সুইমিং স্যুটে ফুটো নিয়ে পুলে ইতিহাস গড়লেন ক্রিস্টফ মিলাক। টোকিও অলিম্পিকের ২০০ মিটার বাটারফ্লাইয়ে এই ইতিহাস গড়তে কিংবদন্তি মাইকেল ফেলপসের রেকর্ড ভেঙে দিয়েছেন হাঙ্গেরির এই সাঁতারু। তবে এরপরও নিজের আগের বিশ্ব রেকর্ড ভাঙতে না পারায় অতৃপ্তি রয়েছে মিলাকের।
২০০ মিটার বাটারফ্লাইয়ে মিলাক শুধু সোনাই জিতেননি, প্রতিপক্ষদের ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই দেননি। রৌপ্য পদক জেতা জাপানের তোমুরু হোন্ডা নিজেই জানিয়েছেন, ফাইনালে মিলাকের বিপক্ষে তাঁর জেতার সম্ভাবনা ছিল শূন্য শতাংশ। ব্রোঞ্জ জেতা ফেডেরিকো বারডিসো জেতেনের কণ্ঠেও একই সুর, ‘তার (মিলাক) বিপক্ষে পুলে জেতা অসম্ভব। কারণ, সবাই জানে সে অসাধারণ কেউ।’
মিলাক ২০০ মিটার বাটারফ্লাইয়ে সময় নিয়েছেন ১ মিনিট ৫১ দশমিক ২৫ সেকেন্ড। এতে ভেঙে যায় ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে মাইকেল ফেলপসের গড়া ১ মিনিট ৫২.৩ সেকেন্ডের রেকর্ড। তবে মিলাকের লক্ষ্য ছিল ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের ১ মিনিট ৫০.৭৩ সেকেন্ডের বিশ্ব রেকর্ড ভাঙা।
সোনা জেতার পর মিলাক জানিয়েছেন, পুলে নামার ১০ মিনিট আগেই তিনি লক্ষ্যে করছিলেন সুইমিং স্যুটে ফুটো আছে। তবে ওই মুহূর্তে মনঃসংযোগে যেন বিঘ্ন না ঘটে তাই তিনি আর স্যুট বদলাননি। স্যুটে ছেঁড়া অবশ্য সোনা জিততে বাধা হতে পারেনি মিলাকের। তবে এতে ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে গড়া নিজের রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশা আছে মিলাকের।
এর মধ্যে ফেলপসের ১০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ভবিষ্যতের একটা বার্তাই দিয়ে রাখলেন মিলাক। ২১ বছরের মিলাকের ক্যারিয়ার যে সবে শুরু! সামনে আরও অনেক রেকর্ড ভাঙার সুযোগ পাবেন। মিলাক নিজেও শুধু ব্যক্তিগত রেকর্ডের জন্য সোনা জিততে চান। তিনি বলেছেন, ‘আমি পদক জিততে পুলে নামি না। আমি ব্যক্তিগত সেরার জন্য নেমেছিলাম। ব্যক্তিগত সেরা মানে বিশ্ব রেকর্ড গড়া।’
সুইমিং স্যুটে ফুটো নিয়ে পুলে ইতিহাস গড়লেন ক্রিস্টফ মিলাক। টোকিও অলিম্পিকের ২০০ মিটার বাটারফ্লাইয়ে এই ইতিহাস গড়তে কিংবদন্তি মাইকেল ফেলপসের রেকর্ড ভেঙে দিয়েছেন হাঙ্গেরির এই সাঁতারু। তবে এরপরও নিজের আগের বিশ্ব রেকর্ড ভাঙতে না পারায় অতৃপ্তি রয়েছে মিলাকের।
২০০ মিটার বাটারফ্লাইয়ে মিলাক শুধু সোনাই জিতেননি, প্রতিপক্ষদের ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই দেননি। রৌপ্য পদক জেতা জাপানের তোমুরু হোন্ডা নিজেই জানিয়েছেন, ফাইনালে মিলাকের বিপক্ষে তাঁর জেতার সম্ভাবনা ছিল শূন্য শতাংশ। ব্রোঞ্জ জেতা ফেডেরিকো বারডিসো জেতেনের কণ্ঠেও একই সুর, ‘তার (মিলাক) বিপক্ষে পুলে জেতা অসম্ভব। কারণ, সবাই জানে সে অসাধারণ কেউ।’
মিলাক ২০০ মিটার বাটারফ্লাইয়ে সময় নিয়েছেন ১ মিনিট ৫১ দশমিক ২৫ সেকেন্ড। এতে ভেঙে যায় ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে মাইকেল ফেলপসের গড়া ১ মিনিট ৫২.৩ সেকেন্ডের রেকর্ড। তবে মিলাকের লক্ষ্য ছিল ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের ১ মিনিট ৫০.৭৩ সেকেন্ডের বিশ্ব রেকর্ড ভাঙা।
সোনা জেতার পর মিলাক জানিয়েছেন, পুলে নামার ১০ মিনিট আগেই তিনি লক্ষ্যে করছিলেন সুইমিং স্যুটে ফুটো আছে। তবে ওই মুহূর্তে মনঃসংযোগে যেন বিঘ্ন না ঘটে তাই তিনি আর স্যুট বদলাননি। স্যুটে ছেঁড়া অবশ্য সোনা জিততে বাধা হতে পারেনি মিলাকের। তবে এতে ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে গড়া নিজের রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশা আছে মিলাকের।
এর মধ্যে ফেলপসের ১০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ভবিষ্যতের একটা বার্তাই দিয়ে রাখলেন মিলাক। ২১ বছরের মিলাকের ক্যারিয়ার যে সবে শুরু! সামনে আরও অনেক রেকর্ড ভাঙার সুযোগ পাবেন। মিলাক নিজেও শুধু ব্যক্তিগত রেকর্ডের জন্য সোনা জিততে চান। তিনি বলেছেন, ‘আমি পদক জিততে পুলে নামি না। আমি ব্যক্তিগত সেরার জন্য নেমেছিলাম। ব্যক্তিগত সেরা মানে বিশ্ব রেকর্ড গড়া।’
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৭ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৮ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৮ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৮ ঘণ্টা আগে