Ajker Patrika

অসুস্থ খালাকে ঐতিহাসিক ইউএস ওপেনের শিরোপা উৎসর্গ সিনারের

অসুস্থ খালাকে ঐতিহাসিক ইউএস ওপেনের শিরোপা উৎসর্গ সিনারের

টেলর ফ্রিটজ, ইয়ানিক সিনার—দুজনের কাছেই আর্থার অ্যাশের মঞ্চটা ছিল ইতিহাস গড়ার। শেষ পর্যন্ত বিজয়ীর বেশে মাঠ ছাড়লেন সিনার। ঐতিহাসিক এই শিরোপা ইতালিয়ান টেনিস তারকা উৎসর্গ করলেন তাঁর অসুস্থ খালাকে। 

ইউএস ওপেনের ইতিহাসে প্রথম ইতালিয়ান হিসেবে এবারই চ্যাম্পিয়ন হলেন সিনার। তবে তাঁর মন যে বারবার কাঁদছিল অসুস্থ খালার জন্য। এ কারণে শিরোপা জিতে তাঁর চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছিল। আবেগপ্রবণ ইতালির এই টেনিস তারকা আর্থার অ্যাশে গত রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর বলেন, ‘আমি এটা অসুস্থ খালাকে উৎসর্গ করতে চাই। যিনি এই মুহূর্তে ভালো নেই। ‘আমি জানি না তাঁকে আর কতদিন পাব। তাঁর সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করতে পেরে ভালো লাগছে। তিনি আমার জীবনে এখনো অনেক গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে ওঠেন, সেটাই আমার চাওয়া। তবে ভাগ্যের কী পরিহাস। এখন আর সেটা সম্ভব না।’ 

ফ্রিটজের এবারের ফাইনালে ওঠা ছিল গত ১৫ বছরে যুক্তরাষ্ট্রের কোনো টেনিস তারকার ইউএস ওপেন ফাইনালে খেলা। শিরোপা জয়ের হিসেব করলে সেটা আরও পুরোনো। মার্কিনদের মধ্যে সবশেষ ইউএস ওপেন ২০০৩ সালে জিতেছিলেন অ্যান্ডি রডিক। সেই ২১ বছরের অপেক্ষা ফুরোনোর মিশনে গত রাতে যখন নামেন ফ্রিটজ, তখন আর পাত্তাই পাননি। সরাসরি সেটে (৬-৩,৬-৪ ও ৭-৫ গেমে) ফ্রিটজকে হারিয়েছেন সিনার। 

ক্যারিয়ারে এ নিয়ে দুইবার গ্র্যান্ড স্লাম জেতেন সিনার। দুটোই জিতেছেন ২০২৪ সালে। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে সিনারকে পরীক্ষা দিতে হয়েছিল দানিল মেদভেদেভের কাছে। দুই সেট পিছিয়ে যাওয়ার পর সেখানে ঘুরে দাঁড়িয়েছিলেন সিনার। ইতালিয়ান টেনিস তারকা এবার তো ইতিহাস গড়লেন হেসেখেলে। 

ইউএস ওপেনের শিরোপা জয় ছাপিয়ে অসুস্থ খালার কথা চিন্তা করেই অশ্রুসিক্ত হয়ে পড়েন সিনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

মার্কিন বিমানবাহিনীর রণতরি থেকে সাগরে পড়ে গেল ৮০০ কোটি টাকার যুদ্ধবিমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত