Ajker Patrika

ইউএস ওপেনও খেলতে পারছেন না নাদাল

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৬: ১৮
ইউএস ওপেনও খেলতে পারছেন না নাদাল

চোটের সঙ্গে লড়াইটা থামছে না রাফায়েল নাদালের। গ্র্যান্ড স্লামগুলোতেও এখন তাঁকে নিয়মিত দেখা যাচ্ছে না। স্প্যানিশ টেনিস তারকা এ বছর আরেক গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনেও খেলবেন না তিনি। সামাজিকমাধ্যমে সেটা নিশ্চিত করেছেন নাদাল। 

অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ওপেন ২০২৪ সালে দুটি গ্র্যান্ড স্লাম খেলতে পারেননি নাদাল। এবার বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট মিস করতে যাচ্ছেন
তিনি। কোন চোটে মিস করতে যাচ্ছেন সেটা উল্লেখ করেননি ঠিকই। তবে এখনো যে ভুগছেন সেটার ইঙ্গিত পাওয়া গেছে। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডলে গতকাল মধ্যরাতে স্প্যানিশ টেনিস তারকা বলেছেন, ‘আপনাদের সবাইকে জানাচ্ছি যে এ বছরের ইউএস ওপেনে যাচ্ছি না। সেখানে আমার অনেক স্মৃতি রয়েছে। মনে হচ্ছে এবার শতভাগ দিতে পারছি না।’ 

ক্যারিয়ারে ২২ গ্র্যান্ড স্লামের মধ্যে নাদাল চারটি জিতেছেন ইউএস ওপেনে। সেখানে স্বাভাবিকভাবেই অনেক স্মৃতি রয়েছে তাঁর। ইউএস ওপেনে এবার খেলতে পারবেন না-সেটা বলতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। স্প্যানিশ টেনিস তারকা বলেছেন, ‘নিউইয়র্কের আর্থার অ্যাশের রাতের সেই স্মৃতিগুলো অনেক দিন মনে থাকবে। যুক্তরাষ্ট্রের ভক্ত-সমর্থকদের বিশেষ ধন্যবাদ দিতে চাই। আমি সবাইকে মিস করব। আবার দেখা হবে।’ বার্লিনে লেভার কাপ নিয়ে টেনিস কোর্টে ফেরার কথা জানিয়েছেন নাদাল।
 
২০২৩ সাল থেকেই গ্র্যান্ড স্লামে অনিয়মিত হয়ে পড়েছেন নাদাল। ফিটনেসের ঝামেলায় গত বছর ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন কোনো টুর্নামেন্টেই দেখা যায়নি তাঁকে। এ বছর শুধু ফ্রেঞ্চ ওপেন খেললেও প্রথম রাউন্ডেই বাদ পড়েছেন। প্যারিস অলিম্পিকের একক ও দ্বৈত টেনিস ইভেন্টে খেলেছেন তিনি। স্পেনের তরুণ কার্লোস আলকারাসকে নিয়ে দ্বৈত ইভেন্টে নাদাল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছেন। একক ইভেন্টে নোভাক জোকোভিচের কাছে হেরে নাদাল বাদ পড়েছেন দ্বিতীয় রাউন্ডেই। 

ছেলেদের টেনিসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকোভিচ। এই তালিকায় জোকোর পরেই আছেন নাদাল। তৃতীয় সর্বোচ্চ ২০ বার গ্র্যান্ড স্লাম জিতেছেন রজার ফেদেরার। ২৬ আগস্ট শুরু হচ্ছে এবারের ইউএস ওপেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত