Ajker Patrika

কোচের সঙ্গে বিবাদে বিশ্বকাপই ছেড়ে দিলেন ক্যামেরুন গোলরক্ষক 

কোচের সঙ্গে বিবাদে বিশ্বকাপই ছেড়ে দিলেন ক্যামেরুন গোলরক্ষক 

কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে গতকাল সার্বিয়ার বিপক্ষে ক্যামেরুন দল থেকে বাদ পড়েছিলেন আন্দ্রে ওনানা। এবার বিশ্বকাপ থেকেই নিজের নাম প্রত্যাহার করে নিলেন ক্যামেরুন গোলরক্ষক। 

বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা টুইটারে জানিয়েছেন ওনানা। ক্যামেরুন গোলরক্ষক বলেন, ‘আমি সমস্যা সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। তবে অন্য পক্ষ থেকে কোনো সাড়া পায়নি। যাই হোক, আমি দলের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সিদ্ধান্তকে সবসময় শ্রদ্ধা ও সমর্থন করি।’ ওনানার এক ঘনিষ্ঠ সূত্র বিবিসি স্পোর্ট আফ্রিকাকে জানিয়েছেন, তিনি (ওনানা) দলের হোটেল ছেড়ে দিয়েছেন এবং বিমানবন্দের পথে রওনা দিয়েছেন। 

সার্বিয়ার বিপক্ষে ওনানাকে গতকাল বাদ দেওয়া হয়েছিল মূলত শৃঙ্খলাজনিত কারণে। তাঁর (ওনানা) পরিবর্তে ক্যামেরুনের গোলপোস্টের দায়িত্ব সামলেছিলেন ডেভিস এপাসি। সৌদি আরবের ক্লাব আবহারের গোলরক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন এপাসি। 

গত সপ্তাহে সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলেছিলেন ওনানা। ক্যামেরুনের হয়ে ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ইন্টার মিলান গোলরক্ষক। গত বছর ডোপ টেস্টে পজিটিভ হয়ে ৯ মাস নিষিদ্ধ হয়েছিলেন ২৬ বছর বয়সী ওনানা। গত গ্রীষ্মে নেদারল্যান্ডস ক্লাব আয়াক্স ছেড়ে ফ্রি এজেন্টে ইতালিয়ান লিগ ইন্টার মিলানে যোগ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত