Ajker Patrika

দেশের ফুটবলকে এগিয়ে নিতে ব্রাজিলকে পাশে চায় বাফুফে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের ফুটবলকে এগিয়ে নিতে ব্রাজিলকে পাশে চায় বাফুফে

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন ব্রাজিলের একজন পররাষ্ট্রমন্ত্রী। গতকাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।

ব্রাজিলের কোনো উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তার এটা প্রথম বাংলাদেশ সফর হওয়ায় মাউরো ভিয়েরার এই সফরের বিশেষ তাৎপর্য আছে। মাউরো ভিয়েরার এই সফরের আলোচিত একটি বিষয় ছিল বাংলাদেশের ফুটবলও। যদিও চুক্তিতে কী কী বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে, সেটার দেখভাল করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জানা গেছে, এবার ভিয়েরার সফরে ফুটবল নিয়ে কোনো চুক্তি হয়নি। তবে তিনি জানিয়েছেন, চুক্তি নিয়ে আগ্রহ আছে ব্রাজিলের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে জানতে চাওয়া হয়েছিল, চুক্তি হলে তাদের দাবি-দাওয়া কী থাকতে পারে।

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বললেন, ‘আমরা যথেষ্টই চেয়েছি। কিন্তু চুক্তি মূলত আগেই প্রস্তুত করা হয়েছে। ব্রাজিল যতটুকু দিতে চাইবে, চুক্তিতে ততটুকুই উল্লেখ করা থাকবে। এটা মন্ত্রণালয় প্রস্তুত করেছে, আমাদের বলা হয়েছিল আমরা আরও কিছু যোগ করতে চাই কি না। আমরা কোচ, একাডেমি, প্রশিক্ষণে সহায়তা চেয়েছি। বিশেষ করে ব্রাজিলের বয়সভিত্তিক নারী-পুরুষ দলকে নিয়মিত যেন বাংলাদেশে খেলতে আসে। ব্রাজিলের বয়সভিত্তিক দলগুলো বাংলাদেশে খেললে সেটা আমাদের বড় উপকার হবে।’

ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলে দেখা হয়েছিল একবারই। ১৯৯০ সালে সুইডেনে গোথিয়া কাপে ব্রাজিল অনূর্ধ্ব-১৪ দলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। যদিও সেই দলে ফুটবলারদের বয়স নিয়ে বাংলাদেশেই উঠেছিল বিতর্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত