Ajker Patrika

ব্রাজিলিয়ান চার কিংবদন্তির যে ছবি ভাইরাল

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৯: ১৭
ব্রাজিলিয়ান চার কিংবদন্তির যে ছবি ভাইরাল

বছরজুড়ে ক্লাব ফুটবল নিয়ে ব্যস্ততা থাকে ফুটবলারদের। খুব কম সময়ই একসঙ্গে নিজেদের পান তাঁরা। এক ছাদের নিচে কাটানোর জন্য বিশ্বকাপই তাই ভরসা। যাঁরা মাঠে খেলেন সময়টা তাঁরা তো রাঙিয়ে রাখতে চানই। যাঁরা খেলাটাকে বিদায় বলেছেন, তাঁরাও যেন নিজেদের খুঁজে পান এই বিশ্বকাপেই। গতকাল যেমনটা দেখা গেছে ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচে।

মাঠে উত্তরসূরিরা লড়ছেন, আর গ্যালারিতে দেখা মিলছে একেকজন ব্রাজিল কিংবদন্তির। ম্যাচের বিভিন্ন মুহূর্তে টিভি পর্দায় বারবার ভেসে ওঠে তাঁদের ছবি। পরে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন কাকা। কাকার সেই ছবিতে সঙ্গী হয়েছেন, কাফু, রবার্তো কার্লোস, রোনালদো নাজারিও’র মতো কিংবদন্তিরা। ছবির ক্যাপশনে কাকা লেখেন, ‘ইটস ফ্রম ব্রাজিল।’

ব্রাজিল ফুটবলের সোনায় মোড়ানো ছবিগুলোই যেন ফুটে ওঠে সেই ছবিতে। যে ভার এখন বয়ে নিয়ে চলেছেন নেইমার-কাসেমিরোরা। উত্তরসূরিরা হতাশ করেননি মাঠে আসা কিংবদন্তিদের। সুইজারল্যান্ডকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে গতরাতে শেষ ষোলো নিশ্চিত করেছে সেলেসাওরা। এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে কোচ তিতের দল। শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ক্যামেরুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত