Ajker Patrika

বড় জয়ে আশা বাঁচিয়ে রাখলেন নেইমাররা

বড় জয়ে আশা বাঁচিয়ে রাখলেন নেইমাররা

ঢাকা: লিগ ওয়ানের শিরোপা দৌড়ে টিকে থাকতে রেঁসের বিপক্ষে ম্যাচটি জিততেই হতো প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। পাশপাশি তাকিয়ে থাকতে হতো লিলের পয়েন্ট হারানোর দিকেও। কাল সব হিসাব পিএসজির পক্ষেই কথা বলেছে। নিজেদের মাঠে রেঁসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নেইমাররা। একই রাতে সেঁত-এতিয়েনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লিলেও। যা পিএসজির শিরোপা সম্ভাবনা আরেকটু উজ্জ্বল করেছে। তবে শেষ ম্যাচে নিজেদের জয়ের সঙ্গে লিলের পয়েন্ট হারানোর প্রার্থনাও করতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।

প্যারিসে জয়ের জন্য শুরু থেকেই মরিয়া ছিল পিএসজি। প্রথম ১০ মিনিটে রেঁসের দুর্গে বেশ কয়েকবার হানা দেন নেইমার–এমবাপ্পেরা। ১৩ মিনিটে পেনাল্টিতে প্যারিস জায়ান্টদের প্রথম গোল এনে দেন নেইমার। ২৪ মিনিটে প্রতিপক্ষের নড়বড়ে রক্ষণের সুযোগে দলের দ্বিতীয় গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর প্রথমার্ধে আরও কয়েকবার সুযোগ পেয়েও তার সদ্ব্যবহার করতে পারেনি মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণাত্মক খেলে। বেশ কয়েকবার সুযোগ পেয়েও কেইলর নাভাসকে পরাস্ত করতে পারেনি রেঁস আক্রমণভাগ। অতিথিদের গোলরক্ষক প্রেদ্রাক রাজকোভিচও পিএসজিকে ফিরিয়ে দিয়েছেন একাধিকবার। বারবার সুযোগ বঞ্চিত পিএসজি ৬৭ মিনিটে আর ভুল করেনি। কর্নার থেকে পাওয়া বল দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন মার্কুইনোস। ৮৯ মিনিটে রাজকোভিচকে ফাঁকি দিয়ে দলের চতুর্থ গোলটি করেন ময়েস কিন।

৪-০ তে জিতেও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পিএসজি। ২৩ মে ব্রেস্টের মাঠে লিগের শেষ ম্যাচ খেলতে নামবেন নেইমাররা। একই দিনে এঞ্জার্সের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে লিলও। সেদিন আবারও একই সমীকরণের পুনরাবৃত্তি হকে কিনা সেটা সময়ই বলে দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত