Ajker Patrika

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে কয়টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ মে ২০২৫, ১৪: ৩৬
এ বছরের অক্টোবর-নভেম্বরে চারটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ছবি: এএফপি
এ বছরের অক্টোবর-নভেম্বরে চারটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ছবি: এএফপি

২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই কেটে ফেলেছে আর্জেন্টিনা। আর এ বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ার পর লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজদের আর্জেন্টিনা অনেকটাই ঝাড়া হাত-পা। তাই বলে তো তারা বসে থাকছে না।

সূচি অনুযায়ী, বাছাইপর্ব শেষে আর্জেন্টিনার পরের ম্যাচ ২০২৬-এর জুনে ফুটবল বিশ্বকাপে। সেক্ষেত্রে সেপ্টেম্বর থেকে হিসাব করলে বিশ্বকাপের আগে ৯ মাসের বিরতি পাচ্ছে আলবিসেলেস্তেরা। মাঝের এই সময়ে চারটি প্রীতি ম্যাচ আর্জেন্টিনা খেলবে বলে জানা গেছে। আর্জেন্টিনার দৈনিক ডায়রিও ওলে, টিওয়াইসি স্পোর্টস—এ দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে তা-ই বলা হয়েছে। এ বছরের অক্টোবর-নভেম্বরে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফর করবে আলবিসেলেস্তেরা, যেখানে অক্টোবরে চীন সফরে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

চীন থেকে নভেম্বরে অ্যাঙ্গোলা সফর করবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। সেখানে স্বাগতিক অ্যাঙ্গোলার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আর্জেন্টিনা খেলতে যাচ্ছে এই ম্যাচ। অ্যাঙ্গোলা থেকে আকাশি নীলের দল যাবে কাতারে। তবে কাতার ও চীন সফরে আর্জেন্টিনা কাদের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে, সেটা এখনো জানা যায়নি। আয়োজক দুই দেশের (কাতার-চীন) সঙ্গে অন্য এক দেশ হতে পারে বলে আলোচনা চলছে।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল তা করেছে পাঁচ ম্যাচ হাতে রেখে। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হওয়ার সুখবরটা আর্জেন্টিনা ২৬ মার্চ উদ্‌যাপন করেছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে। মনুমেন্টাল স্টেডিয়ামে আয়োজিত সেই ম্যাচে লিওনেল মেসি-নেইমারের মতো তারকারা ছিলেন না। জুন ও সেপ্টেম্বরে বাছাইপর্বে নিজেদের শেষ চার ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচগুলো খেলবে স্কালোনির দল।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিল রয়েছে ৪ নম্বরে। সেলেসাওদের পয়েন্ট ২১। সমান ২১ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে তিন ও পাঁচে উরুগুয়ে ও প্যারাগুয়ে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকা আর্জেন্টিনা ও ইকুয়েডরের পয়েন্ট ৩১ ও ২৩। সবাই ১৪টি করে ম্যাচ খেলেছে। পয়েন্ট টেবিলের প্রথম ৬ দল বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটবে। সাত নম্বরে থাকা দলকে আন্তঃকনফেডারেশন প্লে-অফ খেলে উঠতে হবে।

বাছাইপর্ব শেষে ২০২৬ বিশ্বকাপের আগ পর্যন্ত নিজেদের ব্যস্ত রাখার ব্যবস্থা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) করে রেখেছে কৌশলে। অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশনের (এফএএফ) সভাপতি ফার্নান্দো আলভেস সিমোয়েসের সঙ্গে পরশু বৈঠক করেছেন এএফএর সভাপতি ক্লদিও তাপিয়া। এই বিশ্বকাপে আর্জেন্টিনা রাখবে শিরোপা ধরে রাখার অভিযানে। ২০২২-এর ১৮ ডিসেম্বর ফ্রান্সের বিপক্ষে ধ্রুপদী ফাইনাল জিতে ৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। লিওনেল মেসিও পেয়েছিলেন পরম আরাধ্য শিরোপা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত