Ajker Patrika

অলিম্পিকে জয়ে ফিরল আর্জেন্টিনা

অলিম্পিকে জয়ে ফিরল আর্জেন্টিনা

টোকিও অলিম্পিকে ফুটবল ইভেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। জিততেই হবে এমন সমীকরণে খেলতে নেমে মিশরকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন ২২ বছর বয়সী সেন্টার ব্যাক ফাকুন্দো মেদিনা। এই জয়ে দ্বিতীয় পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে টোকিও অলিম্পিক শুরু করেছিল আর্জেন্টিনা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল মিশর। সাপ্পোরো দোমে স্টেডিয়ামে রোববার ‘সি’ গ্রুপের এই ম্যাচে দুই দলই জয়ের আশা নিয়ে মাঠে নেমেছিল। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। স্পেনের বিপক্ষে ম্যাচের মতো এদিন আর্জেন্টিনাকেও রুখে দেওয়ার আশা দেখছিল মিশর।

তবে মিশরের সেই আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি। ম্যাচের ৫২ মিনিটে সেন্টার ব্যাক মেদিনা এগিয়ে দেন আর্জেন্টিনাকে। শেষ পর্যন্ত এই গোলটি ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ম্যাচে মোট ১১টি শট নেয় দুই বারের সোনাজয়ী আর্জেন্টিনা। যদিও এর মধ্যে দুটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল তারা। মিশরও ৮ শটের দুটি পোস্টে রাখতে পারে। ফাউলেও পিছিয়ে ছিল না দুই দল। ম্যাচে আর্জেন্টিনা ১১টি ও মিশর ১৫টি ফাউল করেছে।

টোকিও অলিম্পিকের এই প্রতিযোগিতায় আর্জেন্টিনা গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী বুধবার স্পেনের মুখোমুখি হবে। একই দিনে মিশর মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত