২০২৪ কোপা আমেরিকার আগে ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ আজ পেয়েছিল ব্রাজিল। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে একের পর এক সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ১-১ গোলে ড্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে।
বাংলাদেশ সময় আজ ভোরে ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল-যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিল কতটা দাপট দেখিয়ে খেলেছে, তা বোঝাতে একটা পরিসংখ্যানই যথেষ্ট। ৬১ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা নেয় ১২ শট। যুক্তরাষ্ট্র বল দখলে রাখে ৩৯ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৭ শট নেয় মার্কিনরা।
ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচের শট প্রতিহত করেন অ্যালিসন বেকার। ঠিক তার পরের মিনিটেই ব্রাজিল ডিফেন্ডার ওয়েন্ডালের অ্যাসিস্টে ডান পায়ে রদ্রিগো শট করেন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বরাবর। যুক্তরাষ্ট্র গোলরক্ষক ম্যাট টার্নার এবার রক্ষা করেছেন দলের গোলপোস্ট। ৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। সুযোগ হাতছাড়ার মহড়ায় ১৪ মিনিটে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের মিডফিল্ডার হোয়াও গোমেজ। হলুদ কার্ড পাওয়ার পর ১৬ ও ১৭ মিনিটে ভিনিসিয়ুসের দুটি শট ঠেকান টার্নার।
এত এত সুযোগ মিসের মহড়ায় ম্যাচে প্রথম গোলমুখ খোলে ব্রাজিলই। ১৭ মিনিটে রাফিনহার অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি যুক্তরাষ্ট্র। ২৬ মিনিটে ফ্রি কিক থেকে ডান পায়ের দারুণ এক শটে মার্কিনদের সমতায় ফেরান পুলিসিচ। ১-১ গোলে সমতা হওয়ার পর ব্রাজিল, যুক্তরাষ্ট্র দুই দলই মরিয়া হয়ে ওঠে। ৩৫ ও ৩৯ মিনিটে রাফিনহা ও রদ্রিগোর ভুলে ব্রাজিল দুইবার এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও তা সম্ভব হয়নি। ৪৩ মিনিটে পুলিসিচের হেড থেকে করা শট প্রতিহত করেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
ব্রাজিল সুযোগ মিসের পসরা সাজায় দ্বিতীয়ার্ধেও। ৫০ থেকে ৫৯—৯ মিনিটের ব্যবধানে তিনটি সুযোগ হাতছাড়া করে সেলেসাওরা। ৬০ মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন রদ্রিগো। তবে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টার্নার তা প্রতিহত করেছেন। ৬৭ মিনিটে ব্রাজিলের তরুণ ফুটবলার এনড্রিকের নিশ্চিত গোল হতে যাওয়া শট ঠেকিয়েছেন টার্নার। যুক্তরাষ্ট্র এগিয়ে যেতে পারত ৬৮ মিনিটে। তবে পুলিসিচকে ফিরিয়েছেন ব্রাজিলের গোলরক্ষক। ৯০ মিনিট পেরিয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ২ মিনিটে ভিনিসিয়ুসের শট ঠেকিয়েছেন টার্নার। এই ভিনিসিয়ুস নির্ধারিত সময়ের অতিরিক্ত ৬ মিনিটের সময় গোলের সুযোগ হাতছাড়া করেছেন।শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ব্রাজিল-যুক্তরাষ্ট্র ম্যাচ।
২০২৪ কোপা আমেরিকার আগে ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ আজ পেয়েছিল ব্রাজিল। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে একের পর এক সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ১-১ গোলে ড্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে।
বাংলাদেশ সময় আজ ভোরে ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল-যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিল কতটা দাপট দেখিয়ে খেলেছে, তা বোঝাতে একটা পরিসংখ্যানই যথেষ্ট। ৬১ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা নেয় ১২ শট। যুক্তরাষ্ট্র বল দখলে রাখে ৩৯ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৭ শট নেয় মার্কিনরা।
ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচের শট প্রতিহত করেন অ্যালিসন বেকার। ঠিক তার পরের মিনিটেই ব্রাজিল ডিফেন্ডার ওয়েন্ডালের অ্যাসিস্টে ডান পায়ে রদ্রিগো শট করেন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বরাবর। যুক্তরাষ্ট্র গোলরক্ষক ম্যাট টার্নার এবার রক্ষা করেছেন দলের গোলপোস্ট। ৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। সুযোগ হাতছাড়ার মহড়ায় ১৪ মিনিটে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের মিডফিল্ডার হোয়াও গোমেজ। হলুদ কার্ড পাওয়ার পর ১৬ ও ১৭ মিনিটে ভিনিসিয়ুসের দুটি শট ঠেকান টার্নার।
এত এত সুযোগ মিসের মহড়ায় ম্যাচে প্রথম গোলমুখ খোলে ব্রাজিলই। ১৭ মিনিটে রাফিনহার অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি যুক্তরাষ্ট্র। ২৬ মিনিটে ফ্রি কিক থেকে ডান পায়ের দারুণ এক শটে মার্কিনদের সমতায় ফেরান পুলিসিচ। ১-১ গোলে সমতা হওয়ার পর ব্রাজিল, যুক্তরাষ্ট্র দুই দলই মরিয়া হয়ে ওঠে। ৩৫ ও ৩৯ মিনিটে রাফিনহা ও রদ্রিগোর ভুলে ব্রাজিল দুইবার এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও তা সম্ভব হয়নি। ৪৩ মিনিটে পুলিসিচের হেড থেকে করা শট প্রতিহত করেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
ব্রাজিল সুযোগ মিসের পসরা সাজায় দ্বিতীয়ার্ধেও। ৫০ থেকে ৫৯—৯ মিনিটের ব্যবধানে তিনটি সুযোগ হাতছাড়া করে সেলেসাওরা। ৬০ মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন রদ্রিগো। তবে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টার্নার তা প্রতিহত করেছেন। ৬৭ মিনিটে ব্রাজিলের তরুণ ফুটবলার এনড্রিকের নিশ্চিত গোল হতে যাওয়া শট ঠেকিয়েছেন টার্নার। যুক্তরাষ্ট্র এগিয়ে যেতে পারত ৬৮ মিনিটে। তবে পুলিসিচকে ফিরিয়েছেন ব্রাজিলের গোলরক্ষক। ৯০ মিনিট পেরিয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ২ মিনিটে ভিনিসিয়ুসের শট ঠেকিয়েছেন টার্নার। এই ভিনিসিয়ুস নির্ধারিত সময়ের অতিরিক্ত ৬ মিনিটের সময় গোলের সুযোগ হাতছাড়া করেছেন।শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ব্রাজিল-যুক্তরাষ্ট্র ম্যাচ।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৫ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৬ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৬ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৬ ঘণ্টা আগে