২৯ বছর কী এমন বয়স! এই বয়সে অনেক ফুটবলার সোনালি সময় পার করেন। কিন্তু জোদি লুকোকিকে হয়ে গেলেন পরপারের বাসিন্দা। নেদারল্যান্ডসের সফলতম ক্লাব আয়াক্স আমস্টারডামের সাবেক স্ট্রাইকারকে পিটিয়ে মেরেছে তাঁরই পরিবার।
ডাচ দৈনিক ‘হেট পারোল’ বলছে, কলহের জেরে পরিবারের সদস্যরা বেদম পেটান লুকোকিকে। এরপর হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। পরশু পাড়ি জমান না ফেরার দেশে।
এক বিবৃতিতে লুকোকির মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর বর্তমান ক্লাব এফসি টোয়েন্টে, ‘আমরা জোদি লুকোকির মৃত্যুর দুঃসংবাদ পেয়েছি। আমাদের ক্লাব বড় ধাক্কা খেয়েছে। তাঁর অকাল মৃত্যুতে ক্লাব গভীর শোক জানাচ্ছে।’
লুকোকির মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে সাবেক দল আয়াক্সও, ‘আমাদের সাবেক খেলোয়াড় জোদি লুকোকি ২৯ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। শান্তিতে বিশ্রাম নাও, জোদি।’
পরিবারের সদস্যদের প্রহারের পর নেদারল্যান্ডসের আলমেরেতের একটি হাসপাতালে নেওয়া হয় লুকোকিকে। সেখানেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান এই উইঙ্গার। তাঁর মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করছে গোয়েন্দা পুলিশ।
লুকোকি আয়াক্সের যুব দলে যোগ দিয়েছিলেন ২০০৮ সালে। ২০১১ সালে মূল দলের হয়ে অভিষেক হয়। টানা তিন মৌসুম ডাচ লিগ জিতেছেন তিনি। ২০১৪ সালে আয়াক্স ছাড়ার পর বুলগেরিয়া ও তুরস্কের ক্লাবে খেলেছেন লুকোকি। গত বছর ফেরেন নেদারল্যান্ডসে, যোগ দেন টোয়েন্টেতে।
১৯৯৬-৯৭ সালে প্রথম কঙ্গো যুদ্ধের সময় পরিবারের সঙ্গে জন্মভূমি ছেড়ে নেদারল্যান্ডসে আসেন লুকোকি। বয়সভিত্তিক ফুটবলে তিনি ডাচদের হয়েই প্রতিনিধিত্ব করেছেন। তবে ২০১৫ সালে ঠিকই ফিরে গেছেন শিকড়ে। জাতীয় দলে খেলেছেন কঙ্গোর হয়ে।
২৯ বছর কী এমন বয়স! এই বয়সে অনেক ফুটবলার সোনালি সময় পার করেন। কিন্তু জোদি লুকোকিকে হয়ে গেলেন পরপারের বাসিন্দা। নেদারল্যান্ডসের সফলতম ক্লাব আয়াক্স আমস্টারডামের সাবেক স্ট্রাইকারকে পিটিয়ে মেরেছে তাঁরই পরিবার।
ডাচ দৈনিক ‘হেট পারোল’ বলছে, কলহের জেরে পরিবারের সদস্যরা বেদম পেটান লুকোকিকে। এরপর হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। পরশু পাড়ি জমান না ফেরার দেশে।
এক বিবৃতিতে লুকোকির মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর বর্তমান ক্লাব এফসি টোয়েন্টে, ‘আমরা জোদি লুকোকির মৃত্যুর দুঃসংবাদ পেয়েছি। আমাদের ক্লাব বড় ধাক্কা খেয়েছে। তাঁর অকাল মৃত্যুতে ক্লাব গভীর শোক জানাচ্ছে।’
লুকোকির মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে সাবেক দল আয়াক্সও, ‘আমাদের সাবেক খেলোয়াড় জোদি লুকোকি ২৯ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। শান্তিতে বিশ্রাম নাও, জোদি।’
পরিবারের সদস্যদের প্রহারের পর নেদারল্যান্ডসের আলমেরেতের একটি হাসপাতালে নেওয়া হয় লুকোকিকে। সেখানেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান এই উইঙ্গার। তাঁর মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করছে গোয়েন্দা পুলিশ।
লুকোকি আয়াক্সের যুব দলে যোগ দিয়েছিলেন ২০০৮ সালে। ২০১১ সালে মূল দলের হয়ে অভিষেক হয়। টানা তিন মৌসুম ডাচ লিগ জিতেছেন তিনি। ২০১৪ সালে আয়াক্স ছাড়ার পর বুলগেরিয়া ও তুরস্কের ক্লাবে খেলেছেন লুকোকি। গত বছর ফেরেন নেদারল্যান্ডসে, যোগ দেন টোয়েন্টেতে।
১৯৯৬-৯৭ সালে প্রথম কঙ্গো যুদ্ধের সময় পরিবারের সঙ্গে জন্মভূমি ছেড়ে নেদারল্যান্ডসে আসেন লুকোকি। বয়সভিত্তিক ফুটবলে তিনি ডাচদের হয়েই প্রতিনিধিত্ব করেছেন। তবে ২০১৫ সালে ঠিকই ফিরে গেছেন শিকড়ে। জাতীয় দলে খেলেছেন কঙ্গোর হয়ে।
খেলোয়াড়দের মাঠে মেজাজ হারানোর ঘটনা তো নতুন কিছু নয়। ম্যাচের উত্তেজনাকর পরিস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনাও পর্যন্ত ঘটে। আর এসব ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতে বেশি সময়ও লাগে না।
৩ মিনিট আগেক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৭ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগে