অলিম্পিকে ভারতীয়দের ২১ বছরের আক্ষেপ ঘুচিয়েছেন মীরাবাঈ চানু। টোকিও অলিম্পিকের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে কাল ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন ২৬ বছর বয়সী এই ভারোত্তোলক। দেশের হয়ে এবারের অলিম্পিকে রৌপ্য পদক জেতা মীরাবাঈকে নিয়ে ভারতজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে কাল থেকে। এবার তাঁকে সারা জীবনের জন্য ফ্রিতে পিৎজা খাওয়ানোর ঘোষণা দিয়েছে বিখ্যাত পিৎজা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডমিনোজ।
বরাবরই পিৎজা খেতে ভালোবাসেন মীরাবাঈ। তবে অলিম্পিকের প্রস্তুতি নিতে তাঁকে মানতে হয়েছে কঠোর ডায়েট। এই সময়টায় তিনি খেতে পারেননি তাঁর পছন্দের খাবারগুলো। এবার তাই অলিম্পিকে পদক জেতার পর ডায়েটের তোয়াক্কা না করে মন ভরে খেতে চান পছন্দের সব খাবার। আর সবার আগে তাঁর চাই সবচেয়ে পছন্দের পিৎজা। সেটাও এখন মীরাবাঈ খাবেন ফ্রিতে। ডমিনোজ যে সেই ব্যবস্থাই করে দিয়েছে।
দেশকে সাফল্য এনে দেওয়ার পর মীরাবাঈ গণমাধ্যমে এসে নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিলেন। তিনি বলেছেন, ‘সবার আগে আমি পিৎজা খাব। অনেক দিন ধরে খাইনি। এই দিনটার জন্য আমি অপেক্ষা করে আসছিলাম দীর্ঘদিন ধরে। আজ আমি অনেক পিৎজা খাব।’ মীরাবাঈয়ের পিৎজা খাওয়ার খবর গণমাধ্যমে আসতেই ডমিনোজ তাঁকে সারা জীবনের জন্য ফ্রি পিৎজা খাওয়ানোর ঘোষণা দেয়।
মীরাবাঈকে ফ্রিতে পিৎজা খাওয়ানোর বিষয়টি টুইটারে পোস্ট করে জানিয়েছে ডমিনোজ। টুইটে মীরাবাঈকে উদ্দেশ করে তারা লিখেছে, ‘অভিনন্দন দেশকে পদক এনে দেওয়ায়। আপনি কোটি কোটি ভারতীয়র স্বপ্ন পূরণ করেছেন। শুধুমাত্র ফ্রিতে ডমিনোজের পিৎজা দিয়েই এই অভিনন্দন জানানো শেষ হবে না।’
অলিম্পিকে ভারতীয়দের ২১ বছরের আক্ষেপ ঘুচিয়েছেন মীরাবাঈ চানু। টোকিও অলিম্পিকের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে কাল ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন ২৬ বছর বয়সী এই ভারোত্তোলক। দেশের হয়ে এবারের অলিম্পিকে রৌপ্য পদক জেতা মীরাবাঈকে নিয়ে ভারতজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে কাল থেকে। এবার তাঁকে সারা জীবনের জন্য ফ্রিতে পিৎজা খাওয়ানোর ঘোষণা দিয়েছে বিখ্যাত পিৎজা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডমিনোজ।
বরাবরই পিৎজা খেতে ভালোবাসেন মীরাবাঈ। তবে অলিম্পিকের প্রস্তুতি নিতে তাঁকে মানতে হয়েছে কঠোর ডায়েট। এই সময়টায় তিনি খেতে পারেননি তাঁর পছন্দের খাবারগুলো। এবার তাই অলিম্পিকে পদক জেতার পর ডায়েটের তোয়াক্কা না করে মন ভরে খেতে চান পছন্দের সব খাবার। আর সবার আগে তাঁর চাই সবচেয়ে পছন্দের পিৎজা। সেটাও এখন মীরাবাঈ খাবেন ফ্রিতে। ডমিনোজ যে সেই ব্যবস্থাই করে দিয়েছে।
দেশকে সাফল্য এনে দেওয়ার পর মীরাবাঈ গণমাধ্যমে এসে নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিলেন। তিনি বলেছেন, ‘সবার আগে আমি পিৎজা খাব। অনেক দিন ধরে খাইনি। এই দিনটার জন্য আমি অপেক্ষা করে আসছিলাম দীর্ঘদিন ধরে। আজ আমি অনেক পিৎজা খাব।’ মীরাবাঈয়ের পিৎজা খাওয়ার খবর গণমাধ্যমে আসতেই ডমিনোজ তাঁকে সারা জীবনের জন্য ফ্রি পিৎজা খাওয়ানোর ঘোষণা দেয়।
মীরাবাঈকে ফ্রিতে পিৎজা খাওয়ানোর বিষয়টি টুইটারে পোস্ট করে জানিয়েছে ডমিনোজ। টুইটে মীরাবাঈকে উদ্দেশ করে তারা লিখেছে, ‘অভিনন্দন দেশকে পদক এনে দেওয়ায়। আপনি কোটি কোটি ভারতীয়র স্বপ্ন পূরণ করেছেন। শুধুমাত্র ফ্রিতে ডমিনোজের পিৎজা দিয়েই এই অভিনন্দন জানানো শেষ হবে না।’
ইউরোপ ছেড়ে অনেক আগেই ভিনদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু সময়ের দুই তারকা ফুটবলারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখনো তুঙ্গে।
২ ঘণ্টা আগে২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
৩ ঘণ্টা আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
৩ ঘণ্টা আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
৪ ঘণ্টা আগে