Ajker Patrika

হোঁচট খেল মোহামেডান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ মে ২০২৫, ২০: ৫৮
মাহবুবের গোলে সমতায় ফিরে মোহামেডানের উচ্ছ্বাস। ছবি : বাফুফে
মাহবুবের গোলে সমতায় ফিরে মোহামেডানের উচ্ছ্বাস। ছবি : বাফুফে

প্রিমিয়ার লিগে আজ ম্যাচ তিনটি হবে কি না, তা নিয়ে ছিল শঙ্কা। কারণ, বকেয়া পারিশ্রমিকের দাবিতে খেলা পরিচালনা করতে চাননি রেফারিরা। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের আশ্বাসে শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসেন তাঁরা। তবে বসুন্ধরা কিংস অ্যারেনা ও মুন্সিগঞ্জে খেলা নির্ধারিত সময়ে শুরু হলেও দেরি হয় ময়মনসিংহে।

কিংস অ্যারেনায় ফর্টিস এফসির বিপক্ষে হোঁচট খেয়েছে টেবিলের শীর্ষে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। হার বাঁচিয়ে ১-১ গোলে ড্র করেছে তারা। ২২ মিনিটে দারুণ এক ভলিতে ফর্টিসকে এগিয়ে দেন পিয়াস আহমেদ নোভা। মোহমেডান পিছিয়ে যেতে পারত আরও। কিন্তু গোলরক্ষক সাকিব আল হাসান তা হতে দেননি। দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে বদলি নামা মাহবুব আলমের গোলে সমতায় ফেরে সাদা-কালোরা। ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল তারা। ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে আছে ফর্টিস।

ব্যবধান কমানোর সুযোগ ছিল বসুন্ধরা কিংসের সামনে। কিন্তু মুন্সিগঞ্জে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ভালেরিউ তিতার দল। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। দলের হয়ে জোড়া গোল করেন নাজমুল ইসলাম রাসেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত