Ajker Patrika

আগামী মাসেই আরেকটি ব্রাজিল–আর্জেন্টিনা ধ্রুপদি লড়াই

আগামী মাসেই আরেকটি ব্রাজিল–আর্জেন্টিনা ধ্রুপদি লড়াই

কোপা আমেরিকা ফাইনালের এক মাসও শেষ হয়নি। এবার জানা গেল আরেকটি ব্রাজিল-আর্জেন্টিনা ধ্রুপদি লড়াইয়ের তারিখ। আগামী ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবলের সর্বশেষ সভায় চূড়ান্ত হয়েছে আরেকটি আর্জেন্টিনা-ব্রাজিল লড়াইয়ের।  

কোপার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা জিততে পারেনি ব্রাজিল। মারাকানায় সেই ফাইনাল হারের প্রতিশোধটা নিশ্চয়ই এবার নিতে চাইবেন নেইমাররা। ঘরের মাঠ সাও পাওলোতেই যে লিওনেল মেসিদের পাবেন নেইমাররা। কনমেবলের সভা শেষে ফিফাও অনুমোদন দিয়েছে ম্যাচটির। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের অংশ হিসেবে সেপ্টেম্বরে আরও দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রথমটি ২ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে, দ্বিতীয়টি ৯ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে।  

এ বছর আরও একবার মেসি-নেইমার লড়াই দেখার সুযোগ পাবে দর্শক। যদিও এই ম্যাচের সূচি আগে থেকেই ঠিক করা ছিল। এই ম্যাচে আবার ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। করোনার বাধায় দুই দফায় দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই স্থগিত হয়েছিল। মূলত এই ক্ষতিটাই পুষিয়ে উঠতে চাইছে কনমেবল। 

কনমেবলের নতুন সূচি অনুযায়ী সেপ্টেম্বরে দক্ষিণ আমেরিকান দলগুলো খেলবে তিনটি করে ম্যাচ। ২, ৫ ও ৯ সেপ্টেম্বর এই তিন দিন হবে খেলাগুলো। কনমেবল অঞ্চলের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো থেকে আর কোনো আপত্তি না এলে এই সূচি মেনেই খেলবে দলগুলো। কনমেবলকে নতুন করে কোনো ব্যাপারে জানানোর জন্য আজই শেষ দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত