়িয়েই গত ইউএস ওপেনে শিরোপা জিতেছেন সিনার।
তবে যখন মনে করা হয়েছিল, ডোপ কেলেঙ্কারি অধ্যায় সিনারের জীবনে অতীত, ঠিক তখনই ব্যাপারটিকে সামনে নিয়ে এসেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)। গতকাল সংস্থাটি জানিয়েছে, ডোপ কেলেঙ্কারি থেকে সিনারের অব্যাহতি পাওয়ার বিরুদ্ধে আপিল করেছে তারা। আপিল হয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে।
ওয়াডার এই পদক্ষেপের এক প্রতিক্রিয়ায় সিনার জানিয়েছেন, তিনি হতাশ এবং বিস্মিত।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৪ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৫ ঘণ্টা আগে