Ajker Patrika

অবসাদ ছাড়েনি রোনালদোকেও

অবসাদ ছাড়েনি রোনালদোকেও

সর্বকালের সেরাদের তিনি একজন। ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছেন। জিতেছেন ব্যালন ডি’অর। ফুটবলের কারণে সাফল্য কুড়িয়েছেন দু’হাতে। কিন্তু কে জানত এই খ্যাতি আবার মানসিকভাবে কাবু করে ছাড়বে রোনালদো নাজারিও!

তারকা খেলোয়াড়দের কাছে মানসিক অবসাদ নতুন কিছু নয়। মাত্রাতিরিক্ত তারকাখ্যাতির কারণে চাপ থেকে মানসিক বিষণ্নতায় চিকিৎসা নিতে অসংখ্য খেলোয়াড়কে। রোনালদো জানালেন, একই সমস্যায় আড়াই বছর ধরে চিকিৎসা নিতে হচ্ছে তাঁকেও।

স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে সাম্প্রতিক সময়ে সাক্ষাৎকার দিয়েছেন রোনালদো। মানসিক অবসাদের সঙ্গে কীভাবে যুদ্ধ করছেন, সেই সাক্ষাৎকারে নিজের সেই অভিজ্ঞতার কথাও জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। জানিয়েছেন থেরাপি নিয়ে মানসিক ধকল কাটিয়ে ওঠার কথা, ‘হ্যাঁ, বর্তমানে আমি থেরাপি নিচ্ছি। আড়াই বছর ধরেই এটা চলছে এবং আগের থেকে এখন ভালো আছি।’

রোনালদো আরও বলেন, ‘অনেকেই দু: সময়ের মধ্য দিয়ে গিয়েছে। বর্তমান প্রজন্ম অনেক সৌভাগ্যবান যে কোনোপ্রকার নাটক ছাড়াই তারা সেরা চিকিৎসাই পাচ্ছে। অতীতেও এই সমস্যাগুলো ছিল কিন্তু পর্যাপ্ত সমাধান ছিল না।’

আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে ৯৯ ম্যাচ খেলেছেন রোনালদো। ৯৯ ম্যাচে করেছেন ৬২ গোল। মিরোস্লাভ ক্লোসার পর বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। ২৯ ম্যাচে ১৫ গোল করেছেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। ক্লাব ফুটবলে ৪৫৩ ম্যাচে ২৯৫ গোল করেছেন। সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। লস ব্লাঙ্কোসদের জার্সিতে ১৭৭ ম্যাচে করেছেন ১০৩ গোল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত