নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সমালোচনার মুখে অবশেষে কোপে পড়লেন দাবা, কাবাডি ও ব্রিজ ফেডারেশনের সভাপতি। ১ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক অফিস আদেশে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২২ ধারা অনুযায়ী তাঁদের বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে আজ এমন খবর নিশ্চিত করা হয়েছে।
দাবা ফেডারেশনের সভাপতি ছিলেন পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের আগেই তিনি দেশ ছেড়ে চলে যান। আর কাবাডি ফেডারেশনের সভাপতি ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল চৌধুরী মামুন। ব্রিজ ফেডারেশনের সভাপতির পদে ছিলেন আমলা জাহাঙ্গীর আলম। এক দিনেই এই তিনজনকে ছেঁটে ফেলা হলো।
গত ৫ আগস্টের পর অনেক ফেডারেশনের সভাপতির খোঁজ নেই। আবার অনেকে নিষ্ক্রিয়। অ্যাথলেটিকস, সাইক্লিং, মহিলা ক্রীড়া সংস্থা, ভলিবল, উশুসহ বেশ কয়েকটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশন এখন সভাপতি সংকটে। তাঁদের দাপ্তরিক কাজ চালানোও কঠিন হয়ে পড়েছে।
সমালোচনার মুখে অবশেষে কোপে পড়লেন দাবা, কাবাডি ও ব্রিজ ফেডারেশনের সভাপতি। ১ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক অফিস আদেশে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২২ ধারা অনুযায়ী তাঁদের বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে আজ এমন খবর নিশ্চিত করা হয়েছে।
দাবা ফেডারেশনের সভাপতি ছিলেন পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের আগেই তিনি দেশ ছেড়ে চলে যান। আর কাবাডি ফেডারেশনের সভাপতি ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল চৌধুরী মামুন। ব্রিজ ফেডারেশনের সভাপতির পদে ছিলেন আমলা জাহাঙ্গীর আলম। এক দিনেই এই তিনজনকে ছেঁটে ফেলা হলো।
গত ৫ আগস্টের পর অনেক ফেডারেশনের সভাপতির খোঁজ নেই। আবার অনেকে নিষ্ক্রিয়। অ্যাথলেটিকস, সাইক্লিং, মহিলা ক্রীড়া সংস্থা, ভলিবল, উশুসহ বেশ কয়েকটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশন এখন সভাপতি সংকটে। তাঁদের দাপ্তরিক কাজ চালানোও কঠিন হয়ে পড়েছে।
আফগানিস্তানের ইনিংস যখন ১৯০ রানে শেষ হয়, তখন ম্যাচের সম্প্রচারকারী টেলিভিশনের পর্দায় ভেসে উঠে এই তথ্য—আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এটাই দলীয় সর্বনিম্ন রানের স্কোর।
২ ঘণ্টা আগেঘরের মাটিতে প্রথম ম্যাচ। গ্যালারি ভর্তি ৪ হাজার দর্শক। ম্যাচটি স্মরণীয় করে রাখতে জয়ের চেয়ে ভিন্ন আর কী হতে পারে! তাও দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে। নামিবিয়া সেটাই করে দেখাল। একমাত্র টি-টোয়েন্টিতে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটের নাটকীয় জয়ে ইতিহাস গড়েছে তারা।
২ ঘণ্টা আগেদারুণ একটা গুগলি দিয়েছিলেন রিশাদ হোসেন। সেটি বুঝতেই পারেননি ইব্রাহিম জাদরান। মিডল স্টাম্পের আশে পাশে পিচ করা বল সামনের পায়ের ভেতরের অংশে লাগে। বাধা না পেলে বল ছুঁয়ে যেত লেগ স্টাম্পের বাইরের অংশ। এলবিডব্লুর জোরালো আবেদন তোলেন আম্পায়াররা। আম্পায়ার আউট না দেওয়ায় বেঁচে যান ইব্রাহিম।
৪ ঘণ্টা আগেবিপিএল বিতর্কমুক্ত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপের (আইএমজি) সঙ্গে তিন বছরের চুক্তির কথা শোনা যাচ্ছিল গত জুন থেকেই। কিন্তু এখনো চূড়ান্ত হয়নি তা। নির্বাচনের পর নতুনভাবে গঠিত বিপিএল গভর্নিং কাউন্সিল চাইছে স্বল্প সময়ের মধ্যে অন্তত পাঁচটি দল নিয়ে বিপিএল করতে।
৫ ঘণ্টা আগে