কাতার ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বারবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় ফ্রান্স। কিন্তু স্নায়ুযুদ্ধে পেরে ওঠেনি ফরাসিরা। দিদিয়ের দেশমের দল সুযোগ হারায় একুশ শতকে প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের।
কিন্তু পরাজয় মেনে নিতে পারছেন না ফরাসি সমর্থকেরা। ম্যাচে দুর্দান্ত খেললেও কেবল টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েছেন দেশমের দুই শিষ্য কিংসলে কোমান ও অরেলিয়েঁ চুয়ামেনি। অনলাইনে বর্ণবাদের শিকার হয়েছেন তাঁরা।
তবে দুঃসময়ে কোমান পাশে পাচ্ছেন তাঁর ক্লাব বায়ার্ন মিউনিখকে। ২৬ বছর বয়সী উইঙ্গারের সমর্থনে জার্মান ক্লাবটি বর্ণবাদীদের নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে কোমানের পরিবারের পাশে আছে জানিয়েছেন বাভারিয়ানরা। বায়ার্ন নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে কোমানের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, ‘কিংসলে কোমানের প্রতি বর্ণবাদী মন্তব্যের নিন্দা জানাচ্ছে বায়ার্ন। বায়ার্ন পরিবার আপনার পাশে আছে, কিং। আমাদের সমাজে বা স্পোর্টসে বর্ণবাদের কোনো জায়গা নেই।’
গত রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারে ফ্রান্স। এর আগে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ২-২ গোলে সমতায় ছিল ম্যাচ। পরে ৩০ মিনিটের অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র হলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে শেষ হাসি হাসেন লিওনেল মেসিরা।
এর আগেও পেনাল্টি মিসের কারণে অনলাইনে বর্ণবাদের মুখে পড়তে হয়েছে অনেক ফুটবলারকে। গত বছর ২০২২ ইউরোতে পেনাল্টি শ্যুটআউটে ৩-২ ব্যবধানে হারে স্বাগতিক ইংল্যান্ড। স্পট কিকে গোল করতে ব্যর্থ হন মার্কাস রাশফোর্ড, জাদোন সানচো ও বুকায়ো সাকা। এই তিন কৃষ্ণাঙ্গ খেলোয়াড় বর্ণবাদের শিকার হোন। বর্ণবাদের শিকার হওয়া ফ্রান্সের দুই ফুটবলারও কৃষ্ণাঙ্গ।
কাতার ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বারবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় ফ্রান্স। কিন্তু স্নায়ুযুদ্ধে পেরে ওঠেনি ফরাসিরা। দিদিয়ের দেশমের দল সুযোগ হারায় একুশ শতকে প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের।
কিন্তু পরাজয় মেনে নিতে পারছেন না ফরাসি সমর্থকেরা। ম্যাচে দুর্দান্ত খেললেও কেবল টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েছেন দেশমের দুই শিষ্য কিংসলে কোমান ও অরেলিয়েঁ চুয়ামেনি। অনলাইনে বর্ণবাদের শিকার হয়েছেন তাঁরা।
তবে দুঃসময়ে কোমান পাশে পাচ্ছেন তাঁর ক্লাব বায়ার্ন মিউনিখকে। ২৬ বছর বয়সী উইঙ্গারের সমর্থনে জার্মান ক্লাবটি বর্ণবাদীদের নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে কোমানের পরিবারের পাশে আছে জানিয়েছেন বাভারিয়ানরা। বায়ার্ন নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে কোমানের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, ‘কিংসলে কোমানের প্রতি বর্ণবাদী মন্তব্যের নিন্দা জানাচ্ছে বায়ার্ন। বায়ার্ন পরিবার আপনার পাশে আছে, কিং। আমাদের সমাজে বা স্পোর্টসে বর্ণবাদের কোনো জায়গা নেই।’
গত রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারে ফ্রান্স। এর আগে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ২-২ গোলে সমতায় ছিল ম্যাচ। পরে ৩০ মিনিটের অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র হলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে শেষ হাসি হাসেন লিওনেল মেসিরা।
এর আগেও পেনাল্টি মিসের কারণে অনলাইনে বর্ণবাদের মুখে পড়তে হয়েছে অনেক ফুটবলারকে। গত বছর ২০২২ ইউরোতে পেনাল্টি শ্যুটআউটে ৩-২ ব্যবধানে হারে স্বাগতিক ইংল্যান্ড। স্পট কিকে গোল করতে ব্যর্থ হন মার্কাস রাশফোর্ড, জাদোন সানচো ও বুকায়ো সাকা। এই তিন কৃষ্ণাঙ্গ খেলোয়াড় বর্ণবাদের শিকার হোন। বর্ণবাদের শিকার হওয়া ফ্রান্সের দুই ফুটবলারও কৃষ্ণাঙ্গ।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
৪৪ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে