এবারের সিরি ‘আ’তে এক হাত নাপোলি দিয়ে রেখেছিল অনেক আগেই। শুধু ছিল সময়ের অপেক্ষা। গতকাল ডেসিয়া এরিনাতে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। ৩৩ বছরের অপেক্ষা শেষে সিরি ‘আ’ জিতল নাপোলি।
ডেসিয়া এরিনায় গতকাল নাপোলির প্রতিপক্ষ ছিল উদিনেস। শিরোপা জিততে নাপোলির সমীকরণ ছিল ড্র অথবা জয়। নেপোলিটানদের শিরোপা উদ্যাপন বিলম্বিত করতে শুরুতেই বাধা হয়ে দাঁড়ান স্যান্ডি লভরিচ। ১৩ মিনিটে গোল করেন উদিনেসের এই মিডফিল্ডার। এরপর দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই সমতায় ফেরে নাপোলি। ৫২ মিনিটে গোল করেন ভিক্টর ওসিমেন। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হওয়ায় নিশ্চিত হয় নাপোলিদের ২০২৩ সিরি ‘আ’ শিরোপা। ৩৩ বছরের অপেক্ষা শেষে শিরোপা উদ্যাপন করতে ডেসিয়া এরিনায় নাপোলি ভক্তরা ঝাঁক বেঁধে মাঠে ঢুকে পড়েন।
নাপোলি ভক্তদের এমন বাধনহারা উৎসব দেখে উচ্ছ্বসিত ক্লাবটির কোচ লুসিয়ানো স্পালেত্তি। ডিএজেএনকে নাপোলি কোচ বলেন, ‘নেপোলিটানদের খুশি দেখতে পারাটাই অনেক কিছু। তারা যে কী পরিমাণ আনন্দ অনুভব করছে, তাদেরকে দেখলেই বুঝতে পারবেন। যখন জীবন কঠিন হয়ে যায়, তখন তারা এই মুহূর্তের কথা মনে করবে। এভাবে উদ্যাপন করার অধিকার তাদের রয়েছে। আপনি অনেকটা নিশ্চিন্ত হবেন যখন জানবেন যে এমন খুশির মুহূর্ত তাদের উপহার দিয়েছেন।’
ওসিমেনের সমতাসূচক গোলেই গতকাল নাপোলিদের ৩৩ বছরের অপেক্ষা ফুরিয়েছে। ডিএজেডএনকে নাপোলির এই স্ট্রাইকার বলেন, ‘এটা অসাধারণ অনুভূতি। এই মুহূর্তর জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। নাপোলিদের স্কুদেত্তো তুলে দেওয়াটা সত্যিই বিশেষ কিছু। আমরা খুব সহজে তা ভুলব না। এই মুহূর্ত আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবে।’
এবারের সিরি ‘আ’তে এক হাত নাপোলি দিয়ে রেখেছিল অনেক আগেই। শুধু ছিল সময়ের অপেক্ষা। গতকাল ডেসিয়া এরিনাতে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। ৩৩ বছরের অপেক্ষা শেষে সিরি ‘আ’ জিতল নাপোলি।
ডেসিয়া এরিনায় গতকাল নাপোলির প্রতিপক্ষ ছিল উদিনেস। শিরোপা জিততে নাপোলির সমীকরণ ছিল ড্র অথবা জয়। নেপোলিটানদের শিরোপা উদ্যাপন বিলম্বিত করতে শুরুতেই বাধা হয়ে দাঁড়ান স্যান্ডি লভরিচ। ১৩ মিনিটে গোল করেন উদিনেসের এই মিডফিল্ডার। এরপর দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই সমতায় ফেরে নাপোলি। ৫২ মিনিটে গোল করেন ভিক্টর ওসিমেন। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হওয়ায় নিশ্চিত হয় নাপোলিদের ২০২৩ সিরি ‘আ’ শিরোপা। ৩৩ বছরের অপেক্ষা শেষে শিরোপা উদ্যাপন করতে ডেসিয়া এরিনায় নাপোলি ভক্তরা ঝাঁক বেঁধে মাঠে ঢুকে পড়েন।
নাপোলি ভক্তদের এমন বাধনহারা উৎসব দেখে উচ্ছ্বসিত ক্লাবটির কোচ লুসিয়ানো স্পালেত্তি। ডিএজেএনকে নাপোলি কোচ বলেন, ‘নেপোলিটানদের খুশি দেখতে পারাটাই অনেক কিছু। তারা যে কী পরিমাণ আনন্দ অনুভব করছে, তাদেরকে দেখলেই বুঝতে পারবেন। যখন জীবন কঠিন হয়ে যায়, তখন তারা এই মুহূর্তের কথা মনে করবে। এভাবে উদ্যাপন করার অধিকার তাদের রয়েছে। আপনি অনেকটা নিশ্চিন্ত হবেন যখন জানবেন যে এমন খুশির মুহূর্ত তাদের উপহার দিয়েছেন।’
ওসিমেনের সমতাসূচক গোলেই গতকাল নাপোলিদের ৩৩ বছরের অপেক্ষা ফুরিয়েছে। ডিএজেডএনকে নাপোলির এই স্ট্রাইকার বলেন, ‘এটা অসাধারণ অনুভূতি। এই মুহূর্তর জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। নাপোলিদের স্কুদেত্তো তুলে দেওয়াটা সত্যিই বিশেষ কিছু। আমরা খুব সহজে তা ভুলব না। এই মুহূর্ত আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবে।’
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৪ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৫ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৫ ঘণ্টা আগে