Ajker Patrika

রামোসের হ্যাটট্রিকে হেসেখেলে শেষ আটে পর্তুগাল

রামোসের হ্যাটট্রিকে হেসেখেলে শেষ আটে পর্তুগাল

ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই আজ লুসাইলে সুইজারল্যান্ডের বিপক্ষে দল সাজিয়েছিল পর্তুগাল। মহাগুরুত্বপূর্ণ এই শেষ ষোলোর ম্যাচে রোনালদোর পরিবর্তে মূল একাদশে নেমেছিলেন গনসালো রামোস। নেমেই বাজিমাত করলেন রামোস। রামোসের দুর্দান্ত হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে শেষ আটে পর্তুগাল।

সুইজার‍ল্যান্ডের বিপক্ষে আজ শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে পর্তুগাল। তার সুফল হিসেবে ১৭ মিনিটে পর্তুগাল পেয়ে যায় পর্তুগাল পেয়ে যায় প্রথম গোলের দেখা। হোয়াও ফেলিক্সের পাস থেকে বাপায়ের শটে লক্ষ্যভেদ করেন গনসালো রামোস। রামোসের এটা প্রথম আন্তর্জাতিক গোল। এরপর ২২ থেকে ২৩-এই ১ মিনিটের ব্যবধানে পর্তুগিজরা দুইবার সুইস দুর্গে হানা দিয়েছিল। তবে এই দুটো আক্রমণই ঠেকিয়ে দিয়েছেন সুইজারল্যান্ড গোলরক্ষক ইয়ান সোমের।

৩০ মিনিটের সময় সুইসদের ম্যাচে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন জারদান শাকিরি। তবে পর্তুগাল গোলরক্ষক দিয়োগো কস্তা ব্যর্থ করে দিয়েছেন। আর খুব দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে পর্তুগিজরা। ৩৩ মিনিটে কর্ণার থেকে ক্রস করেছিলেন ব্রুনো ফার্নান্দেজ। দারুণ এক হেডে গোল করেন পেপে। প্রথমার্ধের সময় যত গড়িয়েছে, সুইজারল্যান্ড তত বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিল। তবে কোনো গোল করতে পারেনি সুইসরা। ২-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পর্তুগিজরা।

প্রথমার্ধের আক্রমণাত্মক খেলার ধারাবাহিকতা পর্তুগাল ধরে রাখে দ্বিতীয়ার্ধেও। ৫১ মিনিটে পর্তুগিজরা পেয়ে যায় তৃতীয় গোল। দালোতের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রামোস। ৫৫ মিনিটে পর্তুগালের চতুর্থ গোল করেন রাফায়েল গেরেইরো। গেরেইরোকে অ্যাসিস্ট করেন রামোস। এরপর ৫৮ মিনিটে ম্যাচের ফল ৪-১ করেন সুইজারল্যান্ডের ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি। আর ৬৭ মিনিটেই রামোস পেয়ে যান সেই মাহেন্দ্রক্ষণের দেখা। কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। সুইসরা আক্রমণ করলেও আর ব্যবধান কমাতে পারেনি। উপরন্তু ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে ব্যবধান আরও বাড়ায় পর্তুগাল। গেরেইরোর অ্যাসিস্টে গোল করে অর্ধডজন পূরণ করেন রাফায়েল লিয়াও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত