লিওনেল মেসি প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে দুই বছরের চুক্তির পর চোখ কপালে ওঠার মতো একটি পরিসংখ্যান সামনে এসেছে! পিএসজির অফিশিয়াল ইনস্টাগ্রামের অনুসারী গত জুলাই মাসেও যেখানে ছিল ১০ লাখ ৩৪ হাজার, আগস্টে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ৮০ হাজারে (গতকাল পর্যন্ত)।
মেসি বার্সা ছেড়ে পিএসজিতে আসার সঙ্গে সঙ্গে পিএসজি সমর্থকদের সঙ্গে অন্য সব ক্লাবের সমর্থকেরাও যেন পিএসজি সমর্থক বনে গেছেন! জুন মাসের চেয়ে জুলাই মাসে পিএসজির অফিশিয়াল ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল প্রায় দ্বিগুণ। আর জুলাই মাস থেকে আগস্ট মাসের অর্ধেক না যেতে অনুসারী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় চারগুণ। পিএসজির অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজের এই অস্বাভাবিক অনুসারী সংখ্যা বাড়ার অন্যতম কারণ নিঃসন্দেহে মেসির পিএসজিতে আসা।
৫ আগস্ট যখন আকস্মিকভাবে জানা যায় বার্সার সঙ্গে মেসির চুক্তি নবায়ন হচ্ছে না তখন থেকে পিএসজি উঠে–পড়ে লাগে মেসিকে দলে ভেড়াতে। হুড়হুড় করে বাড়তে শুরু করে পিএসজির অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজের অনুসারী সংখ্যাও। তিন দিন পর বার্সায় মেসির শেষ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও পিএসজিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।
মেসি-পিএসজি আনুষ্ঠানিক চুক্তি যত কাছাকাছি আসছিল সমানুপাতিক হারে অনুসারী সংখ্যা বাড়ছিল। ১০ তারিখে মেসির সঙ্গে পিএসজির আনুষ্ঠানিক চুক্তি হলে অনুসারী সংখ্যা বাড়ার গতি আরও বেড়ে যায়। গতকাল পিএসজিতে মেসির আনুষ্ঠানিক চুক্তির পর অনুসারী সংখ্যা দাঁড়ায় ৫.৮০ মিলিয়ন অর্থাৎ ৫০ লাখ ৮০ হাজারে।
২০২১ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ফলোয়ারের সংখ্যা ওঠানামা করেছে নিয়মিত। জানুয়ারিতে ফলোয়ারের সংখ্যা ছিল ৫ লাখ ৩৭ হাজার। ফেব্রুয়ারিতে সেটি বেড়ে ৬ লাখ ২৭ হাজারে গেলেও মার্চেই আবার নেমে আসে ৪ লাখ ৩২ হাজারে। তবে পরের মাসে বেড়ে দাঁড়ায় সাড়ে ৭ লাখে। পরের দুই মাস মে–জুনে গ্রাফ আবারও নিচের দিকে নামতে শুরু করে।
জুন থেকে জুলাইয়ে অবশ্য এক লাফে অনুসারী সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ লাখ ৩৪ হাজারে। আর সর্বশেষ মেসি পিএসজিতে নাম লেখানোর পর আগের সব হিসেব–নিকেশ পাল্টে আগস্টে (গতকাল পর্যন্ত) অনুসারী সংখ্যা দাঁড়ায় ৫০ লাখ ৮০ হাজারে। মেসি পিএসজিতে নাম লেখানোর পরই যদি এই অবস্থা হয়, মাঠে নামার পর সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটিই এখন কৌতূহলের বিষয়!
লিওনেল মেসি প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে দুই বছরের চুক্তির পর চোখ কপালে ওঠার মতো একটি পরিসংখ্যান সামনে এসেছে! পিএসজির অফিশিয়াল ইনস্টাগ্রামের অনুসারী গত জুলাই মাসেও যেখানে ছিল ১০ লাখ ৩৪ হাজার, আগস্টে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ৮০ হাজারে (গতকাল পর্যন্ত)।
মেসি বার্সা ছেড়ে পিএসজিতে আসার সঙ্গে সঙ্গে পিএসজি সমর্থকদের সঙ্গে অন্য সব ক্লাবের সমর্থকেরাও যেন পিএসজি সমর্থক বনে গেছেন! জুন মাসের চেয়ে জুলাই মাসে পিএসজির অফিশিয়াল ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল প্রায় দ্বিগুণ। আর জুলাই মাস থেকে আগস্ট মাসের অর্ধেক না যেতে অনুসারী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় চারগুণ। পিএসজির অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজের এই অস্বাভাবিক অনুসারী সংখ্যা বাড়ার অন্যতম কারণ নিঃসন্দেহে মেসির পিএসজিতে আসা।
৫ আগস্ট যখন আকস্মিকভাবে জানা যায় বার্সার সঙ্গে মেসির চুক্তি নবায়ন হচ্ছে না তখন থেকে পিএসজি উঠে–পড়ে লাগে মেসিকে দলে ভেড়াতে। হুড়হুড় করে বাড়তে শুরু করে পিএসজির অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজের অনুসারী সংখ্যাও। তিন দিন পর বার্সায় মেসির শেষ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও পিএসজিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।
মেসি-পিএসজি আনুষ্ঠানিক চুক্তি যত কাছাকাছি আসছিল সমানুপাতিক হারে অনুসারী সংখ্যা বাড়ছিল। ১০ তারিখে মেসির সঙ্গে পিএসজির আনুষ্ঠানিক চুক্তি হলে অনুসারী সংখ্যা বাড়ার গতি আরও বেড়ে যায়। গতকাল পিএসজিতে মেসির আনুষ্ঠানিক চুক্তির পর অনুসারী সংখ্যা দাঁড়ায় ৫.৮০ মিলিয়ন অর্থাৎ ৫০ লাখ ৮০ হাজারে।
২০২১ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ফলোয়ারের সংখ্যা ওঠানামা করেছে নিয়মিত। জানুয়ারিতে ফলোয়ারের সংখ্যা ছিল ৫ লাখ ৩৭ হাজার। ফেব্রুয়ারিতে সেটি বেড়ে ৬ লাখ ২৭ হাজারে গেলেও মার্চেই আবার নেমে আসে ৪ লাখ ৩২ হাজারে। তবে পরের মাসে বেড়ে দাঁড়ায় সাড়ে ৭ লাখে। পরের দুই মাস মে–জুনে গ্রাফ আবারও নিচের দিকে নামতে শুরু করে।
জুন থেকে জুলাইয়ে অবশ্য এক লাফে অনুসারী সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ লাখ ৩৪ হাজারে। আর সর্বশেষ মেসি পিএসজিতে নাম লেখানোর পর আগের সব হিসেব–নিকেশ পাল্টে আগস্টে (গতকাল পর্যন্ত) অনুসারী সংখ্যা দাঁড়ায় ৫০ লাখ ৮০ হাজারে। মেসি পিএসজিতে নাম লেখানোর পরই যদি এই অবস্থা হয়, মাঠে নামার পর সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটিই এখন কৌতূহলের বিষয়!
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
৪ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
৪ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৬ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৭ ঘণ্টা আগে