৫ ফেব্রুয়ারি, ২০২৪ দিনটিতে ক্রিস্টিয়ানো রোনালদো ৩৯ বছর পূর্ণ করেছেন। দিনটিতে কোটি কোটি ভক্ত-সমর্থকের শুভেচ্ছা পেয়েছেন তিনি। পর্তুগিজ ফরোয়ার্ড সেদিন তাঁর ৩৯তম জন্মদিন উদ্যাপন করেছেন সতীর্থদের সঙ্গে।
৩৯তম জন্মদিনের পরদিন (গতকাল) রোনালদো দিনটি উদ্যাপন করেছেন পরিবারের সঙ্গে। টেবিলের ওপর সাজানো ছিল জন্মদিনের কেক তিনটি। ৩৯ সংখ্যার ৩ ও ৯ অঙ্ক দুটি বসানো ছিল দুই কেকে। দুটো অঙ্কই ছিল হলুদ রঙের। দুটির ওপরেই ছিল মোমবাতি। জন্মদিনের কেক তিনটির সামনে দাঁড়িয়ে সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ ও সন্তানদের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘সবচেয়ে সেরা উপায়ে ৩৯তম জন্মদিন উদ্যাপন। পরিবারের সঙ্গে উদ্যাপন করলাম এবং মাঠে ফিরলাম। উষ্ণ বার্তার জন্য সবাইকে ধন্যবাদ।’ পোস্ট শেষে জন্মদিনের কেক, ভালোবাসা ও কৃতজ্ঞতার ইমোজি দিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড।
রোনালদোর জন্মদিনে আল নাসর তাঁকে শুভেচ্ছা জানিয়েছে অভিনব উপায়ে। নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ৫৪ সেকেন্ডের ভিডিও আপলোড করেছে আল নাসর। সেখানে রোনালদোর চিরপরিচিত ‘সিউ’ উদ্যাপনের ৩৯টি ভিডিও ছিল। সব কটিতেই রোনালদো ছিলেন আল নাসরের জার্সি পরা।
আল নাসরের হয়ে গত বছর পথচলা শুরু হয় রোনালদোর। শুরুতে সময়টা ভালো না গেলেও এখন তাঁর সময়টা ভালোই যাচ্ছে। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ গত বছর জিতেছেন আল নাসরের হয়ে। সৌদি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৪৪ ম্যাচে করেন ৩৮ গোল ও অ্যাসিস্ট করেন ১৩ গোলে। ২০ গোল করে সৌদি প্রো লিগের চলতি মৌসুমে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি। আল নাসর, পর্তুগাল—সব মিলে ৫৪ গোল করে গত বছরের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই তারকা ফরোয়ার্ড।
৫ ফেব্রুয়ারি, ২০২৪ দিনটিতে ক্রিস্টিয়ানো রোনালদো ৩৯ বছর পূর্ণ করেছেন। দিনটিতে কোটি কোটি ভক্ত-সমর্থকের শুভেচ্ছা পেয়েছেন তিনি। পর্তুগিজ ফরোয়ার্ড সেদিন তাঁর ৩৯তম জন্মদিন উদ্যাপন করেছেন সতীর্থদের সঙ্গে।
৩৯তম জন্মদিনের পরদিন (গতকাল) রোনালদো দিনটি উদ্যাপন করেছেন পরিবারের সঙ্গে। টেবিলের ওপর সাজানো ছিল জন্মদিনের কেক তিনটি। ৩৯ সংখ্যার ৩ ও ৯ অঙ্ক দুটি বসানো ছিল দুই কেকে। দুটো অঙ্কই ছিল হলুদ রঙের। দুটির ওপরেই ছিল মোমবাতি। জন্মদিনের কেক তিনটির সামনে দাঁড়িয়ে সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ ও সন্তানদের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘সবচেয়ে সেরা উপায়ে ৩৯তম জন্মদিন উদ্যাপন। পরিবারের সঙ্গে উদ্যাপন করলাম এবং মাঠে ফিরলাম। উষ্ণ বার্তার জন্য সবাইকে ধন্যবাদ।’ পোস্ট শেষে জন্মদিনের কেক, ভালোবাসা ও কৃতজ্ঞতার ইমোজি দিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড।
রোনালদোর জন্মদিনে আল নাসর তাঁকে শুভেচ্ছা জানিয়েছে অভিনব উপায়ে। নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ৫৪ সেকেন্ডের ভিডিও আপলোড করেছে আল নাসর। সেখানে রোনালদোর চিরপরিচিত ‘সিউ’ উদ্যাপনের ৩৯টি ভিডিও ছিল। সব কটিতেই রোনালদো ছিলেন আল নাসরের জার্সি পরা।
আল নাসরের হয়ে গত বছর পথচলা শুরু হয় রোনালদোর। শুরুতে সময়টা ভালো না গেলেও এখন তাঁর সময়টা ভালোই যাচ্ছে। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ গত বছর জিতেছেন আল নাসরের হয়ে। সৌদি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৪৪ ম্যাচে করেন ৩৮ গোল ও অ্যাসিস্ট করেন ১৩ গোলে। ২০ গোল করে সৌদি প্রো লিগের চলতি মৌসুমে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি। আল নাসর, পর্তুগাল—সব মিলে ৫৪ গোল করে গত বছরের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই তারকা ফরোয়ার্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৩ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে