নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হার তো আগেই মেনে বসে ছিলেন বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম! চার বছর বাদে আন্তর্জাতিক অঙ্গনে ফেরার ম্যাচে বাংলাদেশ অধিনায়কের প্রত্যাশা ছিল একটাই, যতটা কম সম্ভব গোল হজম করে সম্মানজনক হার। র্যাঙ্কিংয়ে এশিয়ান দলগুলোর মধ্যে সবার ওপরে থাকা ভারত যেন সেই অবশ্য কোনো প্রকার দয়াই দেখায়নি আশরাফুলদের। ক্রমাগত আক্রমণে ব্যতিব্যস্ত রেখে স্বাগতিকদের জালে দিল ৯ গোল!
পাঁচ বছর আগে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এশিয়া কাপে বাংলাদেশকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত। একই স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে আজ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী দলের গোল সংখ্যা বাড়ল আরও গোটা দুই। স্টিক হাতে ভারতের খেলোয়াড়দের পেছনে জিমি-আশরাফুলদের ছোটাছুটি আর খানিক বাদে বাদে পেনাল্টি কর্নার থেকে গোল হজম; পুরো ৬০ মিনিট এই করেই কাটিয়েছে বাংলাদেশ।
রক্ষণাত্মক খেলে ১১ মিনিট পর্যন্ত ভারতকে আটকে রাখাটাই এই ম্যাচে বাংলাদেশের বড় প্রাপ্তি। এই ১১ মিনিটে ভারত আদায় করলো সাতটি পেনাল্টি কর্নার। ১২ মিনিটে বাংলাদেশের অর্ধে জটলার ভেতর থেকে হিটে ভারতের গোল মেলার উদ্বোধন করলেন দিলপ্রীত সিং। পরে করেছেন হ্যাটট্রিকও। প্রথম ১৫ মিনিট বা কোয়ার্টারে এই এক গোলেই এগিয়ে ছিলেন মানপ্রিত সিংরা।
এই দিলপ্রীতের মাপা শট থেকেই ২২ মিনিটে দ্বিতীয় গোল পায় ভারত। সুমিতের পুশ থেকে বাংলাদেশ গোলরক্ষক নিপ্পনের দুই পায়ের মাঝ দিয়ে দ্বিতীয় গোল তুলে নেন দিলপ্রীত।
২৯ মিনিটে নিজেদের নবম পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোল ভারতের। হার্দিক সিংয়ের পুশ থেকে ২৯ মিনিটে ললিতকুমার উপাধ্যায়ের পেনাল্টি কর্নার গোল।
তৃতীয় কোয়ার্টারে তিন গোল করে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী দলটি। ৩১ মিনিটে জার্মানপ্রিত সিং পেনাল্টি কর্নার গোলে স্কোরলাইন ৪-০ করেন। ৪৩ মিনিটে স্কোরলাইন ৫-০ করেন জার্মানপ্রিত সিং। ৪৪ মিনিটে দিলপ্রিত সিং ফিল্ড গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন। স্কোরলাইন হয় ৬-০।
৫৪ মিনিটে ফিল্ড গোলে ভারতকে ৭-০ ব্যবধানে এগিয়ে নেন আকাশদ্বীপ সিং। পাঁচ বছর আগে ৭ গোল করার স্মৃতি ফেরানোর পর মনে হচ্ছিল হয়তো এখানেই থামবে ভারত। কিন্তু পরের মিনিটেই ব্যবধান ৮-০ করেন মানদ্বীপ মোর। ৫৭ মিনিটে হারমানপ্রিত সিং গোলে ৯-০ হওয়ার পর থামেই ভারত।
হার তো আগেই মেনে বসে ছিলেন বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম! চার বছর বাদে আন্তর্জাতিক অঙ্গনে ফেরার ম্যাচে বাংলাদেশ অধিনায়কের প্রত্যাশা ছিল একটাই, যতটা কম সম্ভব গোল হজম করে সম্মানজনক হার। র্যাঙ্কিংয়ে এশিয়ান দলগুলোর মধ্যে সবার ওপরে থাকা ভারত যেন সেই অবশ্য কোনো প্রকার দয়াই দেখায়নি আশরাফুলদের। ক্রমাগত আক্রমণে ব্যতিব্যস্ত রেখে স্বাগতিকদের জালে দিল ৯ গোল!
পাঁচ বছর আগে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এশিয়া কাপে বাংলাদেশকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত। একই স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে আজ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী দলের গোল সংখ্যা বাড়ল আরও গোটা দুই। স্টিক হাতে ভারতের খেলোয়াড়দের পেছনে জিমি-আশরাফুলদের ছোটাছুটি আর খানিক বাদে বাদে পেনাল্টি কর্নার থেকে গোল হজম; পুরো ৬০ মিনিট এই করেই কাটিয়েছে বাংলাদেশ।
রক্ষণাত্মক খেলে ১১ মিনিট পর্যন্ত ভারতকে আটকে রাখাটাই এই ম্যাচে বাংলাদেশের বড় প্রাপ্তি। এই ১১ মিনিটে ভারত আদায় করলো সাতটি পেনাল্টি কর্নার। ১২ মিনিটে বাংলাদেশের অর্ধে জটলার ভেতর থেকে হিটে ভারতের গোল মেলার উদ্বোধন করলেন দিলপ্রীত সিং। পরে করেছেন হ্যাটট্রিকও। প্রথম ১৫ মিনিট বা কোয়ার্টারে এই এক গোলেই এগিয়ে ছিলেন মানপ্রিত সিংরা।
এই দিলপ্রীতের মাপা শট থেকেই ২২ মিনিটে দ্বিতীয় গোল পায় ভারত। সুমিতের পুশ থেকে বাংলাদেশ গোলরক্ষক নিপ্পনের দুই পায়ের মাঝ দিয়ে দ্বিতীয় গোল তুলে নেন দিলপ্রীত।
২৯ মিনিটে নিজেদের নবম পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোল ভারতের। হার্দিক সিংয়ের পুশ থেকে ২৯ মিনিটে ললিতকুমার উপাধ্যায়ের পেনাল্টি কর্নার গোল।
তৃতীয় কোয়ার্টারে তিন গোল করে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী দলটি। ৩১ মিনিটে জার্মানপ্রিত সিং পেনাল্টি কর্নার গোলে স্কোরলাইন ৪-০ করেন। ৪৩ মিনিটে স্কোরলাইন ৫-০ করেন জার্মানপ্রিত সিং। ৪৪ মিনিটে দিলপ্রিত সিং ফিল্ড গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন। স্কোরলাইন হয় ৬-০।
৫৪ মিনিটে ফিল্ড গোলে ভারতকে ৭-০ ব্যবধানে এগিয়ে নেন আকাশদ্বীপ সিং। পাঁচ বছর আগে ৭ গোল করার স্মৃতি ফেরানোর পর মনে হচ্ছিল হয়তো এখানেই থামবে ভারত। কিন্তু পরের মিনিটেই ব্যবধান ৮-০ করেন মানদ্বীপ মোর। ৫৭ মিনিটে হারমানপ্রিত সিং গোলে ৯-০ হওয়ার পর থামেই ভারত।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৭ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৮ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৮ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৮ ঘণ্টা আগে