Ajker Patrika

প্রতিপক্ষের কান কামড়ে দিতে চেয়েছিলেন তিনি

প্রতিপক্ষের কান কামড়ে দিতে চেয়েছিলেন তিনি

২৪ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনতে গিয়েও যেন পারলেন না মরক্কোর ইউনিস বাল্লা! ১৯৯৭ সালে লাস ভেগাসের বক্সিং রিংয়ে প্রতিপক্ষ ইভান্ডার হলিফিল্ডের কান কামড়ে দিয়েছিলেন বক্সার মাইক টাইসন। নিষিদ্ধ হয়েছিলেন বক্সিংয়ে। পেয়েছিলেন পৃথিবীর সবচেয়ে ‘খারাপ মানুষের’ তকমা। টোকিও অলিম্পিকে আজ সেই কাণ্ডটাই ঘটাতে চেয়েছিলেন বাল্লা। 

অলিম্পিকের হেভিওয়েট শ্রেণির শেষ ষোলোতে আজ নিউজিল্যান্ডের ডেভিড এনয়িকার মুখোমুখি হয়েছিলেন বাল্লা। প্রথম দুই রাউন্ডের মতো শেষ রাউন্ডেও বাল্লার বিপক্ষে দাপট রেখেছিলেন এনয়িকা। সেই হতাশা থেকেই যেন মরক্কোর বক্সার ঘটাতে চাইলেন অঘটন! অলিম্পিকের টিভি সম্প্রচারে ধরা পড়েছে এনয়িকার কান কামড়ে দেওয়ার চেষ্টা করছেন বাল্লা। কিন্তু বিষয়টা চোখে পড়েনি রেফারির। 

পরে ম্যাচে বাল্লাকে ৫-০ সেটে হারিয়ে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন এনয়িকা, ‘সে (বাল্লা) ঠিকভাবে কামড়াতে পারেনি। ভাগ্য ভালো যে তাঁর মুখে রাবার গার্ড ছিল আর আমার কানটাও খানিকটা ঘেমে থাকায় এ যাত্রায় বেঁচে গেছি।’ 

এনয়িকার জীবনে অবশ্য কামড় খাওয়ার ঘটনা এটাই প্রথম নয়, ‘এর আগে গোল্ড কোস্ট কমনওয়েলথেও আমি বুকে কামড় খেয়েছিলাম। কিন্তু অলিম্পিকেও এসে কামড়, কীভাবে কী!’ 

বিষয়:

অন্য খেলা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত