Ajker Patrika

হালান্ডের দলবদল নিয়ে বিতর্ক

আপডেট : ১১ মে ২০২২, ১৪: ১৭
হালান্ডের দলবদল নিয়ে বিতর্ক

এই সপ্তাহের ইউরোপীয় ফুটবলের বড় দলবদলটা হয়েছে আর্লিং হালান্ডের। বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। হিসাবে অনুযায়ী তাঁর রিলিজ ক্লজের ৭৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮৮ কোটি টাকা) ডর্টমুন্ডকে পরিশোধ করার কথা। 

কিন্তু হালান্ডের রিলিজ ক্লজের পুরো অর্থ পরিশোধ করেনি ইংলিশ ক্লাবটি। মঙ্গলবার রাতে জার্মান জায়ান্ট ডর্টমুন্ড অভিযোগ জানায়, তারা কেবল ৬০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫০ কোটি টাকা) পেয়েছে। বাকি ১৫ মিলিয়ন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৮ কোটি টাকা) ইউরোর দাবি জানাচ্ছে সিগনাল ইদুনা পার্কের দলটি। 

সিটির দাবি, তারা কোনো বাড়তি টাকা পরিশোধ করবে না। এটাকে স্রেফ প্রতারণা হিসেবে দেখছে জার্মান সংবাদমাধ্যমগুলো। তাদের মতে, টাকা কম দিয়ে হালান্ডকে নিয়ে আগ্রহ থাকা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, চেলসি এবং অন্যদের সঙ্গেও প্রতারণা করেছে সিটি। যদিও এ বিষয়ে সিটির পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। 

গতকাল হালান্ডকে দলে টানার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করেছে ম্যানচেস্টার সিটি। ২০২০ সালে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালবুর্গ ছেড়ে বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দেন ২১ বছর বয়সী এই স্ট্রাইকার। হলুদ জার্সিতে ৬৬ ম্যাচে ৬১টি গোল করেছেন হালান্ড। এমন একজন স্ট্রাইকারকে হারানো জার্মান ক্লাবটির জন্য বড় ধাক্কা হয়েই এল। 

তার ওপর টাকা কম দিচ্ছে ম্যানচেস্টার সিটি। সব মিলিয়ে ভালোই চটে আছে বরুসিয়া ডর্টমুন্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত