দুর্ভাগাদের দলে নামটা প্রায় তুলেই ফেলেছিল ইকুয়েডর। বাছাইপর্বের বাধা ডিঙিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেও শঙ্কায় ছিল খেলতে না পারার।
ইকুয়াডোরিয়ান ফুটবল ফেডারেশনের (এফইএফ) বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ে এক খেলোয়াড়ের জন্মস্থান ও তারিখ জালিয়াতির অভিযোগ এনেছিল চিলি। অভিযোগ সত্যি প্রমাণিত হলে বিশ্বকাপে খেলার যোগ্যতা হারাতে হতো ইকুয়েডরকে।
তবে তদন্তের পর চিলির অভিযোগ খারিজ করে দিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। ফলে কাতার বিশ্বকাপে খেলতে আর কোনো বাধা রইল না দক্ষিণ আমেরিকার দেশটির।
আজ রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফা আপিল কমিটির কাছে ফের আবেদন করার সুযোগ আছে চিলির সামনে।
চিলি তাদের অভিযোগপত্রে দাবি করে, ভুয়া জন্মসনদ ও নাগরিকত্ব সনদ বানিয়ে এবারের বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর দলে খেলেছেন ডিফেন্ডার বাইরন কাস্টিয়ো। আসলে তাঁর জন্ম কলম্বিয়ার তুমাকোয়। এ কারণে শাস্তি হিসেবে ইকুয়েডরকে বিশ্বকাপের অযোগ্য ঘোষণা করে নিজেদের সুযোগ দিতে বলে চিলি।
দক্ষিণ আমেরিকান (কনমেবল) অঞ্চলের বাছাইয়ে চতুর্থ হয়ে কাতারের টিকিট পেয়েছিল ইকুয়েডর। যদি তাদের বহিষ্কার করা হতো, তাহলে ১৪ পয়েন্ট হারিয়ে নয়ে নেমে যেত। আর চিলি আরও ৫ পয়েন্ট পেয়ে বিশ্বকাপ নিশ্চিত করত। কারণ, তাদের বিপক্ষে দুই লেগেই খেলেছেন কাস্টিয়ো।
ফিফার সিদ্ধান্ত জানার পর ইকুয়াডোরিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি ফ্রান্সিসকো এগাস উচ্ছ্বাস প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘ক্রীড়াক্ষেত্রে আজ ন্যায় বিচার হলো। জানতাম, আমরা সব সময়ই ঠিক ছিলাম।’
দুর্ভাগাদের দলে নামটা প্রায় তুলেই ফেলেছিল ইকুয়েডর। বাছাইপর্বের বাধা ডিঙিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেও শঙ্কায় ছিল খেলতে না পারার।
ইকুয়াডোরিয়ান ফুটবল ফেডারেশনের (এফইএফ) বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ে এক খেলোয়াড়ের জন্মস্থান ও তারিখ জালিয়াতির অভিযোগ এনেছিল চিলি। অভিযোগ সত্যি প্রমাণিত হলে বিশ্বকাপে খেলার যোগ্যতা হারাতে হতো ইকুয়েডরকে।
তবে তদন্তের পর চিলির অভিযোগ খারিজ করে দিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। ফলে কাতার বিশ্বকাপে খেলতে আর কোনো বাধা রইল না দক্ষিণ আমেরিকার দেশটির।
আজ রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফা আপিল কমিটির কাছে ফের আবেদন করার সুযোগ আছে চিলির সামনে।
চিলি তাদের অভিযোগপত্রে দাবি করে, ভুয়া জন্মসনদ ও নাগরিকত্ব সনদ বানিয়ে এবারের বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর দলে খেলেছেন ডিফেন্ডার বাইরন কাস্টিয়ো। আসলে তাঁর জন্ম কলম্বিয়ার তুমাকোয়। এ কারণে শাস্তি হিসেবে ইকুয়েডরকে বিশ্বকাপের অযোগ্য ঘোষণা করে নিজেদের সুযোগ দিতে বলে চিলি।
দক্ষিণ আমেরিকান (কনমেবল) অঞ্চলের বাছাইয়ে চতুর্থ হয়ে কাতারের টিকিট পেয়েছিল ইকুয়েডর। যদি তাদের বহিষ্কার করা হতো, তাহলে ১৪ পয়েন্ট হারিয়ে নয়ে নেমে যেত। আর চিলি আরও ৫ পয়েন্ট পেয়ে বিশ্বকাপ নিশ্চিত করত। কারণ, তাদের বিপক্ষে দুই লেগেই খেলেছেন কাস্টিয়ো।
ফিফার সিদ্ধান্ত জানার পর ইকুয়াডোরিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি ফ্রান্সিসকো এগাস উচ্ছ্বাস প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘ক্রীড়াক্ষেত্রে আজ ন্যায় বিচার হলো। জানতাম, আমরা সব সময়ই ঠিক ছিলাম।’
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে