নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশের হকির স্বর্ণযুগের প্রধান কারিগর ছিলেন তিনি। দেশের হকি আজ যে ভিত্তির ওপর দাঁড়িয়ে, স্বপ্নদ্রষ্টাও বলা যায় তাঁকে। এক প্রকার নীরবেই পৃথিবীকে বিদায় জানালেন বাংলাদেশ হকির কিংবদন্তি শামসুল বারী।
আজ ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৭৫ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে শেষ নিশ্বাস ত্যাগ করেন শামসুল বারী। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। নেগেটিভও হয়েছিলেন। তবে পুরোপুরি সুস্থ হওয়া হয়নি। দুপুরে জোহরের নামাজের পর প্রিয় প্রাঙ্গণ মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে হয়েছে তাঁর জানাজা।
স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তানের হয়ে খেলেছেন শামসুল বারী । স্বাধীনতার পর খেলেছেন আবাহনীসহ একাধিক ক্লাবে। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ খেতাবধারী খেলোয়াড়। ১৯৭৮ সালে অবসরের হয়েছেন হকি সংগঠক।
দেশের হকি তার সেরা সময়টা পার করেছে শামসুল বারীর হাত ধরেই। ১৯৮৪ থেকে ১৯৮৮ পর্যন্ত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক। ১৯৯১ থেকে ২০০৭ পর্যন্ত রেকর্ড ১৮ বছর দায়িত্ব পালন করেছেন সাধারণ সম্পাদক হিসেবে। আর্টিফিশিয়াল টার্ফ সংযোজনসহ মাওলানা ভাসানী স্টেডিয়ামের অধিকাংশ অবকাঠামো গড়ে তুলতে পরিশ্রম করে গেছেন নিরলস।
সংগঠক হিসেবে শামসুল বারী ছিলেন বড় উদার। তাঁর সময়ে খেলোয়াড়দের যেকোনো প্রয়োজনে সম্পাদকের দুয়ার সব সময় ছিল খোলা। মাঠে আসতেন সবার আগে। বের হতেন সবার শেষে। নিয়মিত লিগ আয়োজন করতেন। শামসুল বারী সরে দাঁড়ানোর পরপরই মূলত ভেঙে পড়ে হকির লিগ কাঠামো। ১৫ বছর আগে দুর্ঘটনায় হাঁটাচলা সীমিত হয়ে পড়লেও নিয়মিত খোঁজ নিতেন হকির। কিছুদিন আগে একমাত্র মেয়েকে হারিয়ে ভেঙে পড়েন শোকে। এর মাঝে আক্রান্ত হলেন করোনা। এমন এক সংগঠক দেশের হকি আর পাবে কি না তা নিয়ে সংশয় আছে সাবেক খেলোয়াড়-সংগঠকদেরই।
ঢাকা: বাংলাদেশের হকির স্বর্ণযুগের প্রধান কারিগর ছিলেন তিনি। দেশের হকি আজ যে ভিত্তির ওপর দাঁড়িয়ে, স্বপ্নদ্রষ্টাও বলা যায় তাঁকে। এক প্রকার নীরবেই পৃথিবীকে বিদায় জানালেন বাংলাদেশ হকির কিংবদন্তি শামসুল বারী।
আজ ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৭৫ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে শেষ নিশ্বাস ত্যাগ করেন শামসুল বারী। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। নেগেটিভও হয়েছিলেন। তবে পুরোপুরি সুস্থ হওয়া হয়নি। দুপুরে জোহরের নামাজের পর প্রিয় প্রাঙ্গণ মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে হয়েছে তাঁর জানাজা।
স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তানের হয়ে খেলেছেন শামসুল বারী । স্বাধীনতার পর খেলেছেন আবাহনীসহ একাধিক ক্লাবে। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ খেতাবধারী খেলোয়াড়। ১৯৭৮ সালে অবসরের হয়েছেন হকি সংগঠক।
দেশের হকি তার সেরা সময়টা পার করেছে শামসুল বারীর হাত ধরেই। ১৯৮৪ থেকে ১৯৮৮ পর্যন্ত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক। ১৯৯১ থেকে ২০০৭ পর্যন্ত রেকর্ড ১৮ বছর দায়িত্ব পালন করেছেন সাধারণ সম্পাদক হিসেবে। আর্টিফিশিয়াল টার্ফ সংযোজনসহ মাওলানা ভাসানী স্টেডিয়ামের অধিকাংশ অবকাঠামো গড়ে তুলতে পরিশ্রম করে গেছেন নিরলস।
সংগঠক হিসেবে শামসুল বারী ছিলেন বড় উদার। তাঁর সময়ে খেলোয়াড়দের যেকোনো প্রয়োজনে সম্পাদকের দুয়ার সব সময় ছিল খোলা। মাঠে আসতেন সবার আগে। বের হতেন সবার শেষে। নিয়মিত লিগ আয়োজন করতেন। শামসুল বারী সরে দাঁড়ানোর পরপরই মূলত ভেঙে পড়ে হকির লিগ কাঠামো। ১৫ বছর আগে দুর্ঘটনায় হাঁটাচলা সীমিত হয়ে পড়লেও নিয়মিত খোঁজ নিতেন হকির। কিছুদিন আগে একমাত্র মেয়েকে হারিয়ে ভেঙে পড়েন শোকে। এর মাঝে আক্রান্ত হলেন করোনা। এমন এক সংগঠক দেশের হকি আর পাবে কি না তা নিয়ে সংশয় আছে সাবেক খেলোয়াড়-সংগঠকদেরই।
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।
৫ ঘণ্টা আগেনেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
৮ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
১০ ঘণ্টা আগে