রাউল গঞ্জালেস ও ইকার ক্যাসিয়াস দুজনই রিয়াল মাদ্রিদ ইতিহাসের কিংবদন্তি। রিয়াল সমর্থকদের কাছে রাউল ও ক্যাসিয়াস নাম দুটো ভীষণ আবেগেরও। অথচ দুই সাবেককে একটা সময় নাকি ‘প্রতারক’ ভাবতেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ২০০৬ সালের এমনি একটি অডিও রেকর্ড ফাঁস করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল কনফেদেনশিয়াল।
এল কনফেদেনশিয়ালের ফাঁস করা ২০০৬ সালের সেই অডিও রেকর্ডে পেরেজ ক্যাসিয়াসকে নিয়ে বলেছিলেন, ‘সে কোনো মানের গোলরক্ষক না। আমি আর কী বলতে পারি? সে কখনোই ওই রকম পর্যায়ে পোঁছাতে পারবে না।’ রিয়াল সমর্থকেরা ক্যাসিয়াসকে ভালোবাসে—এটি উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘সে আমাদের জন্য চরম ব্যর্থ। কিন্তু সমস্যা হচ্ছে লোকে তাকে ভালোবাসে। তাকে নিয়ে কথা বলে। তাকে সমর্থন দেয়।’
ক্যাসিয়াসকে বড় প্রতারক উল্লেখ করে পেরেজ সেই রেকর্ডে এও বলেন, ‘ক্যাসিয়াস তো বড় প্রতারক! তার সঙ্গে আরেক প্রতারক হচ্ছে, রাউল। এদের কোনো দরকারেই খুঁজে পাওয়া যায় না!’
২০০৬ সালে রিয়ালের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন পেরেজ। তখন রিয়ালের খেলোয়াড়দের নিয়ে বিতর্কিত সব মন্তব্য করেছিলেন পেরেজ। এই রেকর্ডে উঠে এসেছে সেই সব কথা। খেলোয়াড়দের নিয়ে পেরেজ বলেছেন, ‘তারা সবাই স্বার্থপর! তারা আপনার কোনো কাজে আসবে না। যদি আপনি তাদের দিয়ে কিছু করাতে চান, আপনি ভুল করবেন। তারা শেষ করে দেবে। আমার এ ধরনের অভিজ্ঞতা খুবই ভয়াবহ।’
রাউল গঞ্জালেস ও ইকার ক্যাসিয়াস দুজনই রিয়াল মাদ্রিদ ইতিহাসের কিংবদন্তি। রিয়াল সমর্থকদের কাছে রাউল ও ক্যাসিয়াস নাম দুটো ভীষণ আবেগেরও। অথচ দুই সাবেককে একটা সময় নাকি ‘প্রতারক’ ভাবতেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ২০০৬ সালের এমনি একটি অডিও রেকর্ড ফাঁস করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল কনফেদেনশিয়াল।
এল কনফেদেনশিয়ালের ফাঁস করা ২০০৬ সালের সেই অডিও রেকর্ডে পেরেজ ক্যাসিয়াসকে নিয়ে বলেছিলেন, ‘সে কোনো মানের গোলরক্ষক না। আমি আর কী বলতে পারি? সে কখনোই ওই রকম পর্যায়ে পোঁছাতে পারবে না।’ রিয়াল সমর্থকেরা ক্যাসিয়াসকে ভালোবাসে—এটি উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘সে আমাদের জন্য চরম ব্যর্থ। কিন্তু সমস্যা হচ্ছে লোকে তাকে ভালোবাসে। তাকে নিয়ে কথা বলে। তাকে সমর্থন দেয়।’
ক্যাসিয়াসকে বড় প্রতারক উল্লেখ করে পেরেজ সেই রেকর্ডে এও বলেন, ‘ক্যাসিয়াস তো বড় প্রতারক! তার সঙ্গে আরেক প্রতারক হচ্ছে, রাউল। এদের কোনো দরকারেই খুঁজে পাওয়া যায় না!’
২০০৬ সালে রিয়ালের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন পেরেজ। তখন রিয়ালের খেলোয়াড়দের নিয়ে বিতর্কিত সব মন্তব্য করেছিলেন পেরেজ। এই রেকর্ডে উঠে এসেছে সেই সব কথা। খেলোয়াড়দের নিয়ে পেরেজ বলেছেন, ‘তারা সবাই স্বার্থপর! তারা আপনার কোনো কাজে আসবে না। যদি আপনি তাদের দিয়ে কিছু করাতে চান, আপনি ভুল করবেন। তারা শেষ করে দেবে। আমার এ ধরনের অভিজ্ঞতা খুবই ভয়াবহ।’
১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু হচ্ছে আগামীকাল। প্রায় ৫০০ অ্যাথলেট ও কোচ অংশ নিতে যাচ্ছেন এই টুর্নামেন্টে। সামার অ্যাথলেটিকসের মূল ইভেন্ট হবে পল্টনের জাতীয় স্টেডিয়ামে।
৫ মিনিট আগেসবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও। গত মঙ্গলবার রিও ডি জেনিরোয় কোপা সুদামেরিকানার শেষ ষোলোর দ্বিতীয় লেগে আমেরিকা দে ক্যালির বিপক্ষে ফ্লুমিনেন্সের হয়ে মাঠে নেমে ১ হাজার ৩৯১ ম্যাচ খেলার রেকর্ড গড়েন ফ্যাবিও। তিনি ভেঙেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটনের ১৩৯০
১৪ মিনিট আগেওয়ানডে অভিষেকটা প্রেনেলান সুব্রায়েনের জন্য ছিল মনে রাখার মতো। কেয়ার্নসে পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি পেয়েছেন ১ উইকেট। প্রোটিয়ারাও জিতেছে ৯৮ রানের বিশাল ব্যবধানে। তবে এই ম্যাচের পরই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) তাঁকে দিল দুঃসংবাদ।
২৪ মিনিট আগেচোট এখন লিওনেল মেসির নিত্যসঙ্গী হয়ে উঠেছে। ৯০ মিনিট খেলা তো দূরে থাক, অনেক সময় বদলি ফুটবলার হিসেবেও তাঁকে খেলানো হয় না। যত গুরুত্বপূর্ণ ম্যাচই হোক, আর্জেন্টাইন তারকা ফুটবলার শতভাগ ফিট না হওয়া পর্যন্ত কোনো রকম ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।
২ ঘণ্টা আগে