অলিম্পিকের সোনা জিতেছেন, কিন্তু কোন উদযাপন নেই ২১ বছর বয়সী উতা আবের। জাপানি তরুণী জুডোকার নজর তখন ছেলেদের ৬৬ কেজি শ্রেণিতে। কারণ সেই ইভেন্টের ফাইনালে লড়ছেন উতার ভাই হিফুমি আবে। উতার ইচ্ছা ভাই জিতলে তাঁকে নিয়েই করবেন সোনা জয়ের উদযাপন, তাই গলা ফাটিয়ে সমর্থন ম্যাটের বাইরে থেকে।
উতার সমর্থন বিফলে যেতে দেননি ২৩ বছর বয়সী হিফুমি। জর্জিয়ার ভাহা মারভেলাশভিলিকে কুপোকাত করে বোনের মতো নিজেও জিতেছেন অলিম্পিকে সোনা। তাতেই হয়ে গেছে ইতিহাস। জাপানের অলিম্পিক ইতিহাসে উতা ও হিফুমিরাই প্রথম ভাই-বোন যারা একই দিনে জিতলেন অলিম্পিকে সোনা।
টোকিওর নিপ্পন বুদোকান স্টেডিয়ামে আজ নারীদের ৫২ কেজি শ্রেণিতে সোনা জেতেন উতা। জুডোতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ফ্রান্সের আমানদিন বুচারকে হারান উতা। ফাইনালে কঠিন এক লড়াইয়ে বুচারকে শেষ পর্যন্ত গোল্ডেন ইপ্পনে হারান উতা। মারভেলাশভিলিকে হিফুমি হারিয়েছেন ওয়াজা-আরি পয়েন্টে।
নারীদের ৫২ কেজি শ্রেণিতে উতাই সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন এবং একই ক্যাটাগরিতে জাপানের প্রথম সোনাজয়ী জুডোকা। ২০০৮ বেইজিং অলিম্পিকে মাসাতো উচিশিবার পর ৬৬ কেজিতে হিফুমিই প্রথম জাপানি যিনি এই শ্রেণিতে সোনা জিতেছেন।
সোনা জয়ের পর এই হিফুমি বলেন, ‘আমার মনে হয় আমরা দুই ভাই-বোন ইতিহাসের অংশ হয়ে গেছি, আমরা ইতিহাস বদলে দিয়েছি।’। আর নিজের সবচেয়ে কঠিন প্রতিপক্ষকে হারিয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে ভোলেননি উতা, ‘বুচার্ড এমন একজন প্রতিপক্ষে যাকে আমি সব সময় শ্রদ্ধা করি। তাঁকে যে শেষ পর্যন্ত হারিয়ে সোনা জিতেছি তাতে আমি ভীষণ আনন্দিত।’
শুধু অলিম্পিকেই নয়, ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়নেও সোনা জিতেছিলেন হিফুমি ও উতা। ২০১৭ সালে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন হিফুমি। পরের বছর বিশ্ব সেরা হওয়ার লড়াইয়ে তাঁর সঙ্গে যোগ দেন উতা। টানা ৪৮ ভিনদেশি প্রতিপক্ষের বিপক্ষে জয়ে এখন ভাইকেও ছাপিয়ে গেছেন উতা।
অলিম্পিকের সোনা জিতেছেন, কিন্তু কোন উদযাপন নেই ২১ বছর বয়সী উতা আবের। জাপানি তরুণী জুডোকার নজর তখন ছেলেদের ৬৬ কেজি শ্রেণিতে। কারণ সেই ইভেন্টের ফাইনালে লড়ছেন উতার ভাই হিফুমি আবে। উতার ইচ্ছা ভাই জিতলে তাঁকে নিয়েই করবেন সোনা জয়ের উদযাপন, তাই গলা ফাটিয়ে সমর্থন ম্যাটের বাইরে থেকে।
উতার সমর্থন বিফলে যেতে দেননি ২৩ বছর বয়সী হিফুমি। জর্জিয়ার ভাহা মারভেলাশভিলিকে কুপোকাত করে বোনের মতো নিজেও জিতেছেন অলিম্পিকে সোনা। তাতেই হয়ে গেছে ইতিহাস। জাপানের অলিম্পিক ইতিহাসে উতা ও হিফুমিরাই প্রথম ভাই-বোন যারা একই দিনে জিতলেন অলিম্পিকে সোনা।
টোকিওর নিপ্পন বুদোকান স্টেডিয়ামে আজ নারীদের ৫২ কেজি শ্রেণিতে সোনা জেতেন উতা। জুডোতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ফ্রান্সের আমানদিন বুচারকে হারান উতা। ফাইনালে কঠিন এক লড়াইয়ে বুচারকে শেষ পর্যন্ত গোল্ডেন ইপ্পনে হারান উতা। মারভেলাশভিলিকে হিফুমি হারিয়েছেন ওয়াজা-আরি পয়েন্টে।
নারীদের ৫২ কেজি শ্রেণিতে উতাই সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন এবং একই ক্যাটাগরিতে জাপানের প্রথম সোনাজয়ী জুডোকা। ২০০৮ বেইজিং অলিম্পিকে মাসাতো উচিশিবার পর ৬৬ কেজিতে হিফুমিই প্রথম জাপানি যিনি এই শ্রেণিতে সোনা জিতেছেন।
সোনা জয়ের পর এই হিফুমি বলেন, ‘আমার মনে হয় আমরা দুই ভাই-বোন ইতিহাসের অংশ হয়ে গেছি, আমরা ইতিহাস বদলে দিয়েছি।’। আর নিজের সবচেয়ে কঠিন প্রতিপক্ষকে হারিয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে ভোলেননি উতা, ‘বুচার্ড এমন একজন প্রতিপক্ষে যাকে আমি সব সময় শ্রদ্ধা করি। তাঁকে যে শেষ পর্যন্ত হারিয়ে সোনা জিতেছি তাতে আমি ভীষণ আনন্দিত।’
শুধু অলিম্পিকেই নয়, ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়নেও সোনা জিতেছিলেন হিফুমি ও উতা। ২০১৭ সালে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন হিফুমি। পরের বছর বিশ্ব সেরা হওয়ার লড়াইয়ে তাঁর সঙ্গে যোগ দেন উতা। টানা ৪৮ ভিনদেশি প্রতিপক্ষের বিপক্ষে জয়ে এখন ভাইকেও ছাপিয়ে গেছেন উতা।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে