Ajker Patrika

সবার শেষে শুরু করেও সোনা জিতলেন তিনি!

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১: ৪৩
সবার শেষে শুরু করেও সোনা জিতলেন তিনি!

ছেলেদের মাউন্টেইন বাইক ক্রস কান্ট্রি সাইক্লিংয়ে ব্রিটিশদের হয়ে তৃতীয় সোনা জিতেছেন টিম পিডকক। সুইজারল্যান্ডের ফ্লুকিগারকে হারিয়ে টোকিও অলিম্পিকে সোনা জেতার গৌরব অর্জন করেছেন ব্রিটিশ সাইক্লিস্ট পিডকক। সোনা জিতে দারুণ খুশি পিডকক। নিজের ওপর বিশ্বাস থাকার কারণে এই সাফল্য পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

দুই মাস আগে অনুশীলনে চোটে পড়েছিলেন তিনি। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে সোনা জিতলেন পিডকক। সার্জারির ষষ্ঠ দিনে সাইকেলে উঠে ঘোষণা দিয়েছিলেন এবারের টোকিও অলিম্পিকে সোনা জিতবেন তিনি। সোনা জিতেই নিজের কথা রাখলেন পিডকক। রেস অবশ্য শুরু করেছিলেন একেবারে পেছনের দিক থেকে। পরে সার্কিটে নামার আগেই ২৬ ধাপ এগিয়ে যান। এরপর পুরো পথে আর কোনো ভুলই করেননি টিম পিডকক। শেষ ১.৫ কিলোমিটারের সময়ই দুইয়ে থাকা ম্যাথিয়াস ফ্লুকিগারের সঙ্গে তাঁর সময়ের ব্যবধান ছিল ২১ সেকেন্ড।

এই ইভেন্টে রুপা জিতেছেন সুইজারল্যান্ডের ফ্লুকিগার। ব্রোঞ্জ স্পেনের দাভিদ ভালেরোর। সোনা জয়ের পর উচ্ছ্বাস লুকাতে পারেননি পিডকক। বলেছেন, ‘নিজের ওপর নিয়ন্ত্রণ থাকলে আমি সব সময় ভালো করি। আমি নিজের মতো করে শুরু করেছি, যেটাতে আমি অভ্যস্ত। দেশের জন্য কিছু জিততে পারার চেয়ে আনন্দের আর কিছু নেই। এটা দারুণ অভিজ্ঞতা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত