নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশের আর্চারদের সামনে একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্টের তাড়া। তবে বাস্তবতা হচ্ছে দেশের বাইরে গেলে বিশেষ করে ইউরোপে গেলেই হিমশিম খান বাংলাদেশের তিরন্দাজেরা।
সুইজারল্যান্ড, ফ্রান্স। এরপর তুরস্ক হয়ে যুক্তরাষ্ট্র। ভাগ্য সহায় থাকলে মাঝে টোকিও অলিম্পিক। প্রথম দুই দেশে বিশ্বকাপ। তুরস্কে ইসলামি সলিডারিটি গেমস। আর মার্কিন মুলুকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। সবগুলো দেশেই লড়তে হবে আর্চারদের। আর এই ব্যস্ততার শুরুটা সুইজারল্যান্ডে।
টোকিও অলিম্পিকে খেলতে হলে সুইজারল্যান্ড-ফ্রান্স বিশ্বকাপে ভালো কিছু করতে হবে রিকার্ভ আর্চারদের। অলিম্পিকে আর্চারি বলতে শুধু রিকার্ভ ইভেন্টকেই বোঝায়। দলগত ও মিক্স ইভেন্টে সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারলে সুযোগ থাকবে সরাসরি কোয়ালিফাই করার। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারলে সুযোগ থাকবে ‘ওয়াইল্ড কার্ড’ পাওয়ার। একক ইভেন্টে কেবল রোমান সানাই সরাসরি খেলার সুযোগ পেয়েছেন টোকিও অলিম্পিকে।
বিশ্বকাপে খেললেও অলিম্পিকে যাওয়ার সুযোগ নেই বাংলাদেশ গেমসে কম্পাউন্ড ইভেন্টে রেকর্ডধারী অসীম কুমার দাসের। এই ইভেন্টে বাংলাদেশ থেকে শুধু তিনিই খেলবেন সুইজারল্যান্ড-ফ্রান্স বিশ্বকাপে। ৭০৪ স্কোরে দেশে রেকর্ড গড়লেও আন্তর্জাতিক টুর্নামেন্টে এই ফল দিয়ে পদক জেতা একপ্রকার অসম্ভব, বলছেন অসীম নিজেই। ‘গুয়েতেমালা সিটিতে এখন একটা বিশ্বকাপ চলছে। কম্পাউন্ড ইভেন্টে যিনি সোনা জিতেছেন তাঁর স্কোর ৭১১। যিনি রূপা জিতেছেন তাঁর অতীতে ৭১৭ পর্যন্ত স্কোর গড়ার কীর্তি আছে। সত্যিটা হচ্ছে, আমাদের জন্য ইউরোপে ভালো করা বেশ কঠিন। বিশেষ করে সুইজারল্যান্ডে।’
কিন্তু কেন সুইজারল্যান্ডে কঠিন? অসীম সেটির ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘সেখানকার বাতাস আমাদের দেশের চেয়ে চার গুণ বেশি। হুটহাট ঠান্ডা পড়ে। আর আমরা যেখানে অনুশীলন করি (টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম) সেখানে বাতাস নেই বললেই চলে। রিকার্ভ-কম্পাউন্ড, সব ক্ষেত্রেই তাই ইউরোপে ভালো করা কঠিন।’
ঢাকা: বাংলাদেশের আর্চারদের সামনে একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্টের তাড়া। তবে বাস্তবতা হচ্ছে দেশের বাইরে গেলে বিশেষ করে ইউরোপে গেলেই হিমশিম খান বাংলাদেশের তিরন্দাজেরা।
সুইজারল্যান্ড, ফ্রান্স। এরপর তুরস্ক হয়ে যুক্তরাষ্ট্র। ভাগ্য সহায় থাকলে মাঝে টোকিও অলিম্পিক। প্রথম দুই দেশে বিশ্বকাপ। তুরস্কে ইসলামি সলিডারিটি গেমস। আর মার্কিন মুলুকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। সবগুলো দেশেই লড়তে হবে আর্চারদের। আর এই ব্যস্ততার শুরুটা সুইজারল্যান্ডে।
টোকিও অলিম্পিকে খেলতে হলে সুইজারল্যান্ড-ফ্রান্স বিশ্বকাপে ভালো কিছু করতে হবে রিকার্ভ আর্চারদের। অলিম্পিকে আর্চারি বলতে শুধু রিকার্ভ ইভেন্টকেই বোঝায়। দলগত ও মিক্স ইভেন্টে সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারলে সুযোগ থাকবে সরাসরি কোয়ালিফাই করার। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারলে সুযোগ থাকবে ‘ওয়াইল্ড কার্ড’ পাওয়ার। একক ইভেন্টে কেবল রোমান সানাই সরাসরি খেলার সুযোগ পেয়েছেন টোকিও অলিম্পিকে।
বিশ্বকাপে খেললেও অলিম্পিকে যাওয়ার সুযোগ নেই বাংলাদেশ গেমসে কম্পাউন্ড ইভেন্টে রেকর্ডধারী অসীম কুমার দাসের। এই ইভেন্টে বাংলাদেশ থেকে শুধু তিনিই খেলবেন সুইজারল্যান্ড-ফ্রান্স বিশ্বকাপে। ৭০৪ স্কোরে দেশে রেকর্ড গড়লেও আন্তর্জাতিক টুর্নামেন্টে এই ফল দিয়ে পদক জেতা একপ্রকার অসম্ভব, বলছেন অসীম নিজেই। ‘গুয়েতেমালা সিটিতে এখন একটা বিশ্বকাপ চলছে। কম্পাউন্ড ইভেন্টে যিনি সোনা জিতেছেন তাঁর স্কোর ৭১১। যিনি রূপা জিতেছেন তাঁর অতীতে ৭১৭ পর্যন্ত স্কোর গড়ার কীর্তি আছে। সত্যিটা হচ্ছে, আমাদের জন্য ইউরোপে ভালো করা বেশ কঠিন। বিশেষ করে সুইজারল্যান্ডে।’
কিন্তু কেন সুইজারল্যান্ডে কঠিন? অসীম সেটির ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘সেখানকার বাতাস আমাদের দেশের চেয়ে চার গুণ বেশি। হুটহাট ঠান্ডা পড়ে। আর আমরা যেখানে অনুশীলন করি (টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম) সেখানে বাতাস নেই বললেই চলে। রিকার্ভ-কম্পাউন্ড, সব ক্ষেত্রেই তাই ইউরোপে ভালো করা কঠিন।’
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।
৫ ঘণ্টা আগেনেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
৮ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
১০ ঘণ্টা আগে