টেলর ফ্রিটজ, ইয়ানিক সিনার—দুজনের কাছেই আর্থার অ্যাশের মঞ্চটা ছিল ইতিহাস গড়ার। শেষ পর্যন্ত বিজয়ীর বেশে মাঠ ছাড়লেন সিনার। ঐতিহাসিক এই শিরোপা ইতালিয়ান টেনিস তারকা উৎসর্গ করলেন তাঁর অসুস্থ খালাকে।
ইউএস ওপেনের ইতিহাসে প্রথম ইতালিয়ান হিসেবে এবারই চ্যাম্পিয়ন হলেন সিনার। তবে তাঁর মন যে বারবার কাঁদছিল অসুস্থ খালার জন্য। এ কারণে শিরোপা জিতে তাঁর চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছিল। আবেগপ্রবণ ইতালির এই টেনিস তারকা আর্থার অ্যাশে গত রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর বলেন, ‘আমি এটা অসুস্থ খালাকে উৎসর্গ করতে চাই। যিনি এই মুহূর্তে ভালো নেই। ‘আমি জানি না তাঁকে আর কতদিন পাব। তাঁর সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করতে পেরে ভালো লাগছে। তিনি আমার জীবনে এখনো অনেক গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে ওঠেন, সেটাই আমার চাওয়া। তবে ভাগ্যের কী পরিহাস। এখন আর সেটা সম্ভব না।’
ফ্রিটজের এবারের ফাইনালে ওঠা ছিল গত ১৫ বছরে যুক্তরাষ্ট্রের কোনো টেনিস তারকার ইউএস ওপেন ফাইনালে খেলা। শিরোপা জয়ের হিসেব করলে সেটা আরও পুরোনো। মার্কিনদের মধ্যে সবশেষ ইউএস ওপেন ২০০৩ সালে জিতেছিলেন অ্যান্ডি রডিক। সেই ২১ বছরের অপেক্ষা ফুরোনোর মিশনে গত রাতে যখন নামেন ফ্রিটজ, তখন আর পাত্তাই পাননি। সরাসরি সেটে (৬-৩,৬-৪ ও ৭-৫ গেমে) ফ্রিটজকে হারিয়েছেন সিনার।
ক্যারিয়ারে এ নিয়ে দুইবার গ্র্যান্ড স্লাম জেতেন সিনার। দুটোই জিতেছেন ২০২৪ সালে। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে সিনারকে পরীক্ষা দিতে হয়েছিল দানিল মেদভেদেভের কাছে। দুই সেট পিছিয়ে যাওয়ার পর সেখানে ঘুরে দাঁড়িয়েছিলেন সিনার। ইতালিয়ান টেনিস তারকা এবার তো ইতিহাস গড়লেন হেসেখেলে।
ইউএস ওপেনের শিরোপা জয় ছাপিয়ে অসুস্থ খালার কথা চিন্তা করেই অশ্রুসিক্ত হয়ে পড়েন সিনার।
টেলর ফ্রিটজ, ইয়ানিক সিনার—দুজনের কাছেই আর্থার অ্যাশের মঞ্চটা ছিল ইতিহাস গড়ার। শেষ পর্যন্ত বিজয়ীর বেশে মাঠ ছাড়লেন সিনার। ঐতিহাসিক এই শিরোপা ইতালিয়ান টেনিস তারকা উৎসর্গ করলেন তাঁর অসুস্থ খালাকে।
ইউএস ওপেনের ইতিহাসে প্রথম ইতালিয়ান হিসেবে এবারই চ্যাম্পিয়ন হলেন সিনার। তবে তাঁর মন যে বারবার কাঁদছিল অসুস্থ খালার জন্য। এ কারণে শিরোপা জিতে তাঁর চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছিল। আবেগপ্রবণ ইতালির এই টেনিস তারকা আর্থার অ্যাশে গত রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর বলেন, ‘আমি এটা অসুস্থ খালাকে উৎসর্গ করতে চাই। যিনি এই মুহূর্তে ভালো নেই। ‘আমি জানি না তাঁকে আর কতদিন পাব। তাঁর সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করতে পেরে ভালো লাগছে। তিনি আমার জীবনে এখনো অনেক গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে ওঠেন, সেটাই আমার চাওয়া। তবে ভাগ্যের কী পরিহাস। এখন আর সেটা সম্ভব না।’
ফ্রিটজের এবারের ফাইনালে ওঠা ছিল গত ১৫ বছরে যুক্তরাষ্ট্রের কোনো টেনিস তারকার ইউএস ওপেন ফাইনালে খেলা। শিরোপা জয়ের হিসেব করলে সেটা আরও পুরোনো। মার্কিনদের মধ্যে সবশেষ ইউএস ওপেন ২০০৩ সালে জিতেছিলেন অ্যান্ডি রডিক। সেই ২১ বছরের অপেক্ষা ফুরোনোর মিশনে গত রাতে যখন নামেন ফ্রিটজ, তখন আর পাত্তাই পাননি। সরাসরি সেটে (৬-৩,৬-৪ ও ৭-৫ গেমে) ফ্রিটজকে হারিয়েছেন সিনার।
ক্যারিয়ারে এ নিয়ে দুইবার গ্র্যান্ড স্লাম জেতেন সিনার। দুটোই জিতেছেন ২০২৪ সালে। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে সিনারকে পরীক্ষা দিতে হয়েছিল দানিল মেদভেদেভের কাছে। দুই সেট পিছিয়ে যাওয়ার পর সেখানে ঘুরে দাঁড়িয়েছিলেন সিনার। ইতালিয়ান টেনিস তারকা এবার তো ইতিহাস গড়লেন হেসেখেলে।
ইউএস ওপেনের শিরোপা জয় ছাপিয়ে অসুস্থ খালার কথা চিন্তা করেই অশ্রুসিক্ত হয়ে পড়েন সিনার।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৪ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৫ ঘণ্টা আগে