যে শিরোপা কাছে পেতে এত কিছু, এত অপেক্ষা—সেটি অবশেষে এসেছে। লিওনেল মেসি শিরোপাটা যেন কিছুতেই হাতছাড়া করতে চান না! আর্জেন্টিনায় পৌঁছে একটু ঘুমানোর সুযোগ পেয়েছিলেন। সকালে তাঁর বিছানায় দেখা গেল ট্রফিটাও।
অবশ্য ট্রফি নিয়ে ঘুমানোর দৃশ্য অপরিচিত নয়। তারকারা বড় শিরোপা জিতলে বিছানায় নিয়ে এটির একটি ছবি দেবেনই সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু মেসির কাছে এই শিরোপার তাৎপর্য অন্যরকম। আর্জেন্টিনায় মেসিরা পৌঁছেছেন গতকাল স্থানীয় সময় রাত আড়াইটায়। এই মুহূর্তে সেখানে সকাল। ঘুম থেকে উঠেই মেসি ট্রফি নিয়ে ‘শুভ সকাল’ জানিয়েছেন ভক্ত-সমর্থকদের।
দোহা থেকে ২১ ঘণ্টার ভ্রমণ শেষে বুয়েনস এইরেসে গভীর রাতে পৌঁছেই মেসিরা অনুভব করেছেন, তাঁদের বরণ করে নিতে লাখ লাখ আর্জেন্টাইনরা অধীর অপেক্ষায়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মেসিরা রাতেই বুয়েনস এইরেসে বিমানবন্দরের কাছে একটি হোটেলে উঠেছেন। সেখান থেকে আজ তাঁদের যাওয়ার কথা গণ সংবর্ধনায়।
মেসিরা ট্রফি হাতে ছাদ খোলা বাসে জনতার স্রোতে যাবেন—এমন সকাল, এমন দিন আর্জেন্টাইনরা পেল ৩৬ বছর পর।
যে শিরোপা কাছে পেতে এত কিছু, এত অপেক্ষা—সেটি অবশেষে এসেছে। লিওনেল মেসি শিরোপাটা যেন কিছুতেই হাতছাড়া করতে চান না! আর্জেন্টিনায় পৌঁছে একটু ঘুমানোর সুযোগ পেয়েছিলেন। সকালে তাঁর বিছানায় দেখা গেল ট্রফিটাও।
অবশ্য ট্রফি নিয়ে ঘুমানোর দৃশ্য অপরিচিত নয়। তারকারা বড় শিরোপা জিতলে বিছানায় নিয়ে এটির একটি ছবি দেবেনই সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু মেসির কাছে এই শিরোপার তাৎপর্য অন্যরকম। আর্জেন্টিনায় মেসিরা পৌঁছেছেন গতকাল স্থানীয় সময় রাত আড়াইটায়। এই মুহূর্তে সেখানে সকাল। ঘুম থেকে উঠেই মেসি ট্রফি নিয়ে ‘শুভ সকাল’ জানিয়েছেন ভক্ত-সমর্থকদের।
দোহা থেকে ২১ ঘণ্টার ভ্রমণ শেষে বুয়েনস এইরেসে গভীর রাতে পৌঁছেই মেসিরা অনুভব করেছেন, তাঁদের বরণ করে নিতে লাখ লাখ আর্জেন্টাইনরা অধীর অপেক্ষায়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মেসিরা রাতেই বুয়েনস এইরেসে বিমানবন্দরের কাছে একটি হোটেলে উঠেছেন। সেখান থেকে আজ তাঁদের যাওয়ার কথা গণ সংবর্ধনায়।
মেসিরা ট্রফি হাতে ছাদ খোলা বাসে জনতার স্রোতে যাবেন—এমন সকাল, এমন দিন আর্জেন্টাইনরা পেল ৩৬ বছর পর।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
৪৪ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে