চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি লড়াই যেন এখন নিয়মিত দৃশ্য। তা নয়তো কী, সবশেষ পাঁচ মৌসুমে চারবারই মুখোমুখি হয়েছে তারা। চলতি মৌসুমে প্লে-অফে তাদের সাক্ষাৎ হচ্ছে আবারও। ইতিহাদ স্টেডিয়ামে আজ প্রথম লেগের ম্যাচে রিয়ালকে আতিথেয়তা দেবে সিটি।
আগের পারফরম্যান্স বিবেচনায় দুই দল সরাসরি শেষ ষোলোয় খেলবে, এমনটা ধারণা করেছিলেন অনেকেই। এর ওপর রিয়াল খেলছে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে। কিন্তু লিগ পর্বে কোনো দলই প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। থাকতে পারেনি সেরা আটে।
লিগ পর্বে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে থেকে শেষ করে রিয়াল। সিটিকে অবশ্য প্রচুর কাঠখড় পোহাতে হয়। এমনকি প্লে-অফে যেতে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না। মৌসুমে চলমান দুরবস্থার মধ্যেও দিনশেষে তাদের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে রিয়াল।
সাম্প্রতিক সময়ে এটিই যেন চ্যাম্পিয়নস লিগের সেরা দ্বৈরথ। সিটি কোচ পেপ গার্দিওলাও দ্বিমত পোষণ করেননি এতে। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘গত এক দশকের কথা বিচার করলে বলব, হ্যাঁ, এটাই চ্যাম্পিয়ন লিগের সেরা লড়াই। সব সময় একই প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা স্বাভাবিক নয়।’
পয়েন্ট টেবিলে সিটির চেয়ে এগিয়ে থাকায় দ্বিতীয় লেগ নিজেদের মাঠে খেলার সুবিধা পাচ্ছে রিয়াল। গত আসরের কোয়ার্টার ফাইনালে অবশ্য সেই সুবিধা পেয়েছিল সিটি। তবে টাইব্রেকারে তাদের হারিয়ে রিয়াল পা রাখে সেমিফাইনালে। চ্যালেঞ্জ মেনে নিয়ে গার্দিওলা বলেন, ‘দ্বিতীয় লেগ তাদের (রিয়াল) মাঠে খেলতে হচ্ছে কারণ, গ্রুপপর্বে আমরা যথেষ্ট ভালো অবস্থানে (২২) ছিলাম না। তবে এই দলের মধ্যে বিশেষ কিছু আছে। আশা করি, কাল (আজ) আমরা তা প্রমাণ করব। আমরা চ্যালেঞ্জটা নিচ্ছি।’
গার্দিওলার স্বস্তি হতে পারে আর্লিং হালান্ডের ফর্মে ফেরা। সবশেষ আট ম্যাচে ৭ গোল করেন তিনি। তারকায় পরিপূর্ণ রিয়ালও। কিন্তু খেলায় সামঞ্জস্য আনতে পারছেন না কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহামরা। লা লিগায় সবশেষ আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট হননি কোচ কার্লো আনচেলত্তি। তা-ই নয়, বিরতির মাঝে তাদের শাসিয়েছেনও তিনি।
লা লিগায় শীর্ষে থাকা রিয়ালের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রক্ষণভাগ। নতুন করে চোটে পড়েছেন আন্তোনিও রুডিগার, লুকাস ভাসকেস ও ডেভিড আলাবা।
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি লড়াই যেন এখন নিয়মিত দৃশ্য। তা নয়তো কী, সবশেষ পাঁচ মৌসুমে চারবারই মুখোমুখি হয়েছে তারা। চলতি মৌসুমে প্লে-অফে তাদের সাক্ষাৎ হচ্ছে আবারও। ইতিহাদ স্টেডিয়ামে আজ প্রথম লেগের ম্যাচে রিয়ালকে আতিথেয়তা দেবে সিটি।
আগের পারফরম্যান্স বিবেচনায় দুই দল সরাসরি শেষ ষোলোয় খেলবে, এমনটা ধারণা করেছিলেন অনেকেই। এর ওপর রিয়াল খেলছে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে। কিন্তু লিগ পর্বে কোনো দলই প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। থাকতে পারেনি সেরা আটে।
লিগ পর্বে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে থেকে শেষ করে রিয়াল। সিটিকে অবশ্য প্রচুর কাঠখড় পোহাতে হয়। এমনকি প্লে-অফে যেতে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না। মৌসুমে চলমান দুরবস্থার মধ্যেও দিনশেষে তাদের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে রিয়াল।
সাম্প্রতিক সময়ে এটিই যেন চ্যাম্পিয়নস লিগের সেরা দ্বৈরথ। সিটি কোচ পেপ গার্দিওলাও দ্বিমত পোষণ করেননি এতে। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘গত এক দশকের কথা বিচার করলে বলব, হ্যাঁ, এটাই চ্যাম্পিয়ন লিগের সেরা লড়াই। সব সময় একই প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা স্বাভাবিক নয়।’
পয়েন্ট টেবিলে সিটির চেয়ে এগিয়ে থাকায় দ্বিতীয় লেগ নিজেদের মাঠে খেলার সুবিধা পাচ্ছে রিয়াল। গত আসরের কোয়ার্টার ফাইনালে অবশ্য সেই সুবিধা পেয়েছিল সিটি। তবে টাইব্রেকারে তাদের হারিয়ে রিয়াল পা রাখে সেমিফাইনালে। চ্যালেঞ্জ মেনে নিয়ে গার্দিওলা বলেন, ‘দ্বিতীয় লেগ তাদের (রিয়াল) মাঠে খেলতে হচ্ছে কারণ, গ্রুপপর্বে আমরা যথেষ্ট ভালো অবস্থানে (২২) ছিলাম না। তবে এই দলের মধ্যে বিশেষ কিছু আছে। আশা করি, কাল (আজ) আমরা তা প্রমাণ করব। আমরা চ্যালেঞ্জটা নিচ্ছি।’
গার্দিওলার স্বস্তি হতে পারে আর্লিং হালান্ডের ফর্মে ফেরা। সবশেষ আট ম্যাচে ৭ গোল করেন তিনি। তারকায় পরিপূর্ণ রিয়ালও। কিন্তু খেলায় সামঞ্জস্য আনতে পারছেন না কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহামরা। লা লিগায় সবশেষ আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট হননি কোচ কার্লো আনচেলত্তি। তা-ই নয়, বিরতির মাঝে তাদের শাসিয়েছেনও তিনি।
লা লিগায় শীর্ষে থাকা রিয়ালের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রক্ষণভাগ। নতুন করে চোটে পড়েছেন আন্তোনিও রুডিগার, লুকাস ভাসকেস ও ডেভিড আলাবা।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে