ক্রীড়া ডেস্ক
প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসানো জার্মানির কাছে তো নতুন কিছু নয়। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে সেই আইকনিক ‘সেভেন আপ’ খাওয়ানোর গল্প (৭-১ গোলের জয়) হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল জার্মানি। বসনিয়ার বিপক্ষে গত রাতে আবারও সেই ১০ বছরের পুরোনো স্মৃতি ব্রাজিল ভক্ত-সমর্থকদের মনে করাল জার্মানি।
এবারের নেশনস লিগে জার্মানি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আগেভাগেই। ইউরোপা পার্ক স্টেডিয়ামে গত রাতে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচটা জার্মানির জন্য ছিল গ্রুপসেরা হওয়ার লড়াই। এই ম্যাচেই জার্মানি গুণে গুণে দিল ৭ গোল। বসনিয়াকে ৭-০ গোলে হারিয়ে ৬ বছরের উয়েফা নেশনস লিগ ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল জার্মানি। ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে নেশনস লিগে লিগ ‘এ’-এর গ্রুপ ‘থ্রি’তে পয়েন্ট তালিকার শীর্ষে জার্মানরা। সেভেন আপের ম্যাচে জোড়া গোল করেন ফ্লোরিয়ান উইর্টজ ও টিম ক্লেইনডিয়েনস্ট। জামাল মুসিয়ালা, কাই হ্যাভার্টজ, লিরয় সানে একটি করে গোল করেন।
ইউরোপা-পার্ক স্টেডিয়ামে জার্মানিকে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে দেন মুসিয়ালা। ২৩ মিনিটে ক্লেইনডিয়েনস্টের গোলে ব্যবধান দ্বিগুণ করে জার্মানরা। তাতে আন্তর্জাতিক ফুটবলে গোলের হালখাতা খুললেন ক্লেইনডিয়েনস্ট। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে শেষ করে জার্মানিরা। যেখানে ৩৭ মিনিটে গোল করেন হ্যাভার্টজ।
দ্বিতীয়ার্ধে দ্রুতই ব্যবধান ৫-০ করে জার্মানি। ৫০ থেকে ৫৭-৭ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন উইর্টজ। হেক্সা পূরণ করতে জার্মানদের এরপর ১০ মিনিটও লাগেনি। ৬৬ মিনিটে গোলটি করেন সানে। ম্যাচের সপ্তম গোলটি এসেছে ক্লেইনডিয়েনস্টের পা থেকে। ৭৯ মিনিটে আন্টোনিও রুডিগারের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন ক্লেইনডিয়েনস্ট। ম্যাচে এটা ক্লেইনডিয়েনস্টের দ্বিতীয় গোল। আন্তর্জাতিক ফুটবলে ৩ ম্যাচে ২ গোল করেন ২৯ বছর বয়সী জার্মান স্ট্রাইকার। ১১ অক্টোবর বসনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই জার্মানির জার্সিতে অভিষেক হয়েছিল ক্লেইনডিয়েনস্টের।
সবশেষ জার্মানি কোনো দলকে সেভেন আপ উপহার দিয়েছিল ২০২১ সালে। তিন বছর আগে প্রীতি ম্যাচে লাটভিয়ার বিপক্ষে ৭-১ গোলে জিতেছিল জার্মানরা। সেবার সানে, টিমো ভেরনার, সার্জ ন্যাবরি, টমাস মুলার, ইলকায় গুন্দোয়ান, রবিন গোসেনস-এই ৬ জার্মান একটি করে গোল করেছিলেন। লাটভিয়ার একমাত্র গোলটি করেছিলেন দলটির মিডফিল্ডার অ্যালেক্সেস স্যাভেলজেভ।
প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসানো জার্মানির কাছে তো নতুন কিছু নয়। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে সেই আইকনিক ‘সেভেন আপ’ খাওয়ানোর গল্প (৭-১ গোলের জয়) হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল জার্মানি। বসনিয়ার বিপক্ষে গত রাতে আবারও সেই ১০ বছরের পুরোনো স্মৃতি ব্রাজিল ভক্ত-সমর্থকদের মনে করাল জার্মানি।
এবারের নেশনস লিগে জার্মানি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আগেভাগেই। ইউরোপা পার্ক স্টেডিয়ামে গত রাতে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচটা জার্মানির জন্য ছিল গ্রুপসেরা হওয়ার লড়াই। এই ম্যাচেই জার্মানি গুণে গুণে দিল ৭ গোল। বসনিয়াকে ৭-০ গোলে হারিয়ে ৬ বছরের উয়েফা নেশনস লিগ ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল জার্মানি। ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে নেশনস লিগে লিগ ‘এ’-এর গ্রুপ ‘থ্রি’তে পয়েন্ট তালিকার শীর্ষে জার্মানরা। সেভেন আপের ম্যাচে জোড়া গোল করেন ফ্লোরিয়ান উইর্টজ ও টিম ক্লেইনডিয়েনস্ট। জামাল মুসিয়ালা, কাই হ্যাভার্টজ, লিরয় সানে একটি করে গোল করেন।
ইউরোপা-পার্ক স্টেডিয়ামে জার্মানিকে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে দেন মুসিয়ালা। ২৩ মিনিটে ক্লেইনডিয়েনস্টের গোলে ব্যবধান দ্বিগুণ করে জার্মানরা। তাতে আন্তর্জাতিক ফুটবলে গোলের হালখাতা খুললেন ক্লেইনডিয়েনস্ট। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে শেষ করে জার্মানিরা। যেখানে ৩৭ মিনিটে গোল করেন হ্যাভার্টজ।
দ্বিতীয়ার্ধে দ্রুতই ব্যবধান ৫-০ করে জার্মানি। ৫০ থেকে ৫৭-৭ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন উইর্টজ। হেক্সা পূরণ করতে জার্মানদের এরপর ১০ মিনিটও লাগেনি। ৬৬ মিনিটে গোলটি করেন সানে। ম্যাচের সপ্তম গোলটি এসেছে ক্লেইনডিয়েনস্টের পা থেকে। ৭৯ মিনিটে আন্টোনিও রুডিগারের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন ক্লেইনডিয়েনস্ট। ম্যাচে এটা ক্লেইনডিয়েনস্টের দ্বিতীয় গোল। আন্তর্জাতিক ফুটবলে ৩ ম্যাচে ২ গোল করেন ২৯ বছর বয়সী জার্মান স্ট্রাইকার। ১১ অক্টোবর বসনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই জার্মানির জার্সিতে অভিষেক হয়েছিল ক্লেইনডিয়েনস্টের।
সবশেষ জার্মানি কোনো দলকে সেভেন আপ উপহার দিয়েছিল ২০২১ সালে। তিন বছর আগে প্রীতি ম্যাচে লাটভিয়ার বিপক্ষে ৭-১ গোলে জিতেছিল জার্মানরা। সেবার সানে, টিমো ভেরনার, সার্জ ন্যাবরি, টমাস মুলার, ইলকায় গুন্দোয়ান, রবিন গোসেনস-এই ৬ জার্মান একটি করে গোল করেছিলেন। লাটভিয়ার একমাত্র গোলটি করেছিলেন দলটির মিডফিল্ডার অ্যালেক্সেস স্যাভেলজেভ।
নতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
১০ মিনিট আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগে